জীবন কখনো কখনো একটি জটিল বেড়াজালের মতো, যেখানে আমরা বন্দী হয়ে পড়ি, চেষ্টা করি মুক্তি পাওয়ার, কিন্তু বারবার ফিরে আসি সেই একই স্থানে। আমাদের স্বপ্নগুলো মাঝে মাঝে ছিন্ন হয়ে যায়, আবার আলো এবং অন্ধকারের মাঝে খেলা করে। এই অনুভূতি থেকেই উদ্ভূত হয়েই আমি আজ আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতার নাম ❝বেড়াজাল❞, যেখানে জীবনের সীমাবদ্ধতা ও মুক্তির আকাঙ্ক্ষা বিশ্লেষণ করা হয়েছে।কবিতাটিতে আশার আলো ও গভীর অন্ধকারের মাঝে আমাদের চলার পথের প্রতিফলন ঘটেছে। আমি বোঝাতে চেয়েছি যে, স্বাধীনতার ছোঁয়া অনুসরণ করলেও, সেই বেড়াজাল আমাদের আটকে রাখে। প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের ইচ্ছা ও স্বপ্নের পেছনে ছুটে যাই, কিন্তু বাধা এসে আমাদের থামিয়ে দেয়। এবং এই ঘুরপাকের মাঝে, আমি থেমে থাকার ভাবনা একদম পরিহার করি। মুক্তির স্বপ্ন নিয়ে আমি অবিরত লড়াই করি, কারণ আমি জানি, একদিন সেই দিন আসবে যখন এই বেড়াজাল ভেঙে যাবে। তখন নতুন সূর্যের আলো আমাদের সবার জীবনকে আলোয় ভরিয়ে দেবে।এই কবিতার মাধ্যমে আমি চিত্রিত করেছি আমাদের চিরন্তন সংগ্রাম, যেখানে আমরা একাকী নই। সবার সাথে মিলিয়ে, একদিন হয়তো আমরা সফল হব। এই বিষয়গুলো নিয়েই আমি আজকের কবিতাটি লিখেছি।চলুন তাহলে কবিতাটি এবার পড়ে আসি...
সোর্স
"বেড়াজাল"
মোঃ ফয়সাল আহমেদ
কখনো কখনো জীবন যেন
একটি বেড়াজাল,
যেখানে বন্দী আছি আমি,
ছুটে যাই যত দূরেই,
আবার ফিরে আসি একই জালে,
স্বপ্নগুলো ছিন্ন হয়ে যায়,
আলো আঁধারির খেলা,
মুক্তি নেই, শুধু পথচলা।
আশার আলো ঝলক দেয়,
কিছুক্ষণ উজ্জ্বল হয়,
তারপরই আবার,
গভীর অন্ধকারে হারিয়ে যায়,
শুন্যতায় মিশে যায় সব,
যেন কুয়াশার মতো ধূসর।
প্রতিটি পদক্ষেপে আমি,
অনুসরণ করি স্বাধীনতার ছোঁয়া,
কিন্তু সেই বেড়াজাল,
আমাকে আটকে রাখে,
বাঁধা দেয় জীবনের স্রোতে,
যেন নদীর কূলে কাঁটা তার।
এ জাল ভেদ করার চেষ্টা,
আবারও ব্যর্থ হয়,
মনের অগোচরে,
একটি বৃত্ত তৈরি হয়,
যেখানে ঘুরপাক খাই,
চিরন্তন ক্লান্তি নিয়ে,
যেন অন্তহীন এক লড়াই।
তবু থেমে থাকা যায় না,
এই বেড়াজালের মাঝে,
জীবন চলতে থাকে,
একদিন হয়তো মুক্ত হবো,
সেই স্বপ্নকে বুকে নিয়ে,
পথ চলার প্রতিটি ধাপে,
আশার আলো জ্বেলে রেখে।
কিন্তু আজ,
এই বেড়াজালের বন্ধনে,
বেঁচে থাকার লড়াইয়ে,
আমি হার মানি না,
বিধ্বস্ত হলেও,
হৃদয়ে আগুন জ্বলে,
আবারও দাঁড়াই, আবারও লড়ি।
মুক্তির স্বপ্ন চোখে নিয়ে,
এই বন্ধনের বেড়াজালে,
আমি একাকী নই,
সবার সাথে মিলিয়ে,
একদিন হয়তো আসবে সেই দিন,
যখন এই বেড়াজাল ভেঙে,
নতুন সূর্যের আলোয় ভাসবো।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।
https://x.com/mohamad786FA/status/1841416867153690709?t=MkOgliOtl_eKLSBP5kfIVQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক ভালো লাগলো আপনার স্বরচিত কবিতা আবৃত্তি করে। বেশ দারুণভাবে আজকে আপনি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করলাম তাই। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।
প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের মাঝে নতুন নতুন কিছু নিয়ে আসার।এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ভাইয়া আপনার স্বরচিত কবিতা: "বেড়াজাল" পড়ে আমি অভিভূত হয়েছি। আমি বিশ্বাস করি আগামীতে আপনি আরও সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেবেন।
আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপু,আমি যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন কিছু উপহার দিতে পারি।
ভালো লাগার মত একটি সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে কবিতা মনের ভাষা বলে। এমন কিছু অনুভূতি থাকে যা মুখে প্রকাশ করা যায় না কিন্তু কবিতার ভাষায় প্রকাশ করা যায়। ঠিক তেমনি ছিল আপনার কবিতা।
একদম ঠিক বলেছেন আপু,নিজের মনের ভাবগুলো কবিতার মাধ্যমে খুবই সুন্দর ভাবে প্রকাশ করা যায়।ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভাই আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমার লেখা বেড়াজাল কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপু।
আপনাকে অনেক অনেক সু স্বাগতম ভাই।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার লেখা বেড়াজাল কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই কবিতা তৈরি করার মাধ্যমে যেভাবে আপনি আপনার কবি প্রতিভাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷