You are viewing a single comment's thread from:

RE: প্রকৃতি এবং পরিস্থিতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ8 months ago

আসলেই মানুষের সাথে তাল মিলিয়ে থাকতে পারলে খুব ভালো। মতের ভিন্নতা হলেই দেখা যায় আসল রূপ। বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি আসলেই খুব খারাপ। আমি এটা প্রায়ই ভাবি,এই যে বেশিরভাগ জিনিসপত্রের এতো দাম বাড়ছে, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ কেনা বন্ধ করছে না। বরং দাম বাড়ার পর অনেকে আরো বেশি করে কিনে এবং কিছু কিছু জিনিসপত্র বাসায় মজুদ করে রেখে দেয়। এতে করে জিনিসপত্রের দাম আরো বৃদ্ধি পায়। সেজন্য অনেক মানুষ কিনতে ও পারছে না অনেক কিছু। কিন্তু সবাই মিলে কেনা বন্ধ করে দিলে,কয়েকদিনের মধ্যেই দাম কমে যাবে। আবার কেউ বিপদে পরলে এগিয়ে যায় না কেউ, কিন্তু একবার ও ভাবে না, দুইদিন পর আমারও বিপদ হতে পারে। তখন তো কেউ এগিয়ে আসবে না। আসলে মানুষ প্রচুর স্বার্থপর এবং বর্তমান সময়টাকে বেশি প্রাধান্য দেয়। পরবর্তীতে কি হবে সেটা ভাবে না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার লিখেছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43