দশ হাজার TRX জমানো - দ্বিতীয় সপ্তাহ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৫ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




Sat_30_07_2022_11_58_07.png



কিছুদিন আগে দেওয়া দাদার এই https://steemit.com/hive-129948/@rme/trx পোস্টটি নিশ্চয় আপনারা সবাই পড়েছেন। এই পোস্টে দাদা একটি উদ্যোগ নিয়েছিলেন ট্রন কয়েন স্টাকিং সম্বন্ধে। আপনারা নিশ্চয় জানেন ট্রন বর্তমান ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে নির্ভরযোগ্য একটি কয়েন। বর্তমানে কয়েনমার্কেটক্যাপ র‍্যাঙ্কিংয়ে ট্রন কয়েনটির অবস্থান ১৬ তম। আশা করা যায় অচিরেই এটি দশের ভিতরে চলে আসবে। ট্রন ব্লকচেইনের সবচেয়ে বড় সুবিধা হল, এটি অত্যন্ত লাইট ওয়েট এবং এর ফি লেস ট্রানজেকশন। যেহেতু বলাই যায় ট্রনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাই দাদার পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমিও চিন্তা করলাম, আগামী দুই বছর প্রতি সপ্তাহে ১০০ ট্রন করে জমাবো। আমার লক্ষ্য ২০২৪ সালের জুলাই মাসের আগে যাতে আমার ট্রন ওয়ালেটে ১০,০০০ ট্রন জমা হয়।

এই লক্ষে আমি ট্রান স্টাকিং এর দ্বিতীয় সপ্তাহে ১০০ ট্রন বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট হতে আমার পার্সোনাল ওয়ালেটে জমা করছি এবং স্ক্রীনশট গুলো আপনাদের সাথে শেয়ার করছি।

ধাপ-১ঃ


আমার ট্রন ওয়ালেট এড্রেস এর স্ক্রিনশট।

IMG_20220730_120006.jpg

ধাপ-২ঃ


ট্রন জমাকরার আগে আমার ট্রন ওয়ালেটের স্ক্রীনশট।

IMG_20220730_120024.jpg

ধাপ-৩ঃ


বাইনান্স এক্সচেঞ্জ সাইট থেকে আমার পার্সোনাল ট্রন ওয়ালেটে ট্রন পাঠানোর স্ক্রীনশট।

IMG_20220730_120137.jpg

ধাপ-৪ঃ


ট্রন জমা করার পর আমার ট্রন ওয়ালেটের স্ক্রীনশট।

IMG_20220730_120044.jpg

ধাপ-৫ঃ


জমাকৃত ট্রন স্টাকিং এর স্ক্রিনশট।

IMG_20220730_120105.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সেভিংস হল আয়ের সেই অংশ যে অংশ ভোগে ব্যয় হয় না। হা হা। জমিয়ে রাখুন আমরাও শিখছি আপনাদের থেকে। আমারও ইচ্ছা আছে তবে বাস্তবায়িত করতে পারবো কিনা জানি না। এগিয়ে থাকাটাই ভাল। ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলতে ভাই আমিও ছোটখাটো এমাউন্ট হলেও জমানো শুরু করেছি, কেননা আশা করি ভবিষ্যতে ভালো ফিডব্যাক পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দশ হাজার TRX জমানোর উদ্যোগ নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। দাদা সবাইকে উৎসাহ প্রদান করেছেন TRX জমানোর জন্য। ভাইয়া আপনি আপনার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

বাহ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ভাই।আমিও অনেকদিন থেকেই করবো করবো করে করাই হচ্ছে না।তবে আপনার এই পোস্ট দেখে এখন মনে হচ্ছে আর দেরি করাটা ঠিক হবে না।😍

 2 years ago 

ভাই আপনার জন্য শুভকামনা অবিরাম। ওয়ালেটে ট্রন স্ট্যাকিং করা দেখে খুবই ভালো লাগলো। আসলে আপনি ঠিকই বলেছেন সবচেয়ে নির্ভরযোগ্য একটি কয়েন হচ্ছে এই trx। এভাবে এগিয়ে যান আমরা চেষ্টা করব আপনাদের থেকে অনুপ্রেরণা পেয়ে এভাবে ট্রন স্ট্যাকিং করার উদ্যোগ নেওয়ার জন্য।

 2 years ago 

অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ভাই। আশা করছি আপনি যেন সফল হন এই সিদ্ধান্তের। এগিয়ে যান ভাই দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

আমার লক্ষ্য ২০২৪ সালের জুলাই মাসের আগে যাতে আমার ট্রন ওয়ালেটে ১০,০০০ ট্রন জমা হয়।

দাদার পোস্ট দেখে আমরা সকলেই অনুপ্রেরণা পেয়েছি ভাইয়া। তবে আপনি যেই লক্ষ্য নির্ধারণ করে নিয়েছেন আশা করছি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে নিজের লক্ষ্য পূরণ করবেন এই প্রত্যাশাই করি ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।

 2 years ago 

ভাই আপনার জন্য শুভকামনা রইল। আপনি trx টোকেন জমা করা শুরু করে দিয়েছেন এটা দেখে বেশি ভালো লাগলো। কারণ আমিও অল্প অল্প করে জমা করা শুরু করে দিয়েছি। আশা করছি ভবিষ্যতে ভাল কিছু হবে, আপনার জন্য দোয়া রইল।

 2 years ago 

দাদার পোস্ট দেখে অনুপ্রেরণা পেয়ে আপনিও TRX জমানো শুরু করেছেন‌ দেখে ভালো লাগলো। লক্ষ্যপূরণে সফলতা অর্জন করুন এ কামনাই করি। শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

এটা জেনে খুব ভালো লাগলো যে বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রন অত্যন্ত নির্ভরযোগ একটি কয়েন। দাদার সেই পোস্ট থেকে আমরা সবাই জেনেছি, ট্রন কয়েনের উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে।
আপনি আগামী দুই বছর নির্দিষ্ট লক্ষ্য মাত্রা স্থির করে ট্রন স্টেকিং করছেন দেখে খুব ভালো লাগলো। এভাবেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68902.07
ETH 2732.67
USDT 1.00
SBD 2.72