ভালোবাসার স্বরচিত কবিতা “স্বপ্নের পরী” By mohamad786🌹
মোঃ ফয়সাল আহমেদ
তুমি আমার স্বপ্নের রাণী,
তুমি আমার আশা।
তোমায় নিয়ে স্বপ্নের রাজ্যে,
বাঁধবো আমি সুখের ঠিকানা।
আমার মনের রাজমহলে,
সাথে থাকবে তুমি।
স্বপ্নের পরী হয়ে,
আমার এই বুকেতে রাখবো তোমাকে আজীবন ধরে।
আমার স্বপ্নের পরী,
তুমি আসো মধ্যরাতে।
কবে তুমি আসবে আমার এই বুকেতে,
ভালোবাসার আলো জ্বালিয়ে।
আমার মনের রাজমহলে,
থাকবে তুমি মনের পরী হয়ে।
ভালোবাসার আদর দিয়ে,
জড়িয়ে রাখব তোমাকে এই বুকের মাঝে।
পরীর মত আছে তোমার,
ভালোবাসার সুন্দর দুটি ডানা।
সেই ডানা মেলে উড়ে বেড়াবো,
ভালোবাসার কালো জ্বালিয়ে।
আমার স্বপ্নের পরী তুমি,
আসো আমার স্বপ্নের মাঝে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
সকাল সন্ধ্যা ও ঘুমের মাঝে।
স্বপ্নের রাজমহলে থাকবে তুমি,
স্বপ্নের পরী হয়ে।
আমার এই বুকের মাঝে,
ভালোবাসার আলো জ্বালিয়ে চিরকাল ধরে।
লেখক | মোঃ ফয়সাল আহমেদ |
---|---|
কবিতার নাম | “স্বপ্নের পরী” |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
ওয়াও প্রিয় মানুষকে ঘিরে দারুন একটা কবিতা লিখেছেন ৷ আসলেই ভাই প্রিয় মানুষ যেন পরীর চেও সুন্দর লাগে ৷ ভালো লাগে তার সবকিছু ৷ ভালো লাগলো প্রতিটিলাইন অনুচরন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য ৷
আপনার মতামত পেয়ে খুবি ভালো লাগছে
একদম মন ছুয়ে যাওয়ার মত একটি কবিতা রচনা করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি আবৃতি করে আমি সত্যি মুগ্ধ হয়েছি এবং মনের মধ্যে যেন ভালোলাগার অন্যরকম ফিলিংস অনুভব করতে পারছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
খুব সুন্দর একটা টপিক তুলে দূরে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন। ভালোবাসার মানুষটাকে ঘিরে আজকের কবিতাটি লেখা হয়েছে আপনার, যা পড়ে আমার কাছে ভালো লেগেছে। কবিতা গুলোর মাধ্যমে ভিন্ন রকমের অনেক কিছু তুলে ধরা যায়। কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। মনটা ভরে গেল আপনার সম্পূর্ণ কবিতাটি পড়ে। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে পরবর্তীতে পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ ভাই
আরে বাহ্, আপনি তো দেখছি ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লিখে ফেলেছেন সম্পূর্ণভাবে। ভালোবাসার প্রিয় মানুষটা সব সময় মনের মাঝেই থাকে।
উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। যাইহোক খুবই সুন্দর হয়েছে আপনার লেখা কবিতাটা। মনটা ভরে গেল সম্পূর্ণ কবিতাটা পড়ে। এরকম কবিতাগুলো লিখতে এবং পড়তে খুব পছন্দ করি আমি। আশা করছি পরবর্তীতেও এরকম কবিতাগুলো নিয়ে আমাদের মাঝে হাজির হবেন আপনি।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে আমার
খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির কথা সবসময় মনে পড়লে ঘুমের ঘরে স্বপ্নের মাঝে সেই প্রিয় মানুষটিকে পুনরায় দেখা যায়। খুবই সাবলীল ভাষায় চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ