You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬২

in আমার বাংলা ব্লগlast month

একজন বোকা লোক সমুদ্রের পানিতে নেমে গোসল করার সময়, বড় ঢেউ আসার কারণে তার মুখে পানি চলে গিয়েছিল। তখন সে ভাবলো পানি এমন লবনাক্ত লাগে কেনো। সেই বলদ লোকের পাশে একজন লোক গোসল করছিলো। তো বলদ লোকটা সাথে সাথে সেই লোককে জিজ্ঞেস করলো ভাই পানি এতো লবনাক্ত কেনো? সমুদ্রের পানিতে কি লবণ মিশানো হয়েছে। তো সেই লোকটা বললো যে ভাই সমুদ্রের পানি এমনিতেই লবনাক্ত হয়ে থাকে। কিন্তু এটা শুনে তো বলদ একেবারেই বিশ্বাস করলো না। সে বারবার বলতে শুরু করলো আপনি মিথ্যা বলছেন। তারপর সেই লোকটা মজা করে বললো, ভাই সমুদ্রের পানিতে লবণ না বরং ওরস্যালাইন মিক্সড করা হয়েছে😂😂। আপনি চাইলে বোতলে করে সমুদ্রের পানি নিয়ে যেতে পারেন। আপনার যদি পেট খারাপ বা ডায়রিয়া হয়, তাহলে এই পানি খেলে একেবারে সুস্থ হয়ে যাবেন। তারপর তো বলদ লোকটা বড় ২/৩ টা পানির গ্যালন নিয়ে এসে সমুদ্রের পানি ভরে নিলো বাসায় নেওয়ার জন্য 🤣🤣।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61696.14
ETH 3401.11
USDT 1.00
SBD 2.52