অরিগ্যামি পোস্ট || রঙিন কাগজ দিয়ে দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। আমি রঙিন কাগজ ভাঁজ করে দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করেছি। ভিন্ন রঙের কাগজ দিয়ে দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করেছি। এই অরিগ্যামি গুলো তৈরি করতে আমি আঠা কিংবা কাঁচির ব্যবহার একেবারেই করিনি। শুধুমাত্র কাগজ বিভিন্নভাবে ভাঁজ করে পুসের মুখের অরিগ্যামি দুটি তৈরি করেছি। অরিগ্যামি হচ্ছে ভাঁজের খেলা। তাই আপনাদের বুঝার সুবিধার্থে আমি অনেকগুলো ধাপ শেয়ার করেছি। যাইহোক রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। পুসের মুখের অরিগ্যামি দুটি দেখতে আসলেই খুব কিউট লাগছে। ভিন্ন রঙের কাগজ ব্যবহার করেছি বলে অরিগ্যামি দুটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক ধাপে ধাপে আমি পুসের মুখের অরিগ্যামি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন অরিগ্যামি তৈরি করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ
- রঙিন কাগজ
- কালো সাইন পেন
- পেন্সিল
- রাবার
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে রঙিন কাগজের একটি পেইজের অর্ধেক অংশ নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর ত্রিভুজের মতো ভাঁজ করে নিলাম।
তৃতীয় ধাপ
এরপর নিচের দুই কোণা উপরের দিকে উঠিয়ে ভাঁজ করে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর মাঝখানের অংশটা নিচের দিকে ভাঁজ করে নিলাম।
পঞ্চম ধাপ
এরপর কাগজটা উল্টিয়ে নিলাম। আর এভাবেই পুসের মুখের আকৃতি দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ
তারপর পেন্সিল দিয়ে পুসের চোখ এবং নাক সহ সম্পূর্ণ মুখমণ্ডল এঁকে নিলাম।
সপ্তম ধাপ
এরপর কালো সাইন পেন দিয়ে পেন্সিলের দাগগুলো গাঢ় করে নিলাম। আর এভাবেই পুসের মুখের অরিগ্যামি তৈরি করে ফেললাম। তারপর একই পদ্ধতিতে ভিন্ন রঙের কাগজ দিয়ে আরও একটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করে নিবো।
সর্বশেষ ধাপ
ব্যাস এভাবেই দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করে ফেললাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অরিগ্যামি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ৩১.১২.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
X-promotion
দুটি পুসের মুখের অরিগ্যামি দেখতে অনেক সুন্দর লাগতেছে। পুশ আমাদের সকলের ভালোবাসার কয়েন। সবার মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিয়েছে। ভালো লাগলো আপনার পোস্ট দেখে ধন্যবাদ আপনাকে ভাই।
পুস আসলেই আমাদের ভালোবাসার কয়েন। যাইহোক অরিগ্যামি পোস্টটি দেখে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই অরিগ্যামিটা অনেক কিউট। বানানোর প্রক্রিয়াও বেশ সহজ।আপনি সেটা আরো সহজ ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর অরিগ্যামি টি বানানোর প্রক্রিয়া শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাই,একেবারে সহজ পদ্ধতিতে অরিগ্যামিটা তৈরি করা সম্ভব। যাইহোক অরিগ্যামি পোস্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ ভাই আপনি অনেক সময় নিয়ে যত্নের সাথে রঙিন কাগজ দিয়ে দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনি অনেকগুলো ধাপ ব্যবহার করার জন্য আমাদের বুঝতে অনেক সহজ হয়েছে। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি অরিগ্যামি দুটি দারুণভাবে তৈরি করতে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে দুটি পুসের মুখের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা পুশের অরিগ্যামি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে সাজিয়ে গুছিয়ে তৈরি করার চেষ্টা করেছেন।
আমার কাছেও রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অরগ্যামি পুসের মধ্যে এই বেড়ালটি খুবই ফেমাস৷ এখানে আগেও দেখেছি৷ তবে আপনার রংদুটো আমার বেশ পছন্দ হয়েছে। ডিসেন্ট রঙের পুস বানিয়েছেন৷
অরিগ্যামির রং দুটি আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার বানানো রঙিন কাগজের পুষ কিন্তু দেখতে একেবারে পুষের মতই হয়েছ। আমি ভেবেই পাই না যে আপনি এমন দারুন কিছু তৈরি করার সময় পান কথায়। যাই হোক এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই অরিগ্যামি পোস্টটি অল্প সময়েই তৈরি করেছিলাম। সবসময় এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর পুষের অরিগামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে ভাইয়া। মুখের অংশটা আর্ট এর মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন যেটা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আপনার কাজের দক্ষতা ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করেছি সুন্দর একটি পোস্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক অরিগ্যামি পোস্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।