প্রকৃতি এবং পরিস্থিতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আসলে পরিবেশ এবং পরিস্থিতির বাহিরে গিয়ে খুব একটা বেশী সময় আমরা ভালো থাকতে পারি না, কারন সেই সুযোগটা আমাদের জন্য ছোট হয়ে যায়। কারন আমরা সবাই পরিস্থিতির কাছে কোন না কোন ভাবে বন্দি, তাই পরিস্থিতি মানিয়ে নিয়েই আমাদের চেষ্টা করতে হয় ভালো থাকার অথবা ভালো আছি এই অভিনয় করার। বর্তমান পরিবেশ নিয়ে যেমন অনেক কথা বলা যায় ঠিক তেমনি অভিনয় নিয়েও অনেক গল্প লেখা যায়, কারন বাস্তবতার অভিজ্ঞতাগুলো নিদারুণভাবে আমাদের পাল্টে দিচ্ছে অথবা পাল্টে যেতে বাধ্য করছে।

IMG_20231125_105930.jpg

আপনি আমি চাইলেই যেমন এটা প্রত্যাখান করতে পারবো না ঠিক তেমনি চাইলেও এর বিপক্ষে দাঁড়াতে পারবো না। কারন আপনার আমার চারপাশের মানুষগুলো যেমন এটা মেনে নিবে না ঠিক তেমনি মেনে নিবে না বর্তমান সামাজিক অবস্থান। তাই সবটা নিরবে মেনে নিয়ে হলেও আমাদের নিজেদের অবস্থান যেমন ধরে রাখতে হবে ঠিক তেমনি সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলতে হবে। দেখুন আপনি যতটা সময় সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন, ততক্ষন সবাই আপনাকে বাহবা দিতে থাকবে কিন্তু যখনই আপনি তাদের বাহিরে এসে কিছু একটা করার চেষ্টা করবেন, তখনই সবাই আপনার বিপক্ষে চলে যাবে, নিদারুণ এক বাস্তবতা এটা।

IMG_20231125_105926.jpg

IMG_20231125_105928.jpg

সময় বদলে দেয় পুরো পরিস্থিতি
সময় বদলে দেয় কারো উপস্থিতি
সময় বদলে দেয় কারো আকুতি...।

সময় আমাদের যেমন আটকে দেয় ঠিক তেমনি আবার নতুনভাবে নিজেকে গড়ে তুলতে সহযোগিতা করে। এখন আপনি আর আমি এই সময়ের সুযোগ কতটা কাজে লাগাতে পারছি সেটা আপনার আমার মানসিকতার উপর নির্ভর করছে। কেউ যেমন এখন ২০০ টাকা কেজি পেঁয়াজ বেশী বেশী করে কিনে ঘরকে অস্থায়ী গোডাউন বানাতে দ্বিধাবোধ করছে না ঠিক তেমনি কেউ কেউ আবার পেঁয়াজ বাদ দিয়ে তরকারি খাওয়ার চেষ্টা করছেন, অবস্থানগত কারনে দুইজনের মানসিকতা ভিন্ন হয়ে গেছে। কেউ সুযোগ থাকা সত্বেও যেমন পেঁয়াজ কিনতে পারছে না আবার কেউ কেউ পরিস্থিতির কথা বিবেচনা করে পেঁয়াজ ছাড়াই তরকারি খাচ্ছে।

IMG_20231125_110620.jpg

IMG_20231125_110623.jpg

আসলে দৃষ্টিভঙ্গি যে যেভাবে গ্রহন করে সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার বা বিষয় কিন্তু কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, সেগুলো নিয়ে আমরা নিজেদের অবস্থান পাল্টে ফেলতে পারি, তাতে সমাজের ও দশের লাভবান হওয়ার সম্ভাবনা তৈরী হবে। আমার সামর্থ নেই তাই হয়তো বেশী দামে পেঁয়াজ কিনতে পারছি না, কিন্তু আপনার সামর্থ আছে তবুও যদি আপনি আমাকে সমর্থন করে কিংবা দামের বিপক্ষে অবস্থান নিয়ে পেঁয়াজ কেনা বন্ধ করে দেন তাহলে হয়তো দামটা নিয়ন্ত্রণ করা কিংবা দামের বিপক্ষে অবস্থান নেয়া সকলের জন্য সহজ হয়ে যাবে।

IMG_20231125_110424.jpg

IMG_20231125_110618.jpg

কিন্তু সমস্যা হলো আমরা এটা করবো না, কারন আমাদের মানসিকতা একটু ভিন্ন রকম। আমরা সর্বদা নিজের সুখের এবং নিজের লাভের বিষয়টিকে প্রাধান্য দেয়ার চেষ্টা করছি। অথচ আমার চারপাশের মানুষগুলোর সেই সুযোগ বা সক্ষমতা নেই সেটা নিয়ে বিন্দুমাত্র আমার চিন্তা নেই। সামাজিক জীব এবং মানুষ হিসেবে আমাদের সকলের প্রধান কর্তব্য ছিলো সকলের সাথে পারস্পরিক সুন্দর একটা সম্পর্ক বজায় রাখা। কিন্তু আমরা শুধুমাত্র নিজের অবস্থান নিয়েই সুখি থাকতে চাই, আফসোস! আমাদের এই সামাজিক অবস্থান ঠিক না থাকলে কোন ভাবেই আমার সুখ যেমন নিশ্চিত করা সম্ভব না ঠিখ তেমনি পরিস্থিতিকে অস্বীকার করাও সম্ভব না।

তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 7 months ago 

আমরা জানি মানুষ পরিবেশের দাস। প্রকৃতির তার নিজস্ব গতিতে চলে। আপনি বা আমি ইচ্ছা করলেই এর দিক পরিবর্তন করতে পারবো না। কিছু সময় থাকে যখন আপনি নিজে কিছু করতে যাবেন তখন কিছু মানুষ আপনার বাধা হয়ে দাঁড়াবে। সমাজের কিছু ভালো কাজ অন্যরাও করবে না নিজেকেও করতে দিবে না। আমার কাছে মনে হয় পেঁয়াজের বিষয়টা ঠিক এমনই হবে ভাই।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য। হ্যা, সব কিছু একটা নির্দিষ্ট নিয়মের মাঝ দিয়ে চলবে সেটা ঠিক আছে কিন্তু অনাকাংখিতভাবে সেই নিয়মটি স্বার্থের জন্য ব্রেক করাটা হয়তো ঠিক না।

 7 months ago 

এটা কিন্তু সত্য যে আমরা নিজেদের কে বদলে দেওয়ার চেষ্টা এতটুকুও করি না। আমরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি। সত্যি যদি আমরা আমাদের নিজেদের কে বদলে দিতে পারতাম তাহলে আমাদের চারপাশের পরিস্থিতিও বেশ সুন্দর হয়ে যেত। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

মানুষের জীবনে কত প্রতিকূলতা খারাপ পরিস্থিতি পার করে জীবনের অগ্রযাত্রা চালিয়ে যেতে হয়, বর্তমান যে অবস্থা যেটা মানুষের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ সুযোগের সদ্ব্যবহার করছে কেউ পরিস্থিতির শিকার হয়ে তার দুর্দিন ভোগ করতে হচ্ছে। একজন মানুষ হিসেবে সঠিক চিন্তা ভাবনা নিজের সততার কর্মকাণ্ড বর্তমান সমাজে খুবই অভাব । সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে যেটা সাধারণ মানুষের অনেক খারাপ পরিস্থিতির শিকার হতে হচ্ছে। দিন যত যাচ্ছে ততই যেন কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলে ভাইয়া পরিবেশ পরিস্থিতিতে মানুষ অনেক কিছু করে থাকে।আসলে যাদের অর্থ বেশি থাকে তারা কখনো অভাব কি জিনিস বুঝতে পারে না।আর অর্থ শালী লোকের জন্য পরিবেশ নিয়ন্ত্রণে আনা মুশকিল। সত্যি কেউ পেঁয়াজের গোডাউন তৈরি করছে আবার কেউ পিয়াজ খাচ্ছে না। আসলে ভাইয়া পরিবেশ পরিস্থিতি মানুষকে চেঞ্জ হতে বাধ্য করে। আসলে আমরা মানুষ হিসেবে সবার পরিবেশ পরিস্থিতি বুঝা উচিত। ধন্যবাদ ভাইয়া

 7 months ago 

আসলেই মানুষের সাথে তাল মিলিয়ে থাকতে পারলে খুব ভালো। মতের ভিন্নতা হলেই দেখা যায় আসল রূপ। বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি আসলেই খুব খারাপ। আমি এটা প্রায়ই ভাবি,এই যে বেশিরভাগ জিনিসপত্রের এতো দাম বাড়ছে, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ কেনা বন্ধ করছে না। বরং দাম বাড়ার পর অনেকে আরো বেশি করে কিনে এবং কিছু কিছু জিনিসপত্র বাসায় মজুদ করে রেখে দেয়। এতে করে জিনিসপত্রের দাম আরো বৃদ্ধি পায়। সেজন্য অনেক মানুষ কিনতে ও পারছে না অনেক কিছু। কিন্তু সবাই মিলে কেনা বন্ধ করে দিলে,কয়েকদিনের মধ্যেই দাম কমে যাবে। আবার কেউ বিপদে পরলে এগিয়ে যায় না কেউ, কিন্তু একবার ও ভাবে না, দুইদিন পর আমারও বিপদ হতে পারে। তখন তো কেউ এগিয়ে আসবে না। আসলে মানুষ প্রচুর স্বার্থপর এবং বর্তমান সময়টাকে বেশি প্রাধান্য দেয়। পরবর্তীতে কি হবে সেটা ভাবে না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার লিখেছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বর্তমানে মানুষের মধ্যে অপরের প্রতি সেই আত্মিক টান বা সদয় মনোভাব কোনোটিই নেই।নিজে কিভাবে ভালো থাকা যায় সেটা নিয়েই বেশি চিন্তা করে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে।আবার অপর দিকে একথাও সত্যি যে,কিছু মানুষের জিনিস কেনার মতো সামর্থ্য না থাকলেও তাদের অভিনয় ও বড় বড় ডায়ালগ বেশ অবাক করার মতো।যাইহোক সবমিলিয়ে সমাজের জন্য দশে মিলে কাজ করাই শ্রেয়।আপনি সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57184.88
ETH 3097.33
USDT 1.00
SBD 2.41