স্বরচিত কবিতা: "আমাদের ছোট গ্রাম"
"আমাদের ছোট গ্রাম"
মোঃ ফয়সাল আহমেদ
আমাদের ছোট গ্রাম, সবুজে ভরা,
যতটুকু দূর, তার চেয়েও বড়।
পথের ধারে ছোট ছোট ফুলের গাছ,
পাখির গান, মিষ্টি সুরে বাজে।
হাতে হাতে কৃষকের কোঁচ,
খেতে ফসল, মাটির গন্ধে রচিত।
প্রাকৃতিক সৌন্দর্য, শাশ্বত প্রেরণা,
আমাদের গ্রাম, হৃদয়ের বাসা।
গাঁয়ের মেঠো পথের সরু রেখা,
ঘরের আঙিনায় বাজে গানের মেলা।
গ্রামের স্কুলে হাসির ঝংকার,
শিশুরা ছোট ছোট খেলায় হারানো।
তলপাত্রে জলে নৌকার চলা,
গরু-মহিষেরা মাঠে গাঁথে মেলা।
সবুজ গাছেরা গেয়ে ওঠে সুর,
আমাদের গ্রাম, শান্তির পূর্ণপুর।
গ্রামের মাঠে প্রাকৃতিক রঙের খেলা,
সবাই মিলেমিশে হয়ে ওঠে একটি মেলা।
বাচ্চারা খেলে ফুটবল, বড়রা মাঠে,
আমাদের গ্রাম, ভালোবাসার ধ্বনি।
ধীর গতিতে সূর্য পেরোয় আকাশ,
এভাবেই আমাদের দিন কাটে অসীম সুখে।
আমাদের গ্রাম, স্বপ্নের ঠিকানা,
এখানে ভালোবাসা সবসময় বেঁচে থাকে।
কবিতায় 'আমাদের ছোট গ্রাম' গ্রাম্য জীবনের নিস্তব্ধ সৌন্দর্য এবং সাদাসিধে সুখের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে ছোট ছোট পথ, গাছপালা, ফুল এবং পাখির সুরে গ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠে। কৃষকের শ্রম, ফসলের উত্পাদন এবং মাটির গন্ধ এই গ্রামের প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য, মাঠের খেলা এবং গ্রামের স্কুলের হাসির ঝংকার একে একে গ্রাম্য জীবনের শান্তিপূর্ণ ছবি আঁকে। এখানকার মানুষগুলো সহজ-সরল, একে অপরের সঙ্গে মিশে থাকে এবং একে অপরকে ভালোবাসায় ঘিরে রাখে। গ্রাম্য পরিবেশে সূর্যাস্তের ধীর গতিতে চিত্রিত হয় এবং দিনশেষে যেন শান্তির শান্তি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটে। কবিতার মাধ্যমে গ্রাম্য জীবনের উজ্জ্বলতা, সততা এবং ভালোবাসার বন্ধন ফুটে ওঠে, যেখানে জীবন এতটুকু হলেও সুখময় ও সার্থক।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://x.com/mohamad786FA/status/1855267035103838425?t=s58iXPhkWgLAwcV29byoHQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নিজের গ্রামের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন কবিতার ছন্দের মাধ্যমে। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। গ্রাম আসলেই শান্তিপূর্ণ। গ্রামে প্রকৃতির অনন্য সুন্দর্য প্রকাশ পায়। গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে বরাবর মুগ্ধ করে। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখা কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম আপু।
আপনার কবিতা টা পড়ে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। গ্রামের এমন সৌন্দর্য আমাদের মুগ্ধ করতে কাছে টানতে বাধ্য করে। চমৎকার লিখেছেন ভাই কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইনে গ্রামীন সৌন্দর্য তুলে ধরেছেন। ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। খুব চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটিতে গ্রামীণ সৌন্দর্যের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি।কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।
আপনার কবিতাটি পড়ে সেই ছোটবেলার পাঠ্য বইয়ের আমাদের ছোট গ্রাম কবিতার কথা মনে পড়ে গেল। গ্রামের প্রকৃতি নদী-নালা,রাস্তা,সবুজ ক্ষেত সবকিছু আমার কাছে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর এই মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
গ্রামের সৌন্দর্য সবসময় অন্যরকম থাকে। আপনি আমাদের ছোট গ্রাম কবিতাটি সুন্দর করে লিখেছেন। তবে কবিতার প্রতিটি লাইন গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য কথা তুলে ধরেছেন। এ ধরনের কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাদের ছোট গ্রাম নিয়ে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। আমিও আমাদের গ্রামকে নিয়ে এমন একটি কবিতা শেয়ার করেছিলাম। আসলে নিজের গ্রামকে ভালোবেসেই এই কবিতাগুলো আমাদের ভিতর থেকে আসে। ধন্যবাদ।