নাটক রিভিউ || আশিকি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে আশিকি। এই নাটকটি ৩/৪ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ফারহান আহমেদ জোভান এবং নাজনীন নিহা। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Screenshot_20250612_114731_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকআশিকি
রচনাপারভেজ ইমাম
পরিচালনাইমরোজ শাওন
অভিনয়েফারহান আহমেদ জোভান,নাজনীন নিহা এবং আরও অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার৮ই জুন ২০২৫
দৈর্ঘ্য১ ঘন্টা ২ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


নাটকের নায়ক জোভান এবং নায়িকা নিহা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। নিহা হচ্ছে ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে এবং তার বাবা হচ্ছে বড় ব্যবসায়ী। নিহার বাবা সবসময়ই নিহার সাথে বডিগার্ড রাখে। যাতে করে নিহাকে কেউ কোনো ক্ষতি করতে না পারে। তাই ইউনিভার্সিটির সবাই নিহার সাথে কথা বলতে ভয় পায়। নিহার শুধুমাত্র দুইজন বান্ধবী রয়েছে ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির অনেক ছেলে নিহাকে পছন্দ করে, কিন্তু ভয়ে কেউ কথা বলতে পারে না। আর জোভান দেখতে কুৎসিত। অর্থাৎ তার সামনের দুটি দাঁত বেশ উঁচু এবং চেহারার মধ্যে কালো কালো দাগ রয়েছে। কিন্তু জোভান গান গাইতে খুব পছন্দ করে এবং সে খুব ভালো গান করে। তাছাড়া জোভান মানুষকে সাহায্য সহযোগিতা করতে খুব পছন্দ করে। রাস্তা ঘাটে চলার পথে জোভান অনেক মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে। যাইহোক একদিন জোভান সবার সামনে ইউনিভার্সিটিতে নিহাকে প্রপোজ করে ফেলে। এতে করে নিহা প্রচুর রাগ করে এবং জোভানকে চর মারে।


Screenshot_20250612_144745_YouTube.jpg

Screenshot_20250612_145019_YouTube.jpg

Screenshot_20250612_145041_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর নিহার বডিগার্ড জোভানকে মেরে,ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। সবমিলিয়ে জোভান ভীষণ কষ্ট পায়। তারপর জোভান তার জীবনটাকে পরিবর্তন করার জন্য মনেপ্রাণে চেষ্টা করতে থাকে। কারণ জোভানের ভিতরে প্রচুর জেদ কাজ করেছিল তখন। একদিন জোভান একটি রেস্টুরেন্টে গান গেয়েছিল এবং জোভানের গান শুনে একজন মিউজিক ডিরেক্টর খুব পছন্দ করে। তারপর জোভানকে তার সাথে দেখা করতে বলে। তো জোভান সেই মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করে এবং ধীরে ধীরে জোভানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তাছাড়া জোভান তার লুক চেঞ্জ করে ফেলে। অর্থাৎ সে দেখতেও খুব সুন্দর হয়ে যায়। জোভান সারা দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হয়ে যায়। এককথায় সে সুপারস্টার হয়ে যায়। নিহা জোভানের অনেক বড় ফ্যান হয়ে যায়। নিহা জোভানের সাথে নিয়মিত দেখা করে এবং জোভানের প্রেমে পড়ে যায়। একদিন নিহা ইউনিভার্সিটির সবার সামনে জোভানকে প্রপোজ করে।


Screenshot_20250612_145058_YouTube.jpg

Screenshot_20250612_145142_YouTube.jpg

Screenshot_20250612_145217_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

কিন্তু জোভান সবার সামনে নিহাকে চরম অপমান করে এবং চর মেরে প্রতিশোধ নেয়। নিহা প্রচন্ড কষ্ট পায় এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেয়,সে অস্ট্রেলিয়ার সিডনি চলে যাবে তার আত্মীয়ের বাসায়। কিন্তু সিডনি যাওয়ার সময় নিহা প্লেন দুর্ঘটনায় মারা যায়। তারপর জোভান নিহার বাসায় যায় এবং নিহার মায়ের মুখ থেকে সবকিছু শুনে। আসলে জোভান যখন দেখতে কুৎসিত ছিলো, তখনই নিহা জোভানকে ভালোবেসে ফেলেছিল। কারণ জোভানের কিছু কিছু কাজ নিহার খুব ভালো লাগতো। কিন্তু নিহার বাবার কারণে, নিহা সেদিন ইউনিভার্সিটিতে জোভানকে অপমান করেছিল। তাছাড়া জোভান যে এতো বড় শিল্পী হয়েছে,সেটার অবদান হচ্ছে নিহার। নিহা গোপনে সবকিছু করেছে। যাতে করে নিহার বাবা জোভানকে মেনে নেয়। কিন্তু জোভান ভেবেছে,সে জনপ্রিয় শিল্পী হয়েছে বলে,নিহা তাকে ভালোবেসেছে। সবকিছু শুনে জোভান কান্নায় ভেঙে পড়ে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


Screenshot_20250612_145254_YouTube.jpg

Screenshot_20250612_145343_YouTube.jpg

Screenshot_20250612_145434_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


আসলে ভালোবাসা টাকা পয়সা কিংবা সুন্দর চেহারা দেখে হয় না। সেটা এই নাটকে আবারও প্রমাণিত হলো। মানুষের আসল সৌন্দর্য হচ্ছে মনে। জোভান দেখতে সুন্দর না হলেও,নিহা কিন্তু ঠিকই তাকে ভালোবেসেছে। যদিও সেটা নাটকের শুরুতে বুঝতে পারিনি। কিন্তু নাটকের শেষের দিকে দেখার পর,সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তবে জোভান জেদের বশে চরমভাবে নিহার উপর প্রতিশোধ নিয়েছে। কারণ জোভান সত্যিটা জানতো না। কিন্তু সত্যিটা যখন জানতে পেরেছে,তখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ নিহা প্লেন দুর্ঘটনায় ওপারে চলে গিয়েছে। তাই প্রতিশোধ নেওয়া কখনোই ভালো নয়। বরং প্রতিশোধ না নিয়ে,ক্ষমা করে দিতে পারলে সবচেয়ে ভালো। যাইহোক এই নাটকটি আসলেই খুব সুন্দর। আমার মনে হয়, এই ঈদের সেরা নাটক এটি। জোভান এবং নিহা এককথায় দুর্দান্ত অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১২.৬.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 
 3 months ago 

ওয়াও আজকে আপনি আশিকি নাটকের রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই জোভান ভাইয়ের নাটক গুলো দেখি বেশ ভালো লাগে। ওনার অভিনয় ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাটকের রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

জোভানের নাটক আমার দেখা হয় মাঝেমধ্যে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

 3 months ago 

এই জুটির নাটক আসলেই খুব সুন্দর হয়। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ওয়াও আপনি দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করছেন ভাই। কিছু দিন আগে আমি এই নাটকটি দেখলাম। জোভানের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

এই নাটকটি অল্প কয়েকদিনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটকটি আরও আগে দেখা হয়েছে। খুব সুন্দর ছিল নাটকটি। কিন্তু শেষের কাহিনীটি খুব দুঃখজনক ছিল। নায়ক সত্যি কথাটি জানতো না। যখন নায়িকা প্লেন দুর্ঘটনায় মারা যায় তখন সে সব সত্যি কথা জানতে পারে। সব মিলিয়ে নাটকটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

নাটকের শেষের দিকটা দেখে সত্যিই খুব খারাপ লেগেছিল। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

নাটকের নামটি দেখে মনে হচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে৷ আর এখানে জোভান এবং নিহার নাটক সুন্দর হওয়াটাই স্বাভাবিক৷ আর যেভাবে আপনি আজকের এই নাটক এর রিভিউ এর মাধ্যমে এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ নাটকের রিভিউ পড়েই যেন মনে হচ্ছে নাটকটি এক পলক দেখে নিলাম৷ অবশ্যই আমি সময় করে পুরো নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 3 months ago 

হ্যাঁ ভাই নাটকটি আসলেই খুব সুন্দর। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110687.80
ETH 4419.29
SBD 0.83