অনু কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে।অল্প কিছু শব্দ দিয়ে ছন্দে ছন্দে মিলিয়ে মনের ভাব গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়।আগেও আপনার শেয়ার করা অনুকিতাগুলো পড়েছি।আজকেও আপনার লেখা অনু কবিতা গুলো পড়লাম।চমৎকার লিখেছেন আপু।অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো আমার অনুকবিতাগুলো পড়েছেন দেখে।