ভালোবাসার স্বরচিত কবিতা “স্বপ্নের পরী” By mohamad786🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমরা সবাই জানি পরীরা অনেক সুন্দর হয়। তাদের নিয়ে আমাদের মনের ভিতর অনেক কল্পনা হয়। ইস আমার মনের প্রিয় মানুষটি যদি পরীদের মত সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমরা পরীদের কিন্তু চোখে দেখিনি। তারপরেও পরীদের গল্প কাহিনী এবং পরীদের নিয়ে স্বপ্ন দেখতে দেখতে যেন প্রিয় মানুষটির কথা মনে পড়ে। যে আমাদের প্রিয় মানুষটি যেন এই পরীদের মত হয়। তাই মনের ভিতর আমাদের প্রত্যেকেরই একজন মনের পরী বসবাস করে।আসলে আমাদের ভালোবাসা সেই প্রিয় মানুষটি পরীদের মতই, তাকে নিয়ে যেন অনেক স্বপ্ন কল্পনা হয়। তাকে যেন পরীদের চাইতেও বেশি সুন্দরী মনে হয়। এই ভালোবাসার প্রিয় মানুষটি মনের রাজ্যে বসবাস করে। আর মনের পরী হয়ে সারা জীবন আমাদের মাঝে থাকে। আর এই ভালোবাসা প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লেখা। তো বন্ধুরা আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


couple-g4013acc24_1280.jpg

source

"স্বপ্নের পরী"
মোঃ ফয়সাল আহমেদ


তুমি আমার স্বপ্নের রাণী,
তুমি আমার আশা।
তোমায় নিয়ে স্বপ্নের রাজ্যে,
বাঁধবো আমি সুখের ঠিকানা।

আমার মনের রাজমহলে,
সাথে থাকবে তুমি।
স্বপ্নের পরী হয়ে,
আমার এই বুকেতে রাখবো তোমাকে আজীবন ধরে।

আমার স্বপ্নের পরী,
তুমি আসো মধ্যরাতে।
কবে তুমি আসবে আমার এই বুকেতে,
ভালোবাসার আলো জ্বালিয়ে।

আমার মনের রাজমহলে,
থাকবে তুমি মনের পরী হয়ে।
ভালোবাসার আদর দিয়ে,
জড়িয়ে রাখব তোমাকে এই বুকের মাঝে।

পরীর মত আছে তোমার,
ভালোবাসার সুন্দর দুটি ডানা।
সেই ডানা মেলে উড়ে বেড়াবো,
ভালোবাসার কালো জ্বালিয়ে।

আমার স্বপ্নের পরী তুমি,
আসো আমার স্বপ্নের মাঝে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
সকাল সন্ধ্যা ও ঘুমের মাঝে।

স্বপ্নের রাজমহলে থাকবে তুমি,
স্বপ্নের পরী হয়ে।
আমার এই বুকের মাঝে,
ভালোবাসার আলো জ্বালিয়ে চিরকাল ধরে।


birds-g7fadb879a_1920.jpg

source

ভালোবাসার প্রিয় মানুষটি যেন পরীর চায়তেও সুন্দর হয়। আসলে আমাদের মনের রাজমহলে একজন পরী বসবাস করে। সেই পরীটি হলো ভালোবাসার প্রিয় মানুষটি। এই ভালোবাসার প্রিয় মানুষটিকে ছাড়া অন্য সবাইকে যেন ভালোই লাগে না। যতই সুন্দরী মানুষ হোক না কেন যদি পরীও আসে তবুও যেন আমাদের ভালোবাসার প্রিয় মানুষটি সবচাইতে সুন্দর এবং সবচাইতে ভালো মনের মানুষ হয়ে যায়। তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আজকের এই স্বপ্নের পরী কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।

লেখকমোঃ ফয়সাল আহমেদ
কবিতার নাম“স্বপ্নের পরী”
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

ওয়াও প্রিয় মানুষকে ঘিরে দারুন একটা কবিতা লিখেছেন ৷ আসলেই ভাই প্রিয় মানুষ যেন পরীর চেও সুন্দর লাগে ৷ ভালো লাগে তার সবকিছু ৷ ভালো লাগলো প্রতিটিলাইন অনুচরন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য ৷

 2 years ago 

আপনার মতামত পেয়ে খুবি ভালো লাগছে

 2 years ago 

একদম মন ছুয়ে যাওয়ার মত একটি কবিতা রচনা করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি আবৃতি করে আমি সত্যি মুগ্ধ হয়েছি এবং মনের মধ্যে যেন ভালোলাগার অন্যরকম ফিলিংস অনুভব করতে পারছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর একটা টপিক তুলে দূরে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন। ভালোবাসার মানুষটাকে ঘিরে আজকের কবিতাটি লেখা হয়েছে আপনার, যা পড়ে আমার কাছে ভালো লেগেছে। কবিতা গুলোর মাধ্যমে ভিন্ন রকমের অনেক কিছু তুলে ধরা যায়। কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। মনটা ভরে গেল আপনার সম্পূর্ণ কবিতাটি পড়ে। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে পরবর্তীতে পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আরে বাহ্, আপনি তো দেখছি ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লিখে ফেলেছেন সম্পূর্ণভাবে। ভালোবাসার প্রিয় মানুষটা সব সময় মনের মাঝেই থাকে।

পরীর মত আছে তোমার,
ভালোবাসার সুন্দর দুটি ডানা।
সেই ডানা মেলে উড়ে বেড়াবো,
ভালোবাসার কালো জ্বালিয়ে।

উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। যাইহোক খুবই সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটা। মনটা ভরে গেল সম্পূর্ণ কবিতাটা পড়ে। এরকম কবিতাগুলো লিখতে এবং পড়তে খুব পছন্দ করি আমি। আশা করছি পরবর্তীতেও এরকম কবিতাগুলো নিয়ে আমাদের মাঝে হাজির হবেন আপনি।

 2 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে আমার

 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির কথা সবসময় মনে পড়লে ঘুমের ঘরে স্বপ্নের মাঝে সেই প্রিয় মানুষটিকে পুনরায় দেখা যায়। খুবই সাবলীল ভাষায় চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে।

আমার স্বপ্নের পরী তুমি,
আসো আমার স্বপ্নের মাঝে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
সকাল সন্ধ্যা ও ঘুমের মাঝে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 115696.24
ETH 4520.46
SBD 0.85