'কথার যত্ন নিন/𝐓𝐚𝐤𝐞 𝐜𝐚𝐫𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐝𝐬' [10% Bᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে মর্যাদাপূর্ণ ভাবে গ্রহণ করেছি। তবে এক মুহুর্তে আমরা অতিশয় শান্ত এবং গুণী ব্যক্তির মতো কাজ করি এবং অন্য মুহূর্তে আমরা আমাদের অসুরের(demon face) মুখ দেখাই। তাই নয় কি?

pexels-jure-širić-691919.jpg
Image source:https://www.pexels.com/search/alone/

আমরা মানুষকে হেয় করি এবং এমন আপত্তিকর শব্দ ব্যবহার করি যা নিয়ে আমরা কখনও লজ্জাবোধ করি না। এবং যদি আমরা আমাদের কাজের জন্য লজ্জা বোধ করেও থাকি, খুব বেশি হলে সরি বলে থাকি। তিনি আপনাকে ক্ষমা করে দিবেন এবং এভাবেই পুরো ঘটনাটি একদিন শেষ হয়ে যায়। কিন্তু এটাই আসল নৈতিকতা নয়।

আমি মনে করি আমাদের সকলেরই নিজের সাথে নয় বরং আমাদের ঘৃণ্য আচরণের সাথেও অধিকারী হওয়া দরকার, কেয়ার করা দরকার। কাউকে কিছু বলার আগে আমাদের নিজের উপর গভীর দৃষ্টিপাত করা উচিত যেমন আপনি আপনার নিজের জীবনের ঘটনাগুলি সাবধানে সিদ্ধান্ত নিন এবং সতর্কতার সাথে ঠিক করেন, ঠিক সেভাবেই। কারণ আমাদের কথা যা অসাবধানতা বশত বলা হয় সবসময় নেতিবাচক প্রভাব ফেলে, শুধু তাদের উপর নয় তাদের মানসিক স্বাস্থ্যের উপরও।

আপনার অর্থপূর্ণ (mean words) শব্দগুলি তাদের অভ্যন্তরীণ এবং মানসিকভাবেও দুর্বল করে দিতে পারে। এমনকি তারা তাদের অস্তিত্বের প্রতি ঘৃণা অনুভব করতে পারে। আমি আশা করি আপনি এই অবস্থানটি আরও ভালভাবে বুঝতে পারবেন, একবার আপনি নিজেকে তাদের জায়গায় রাখবেন। আপনি কেমন প্রতিক্রিয়া জানাবেন বলুন? অবশ্যই জীবনে আগে পিছে এই জঘন্য শব্দ সবসময় আমাদের আত্মার মধ্যে গভীরভাবে খোদাই করে থেকে যায়।

pexels-ashford-marx-7150075.jpg
Image Source:https://www.pexels.com/search/talking%20people%20/

তাই আসুন আমরা আমাদের কথার প্রতি যত্নশীল হই ঠিক যেমন আমরা নিজের যত্ন নেই। একে অপরের শক্তি হই। যদি না পারেন তাহলে ছেড়ে দিন। কিন্তু অন্তত তাদের নিজেদের অস্তিত্বের প্রতি বিদ্বেষ বোধ করতে দেবো না।

ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন।

✍️জান্নাতু ফেরদৌস বৃস্টি

Sort:  
 3 years ago 

কথা এমন এক জিনিস যেটা একবার মুখ থেকে বের হয়ে গেলে সেটা কি আর ফিরিয়ে আনা যায় না তাই অবশ্যই আমাদের কথা প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। সমসাময়িক কোন ব্যাপারে মানুষকে এমন কোন কথা বলে ফেলতে দেখা যায় সেটার জন্য পরে অনুশোচনা করে শেষ করা যায় না।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য ভাইয়া।

 3 years ago 

আপনার লেখাগুলো পড়তে আমার খুব ভালই লাগে। আসলে যে লেখাগুলো পড়ে মনের মধ্যে অনেক কিছুর জন্ম হয় সে লেখাগুলো পড়তে কার না ভালো লাগে। ধন্যবাদ আপনি প্রতিদিন অনেক সুন্দর সুন্দর লেখা শেয়ার করেন আমাদের সাথে , শুভকামনা রইল।

 3 years ago 

আপু মনি খুবই সুন্দর মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে💗

 3 years ago 

কথার মাধ্যমে বিশ্বজয় করা সম্ভব, আবার এই কথার মাধ্যমে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হওয়া সম্ভব। আপনার একটি বিষয় খুব ভালো লেগেছে।আর তা হল কাউকে কোন কিছু বলার আগে নিজেকে তার স্থানে একবার রাখা। যাইহোক আপু আপনার লেখাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

একটা কথা বলতে চাই, ইসলামেও আছে একটা কথার কারনে মানুষ জান্নাতি হয় আবার একটা কথার জন্য মানুষ জাহান্নাম কে কাছে নিয়ে আসে। আসলে আমরা মনে করি বলতে পারলেই হবে কিন্তু বিষয় টা মোটেও এমন না। সব সময়ের মতন সুন্দর লিখেছেন👌👌👌🙏🙏❣️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ব্লগটি পড়ে সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

❤️❤️❤️❤️🙏🙏

কাউকে কিছু বলার আগে আমাদের নিজের উপর গভীর দৃষ্টিপাত করা উচিত যেমন আপনি আপনার নিজের জীবনের ঘটনাগুলি সাবধানে সিদ্ধান্ত নিন এবং সতর্কতার সাথে ঠিক করেন, ঠিক সেভাবেই। কারণ আমাদের কথা যা অসাবধানতা বশত বলা হয় সবসময় নেতিবাচক প্রভাব ফেলে, শুধু তাদের উপর নয় তাদের মানসিক স্বাস্থ্যের উপরও।

আপনার লেখাগুলো পড়তে আমার খুব ভালই লাগে। আসলে যে লেখাগুলো পড়ে মনের মধ্যে অনেক কিছুর জন্ম হয় সে লেখাগুলো পড়তে কার না ভালো লাগে। ধন্যবাদ আপনি প্রতিদিন অনেক সুন্দর সুন্দর লেখা শেয়ার করেন আমাদের সাথে , শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর একটা শিক্ষনীয় পোস্ট করেছেন। আসলে আমরা বর্তমানে আমাদের কথার অপব্যবহার করে থাকি। আর এটাও আপনি সত্য বলেছেন যে মানুষকে ছোট করে দেখা, মানুষের উপর তৃরিষ্কার কার মূলক কথা ছুড়ে দেওয়া, মানুষকে বিভিন্নভাবে অপমান করা, এই বিষয়গুলো অহরহ ঘটছে প্রতিনিয়ত। আমাদের সমাজে এমনটা দেখা যায় অন্যায় করেও ছোট হতে চায় না। বড়জোর বিচার-সালিশ বসানোর পরে সরি বলা হয় এটা কি সমাধান। হ্যাঁ আমাদেরকে নিজে নিজের বাষার সৎ ব্যবহার করে করা উচিত। আপনার পোষ্টের ব্যাখ্যা করা হয়তো আমার পক্ষে সম্ভব না। তবুও নিজের মনের ভাবটা আপনার সাথে শেয়ার করলাম। আপনার এত সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ভাইয়া আপনার খুব সুন্দর মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার লিখেছেন আপু। আসলেই সবার উচিত চিন্তা ভাবনা করে কথা বলে। কেননা একবার বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই অনেকসময় আছে যখন অযথা কথা বলার চাইতে চুপ থাকা শ্রেয়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

জি, সমসাময়িক কথা গুলোর আরও যত্ন নেওয়া, শিক্ষা পরিবেশ উন্নত করে। ভাল একটি ধারনা পোস্ট ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি সুন্দর একটি বিষয় নিয়ে অনেক ভালোভাবে গুছিয়ে লিখেছেন। আমরা বাঙালিরা কথা বলায় ওস্তাদ। মুখে যা আসে তাই বলে ফেলি। আমার কথায় অন্য কেউ কি মনে করলে সেটা তে আমাদের তেমন যায় আসে না, এমন ভাব নিয়ে আমরা চলি। কিন্তু , কথা হচ্ছে পিস্তলের গুলির মত যেটা একবার বেরিয়ে যাবে সেটা আর ফেরানো সম্ভব নয়। তাই আমাদেরকে কথা বলার সময় অবশ্যই ভেবেচিন্তে কথা বলতে হবে, আমার কথাই অন্য কেউ মনে কষ্ট নিল কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা জরুরী। কিন্তু আমরা অনেকেই বিষয়টি নিয়ে ভাবি না। আমাদের অবশ্যই এ বিষয়টা মাথায় রাখা উচিত যে আমার কথা যদি অন্য কারো মনে কষ্ট পায় পরবর্তীতে সরি বললেও উনার মনের কষ্টটা চলে যাবে না। আপনাকে ধন্যবাদ এধরনের একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত্ত সুন্দর করে মন্তব্য করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে 😇

 3 years ago 

অনেক দারুন ভাবে লিখেছেন আসলেও রাগের মাথায় আমরা অনেকেই কথা গুলা বলতে অনেক খারাপ ভাষা বলে ফেলি যেটা একদমই ঠিক নয়। আমাদের এসব খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য এর জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66437.31
ETH 3491.76
USDT 1.00
SBD 2.69