স্বরচিত কবিতা: "একা পথিক"

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

আপনারা হয়তো কেউ কেউ জানেন গত শুক্রবার সকালে আমি কক্সবাজার এসেছি।প্রথমবার একা একা কক্সবাজার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।শুক্রবারে সেই পোস্টটি করার পরেই আমি সুগন্ধা বীচে ঘুরতে গিয়েছিলাম।অনেক সুন্দর সময় পার করতেছিলাম।কিন্তু হঠাৎ করেই বড় একটি ঢেউ এসে আমার ফোনটাকে একদম ভিজিয়ে ফেলে।ভেবেছিলাম তেমন কিছু হবে না।কারণ এর আগেও সমুদ্রের পানি আমার ফোনে লেগেছে তখন কিছুই হয়নি।কিন্তু ২-৩ ঘন্টা পর হওয়ার পর যা হয়েছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না।ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল,যখনি আমি চার্জ দিতে গেলাম তখনই দেখলাম ফোন চার্জ দিচ্ছে না।অনেক চেষ্টা করলাম তারপরেও চার্জ নিচ্ছিল না।এভাবেই কেটে গেল পুরো একটি দিন।অনেক চেষ্টা করেছি,অনেক দুয়া দরুদ পড়েছি তবুও আমার ফোন ঠিক হয়নি।তাই মনটা ভীষণ রকমের খারাপ ছিল।মনটা ভালো করার জন্য সুগন্ধা বীচের সামনের ঝাউ বাগানে গিয়েছিলাম।সেখানে অনেকক্ষণ একা আপন মনে বসে ছিলাম।যেহেতু মনটা একদম খারাপ ছিল সেহেতু নিজেকে একদম অসহায় লাগতেছিল।এমন অবস্থায় ঝাউ বাগানে বসে বসে একটা কবিতা লেখার চেষ্টা করলাম।আসলে মন যখন খারাপ থাকে,নিজেকে যখন একা মনে হয় তখন মনের ভিতরে বিভিন্ন রকমের চিন্তাভাবনা আসে।তাই আমারও মনের ভিতর বিভিন্ন রকমের চিন্তাভাবনা এসেছিল।সেই চিন্তা ভাবনা গুলোই আমি কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।কবিতাটির নাম দিয়েছি 'একা পথিক' ।কবিতাটি এখন আপনাদের মাঝে শেয়ার করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।চলুন তাহলে কবিতাটি একবার পড়ে আসি...

1000027779.jpg

একা পথিক
মোঃ ফয়সাল আহমেদ

আমি একা এক পথিক, নেই কোনো ঠিকানা,
চলছি আমি অনন্ত পথে, নির্ভেজাল বানা।
কেউ নেই পাশে, নেই কোনো সঙ্গী,
জীবনের পথে একাই চলছি, নাহি কোনো বন্ধু।

আকাশের নিচে ঘুমাই, মাটির বিছানা,
সূর্যের আলোয় জেগে উঠি, দিগন্তের আশা যাওয়া।
বাতাসের সুরে শুনি, সাগরের গান,
জীবনটা যেন এক মহাকাব্যের নাম।

নেই কোনো স্মৃতি যে রাখার মতো,
কেউই ছিল না যে, আদর করার মতো।
সুখ-দুঃখ সব মিলে, এই পথের বন্ধু,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন ছন্দ।

পাহাড় পেরোই, নদী পারাপার,
যেখানে যাই, মনের মধ্যে শুধুই হাহাকার।
ফুলের গন্ধ পাই, কিন্তু ছুঁতে পারি না,
জীবনের পথে শুধু ঘুরে বেড়াই আর দিশাহারা।

মাঝে মাঝে রাতের আঁধারে, তারার দিকে তাকাই,
ভেবেই যাই, কেউ কি কখনও আমাকে খোঁজে পায়?
নিরবতা আমায় ঘিরে, মনে হয় কেউ ডাকে,
পথের ধুলায় মিশে যাই, হারাই অদূরে বাক্যে।

তবু থামিনি আমি, চলছি অবিরত,
কখনো না কখনো পাবো হয়তো সান্ত্বনার ঘর।
একা এক পথিক আমি, তবু চলছি,
পথের শেষ কোথায় জানি না, শুধু পথ চলছি।

সময় তো থেমে থাকে না, আমিও নই ব্যতিক্রম,
চলার ছন্দে লুকিয়ে আছে জীবনের সমীকরণ।
আবারো পথে, নিরবতার সাথে,
তবু এই যাত্রা যেন এক মুক্তির সাথী।

অজানা গন্তব্যে পা ফেলি, জেনেও জানি না,
এই জীবনটাই হয়তো আমার একমাত্র ঠিকানা।
চলার মাঝে খুঁজি আমি নিজের ছায়া,
তবু একা এক পথিক, পথিক আমি সত্তায়।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া একা পথিকের নেই কোনো ঠিকানা।হেঁটে চলে যায় দুর অজান্তে।দারুন লিখছেন কবিতার লাইনগুলো।পড়ে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

কবিতাটির বিষয়বস্তু খুবই চমৎকার। তবে অন্তমিল ঘটাতে গিয়ে ছন্দ কে ছন্দু লিখেছেন, কিংবা বিছানার সাথে আশা জানা, বন্ধী- এই শব্দটির মানে কি ভাইয়া?

কবিতাটির সব থেকে ভালো লাইন হল

জীবন যেন এক মহাকাব্যের মান

তবে এখানেও মানের জায়গায় নাম হলে বেশি সঠিক মানে দাঁড়াত বলে আমার বিশ্বাস।

সুগন্ধী বিচের ঝাউ বনটি কিন্তু চমৎকার।

 3 months ago 

বেশ কিছু জায়গায় বানান বা টাইপিং ভুল ছিল।এবার দেখে নিতে পারেন আপু।ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্পন্ন কবিতাটি পড়ে কোথায় খুঁটিনাটি ভুল আছে সেটি আমাকে খুব সুন্দর ভাবে ধরিয়ে দেওয়ার জন্য।

 3 months ago 

একদম শেষ লাইনে 'সত্তায়' মাঝের দিকে নীরবতা।

বাকি ঠিক আছে একদম৷

 3 months ago 

আপনার কবিতার ভাষা বেশ দারুন ছিল। অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতাটা রচনা করেছেন। আপনার কবিতা আবৃত্তি করতে অনেক ভালো লেগেছে আমার।

 3 months ago 

আপনার একা পথিক কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। হৃদয়ের কিছু অনুভূতি কবিতা ছন্দে প্রকাশ করেছেন। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

পাহাড় পেরোই, নদী পারাপার,
যেখানে যাই, মনের মধ্যে শুধুই হাহাকার।
ফুলের গন্ধ পাই, কিন্তু ছুঁতে পারি না,
জীবনের পথে শুধু ঘুরে বেড়াই আর দিশাহারা।

এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতামাঝে যেন মনের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছেন। অসাধারণ লেগেছে আমার।

 3 months ago 

ফোনে কোন সমস্যা হলে সত্যিই অনেক খারাপ লাগে। আর কোথাও ঘুরতে যেয়ে যদি এই সমস্যা হয় তাহলে তো আনন্দটাই মাটি হয়ে যায়। আপনার বেশ সমস্যা হচ্ছে বুঝতে পারছি। ভাইয়া আপনি চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। কবিতা পড়ে ভালো লাগলো।

 3 months ago 

"একা পথিক" শিরোনামের কবিতাটি দুর্দান্ত হয়েছে। আকাশ সহরিচিত কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার কাব্যশৈলী।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 98006.15
ETH 3630.21
USDT 1.00
SBD 3.23