You are viewing a single comment's thread from:

RE: 'কথার যত্ন নিন/𝐓𝐚𝐤𝐞 𝐜𝐚𝐫𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐝𝐬' [10% Bᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি সুন্দর একটি বিষয় নিয়ে অনেক ভালোভাবে গুছিয়ে লিখেছেন। আমরা বাঙালিরা কথা বলায় ওস্তাদ। মুখে যা আসে তাই বলে ফেলি। আমার কথায় অন্য কেউ কি মনে করলে সেটা তে আমাদের তেমন যায় আসে না, এমন ভাব নিয়ে আমরা চলি। কিন্তু , কথা হচ্ছে পিস্তলের গুলির মত যেটা একবার বেরিয়ে যাবে সেটা আর ফেরানো সম্ভব নয়। তাই আমাদেরকে কথা বলার সময় অবশ্যই ভেবেচিন্তে কথা বলতে হবে, আমার কথাই অন্য কেউ মনে কষ্ট নিল কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা জরুরী। কিন্তু আমরা অনেকেই বিষয়টি নিয়ে ভাবি না। আমাদের অবশ্যই এ বিষয়টা মাথায় রাখা উচিত যে আমার কথা যদি অন্য কারো মনে কষ্ট পায় পরবর্তীতে সরি বললেও উনার মনের কষ্টটা চলে যাবে না। আপনাকে ধন্যবাদ এধরনের একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

এত্ত সুন্দর করে মন্তব্য করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে 😇

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67310.11
ETH 3522.28
USDT 1.00
SBD 2.71