আমার বাংলা ব্লগের Official Telegram Group এর যাত্রা শুরু হল।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ- ২৬ই বৈশাখ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |সোমবার


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


দেখতে দেখতে আমার বাংলা ব্লগের ৩,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল । এই দীর্ঘ পথ চলায় যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অভিনন্দন । কিছুদিন পর আমার বাংলা ব্লগের এক বছর পূর্ণ হবে। ২০২১ সালের জুন মাসের ১১ তারিখে , আমার বাংলা ব্লগ প্রথম যাত্রা শুরু করে। আমার মনে হয় বর্তমানে স্টিমিট এ এমন কোন কমিউনিটি নেই যেটা আমার বাংলা ব্লগের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারে। আমার বাংলা ব্লগ হচ্ছে স্টিমিটে একমাত্র সুসজ্জিত এবং সুসংগঠিত কমিউনিটি।

আমার বাংলা ব্লগের স্টিমিট কমিউনিটির পাশাপাশি ডিস্কোড সার্ভার হচ্ছে বিনোদন এবং যোগাযোগ রক্ষার অন্যতম একটি প্রাণ কেন্দ্র। বর্তমানে আমার বাংলা ব্লগ এর ডিস্কোড সার্ভার এ ৬১৯ জন মেম্বার জয়েন করেছেন। দিন দিন আরো আনেক মেম্বার জয়েন হচ্ছেন। স্টিমিট কমিউনিটি, ডিস্কোড সার্ভার এর পাশাপাশি আমার বাংলা ব্লগের কার্যক্রম সর্বত্ত ছড়িয়ে দেওয়ার লক্ষে Facebook, twitter, YouTube এ ও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি, এরই ধারাবাহিকতাই বর্তমান সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম Telegram এ আমাদের যাত্রা শুরু হল।

qr_tmp.png

Telegram group link QR code

আমার বাংলা ব্লগের অনেক মেম্বার আছেন যারা Telegram apps টি ব্যবহার করেন। তারা চাইলে আমাদের সাথে আমার বাংলা ব্লগের অফিশিয়াল Telegram গ্রুপ এ যুক্ত হতে পারেন। যাদের Telegram apps টি নেই তারা এখান থেকে Telegram account খুলে নিতে পারেন। মোবাইল থেকে Telegram apps টি ইউজ এর জন্য play store/ app store গিয়ে Telegram লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

আমাদের অফিসিয়াল টেলিগ্রামের লিঙ্ক টি হলঃ https://t.me/+dCH4q9DskDszNzA1 এই লিংক এ গিয়ে জয়েন হলে একটি ক্যাপচা আসবে ক্যাপচা টি সলভ করলেই আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুফে সবার সাথে চ্যাটিং করতে পারবেন।

এছাড়া ও আপনি আমাদের সাথে Facebook, twitter, You tube , Discord এ যুক্ত হতে পারেন।
Discord Link : https://discord.com/invite/amarbanglablog
Facebook Link : https://www.facebook.com/groups/abbcommunity
Twitter Link : https://twitter.com/abbcommunity
YouTube Link : https://www.youtube.com/c/royalmacrogaming
Telegram Link : https://t.me/+dCH4q9DskDszNzA1

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগের Official Telegram Group এর যাত্রা শুরু হলো যেনে ভিশন ভালো লাগলো। অভিনন্দন। সত্যিই চমৎকার উদ্যোগ। আমর সব দিক দিয়েই এগিয়ে যাবো ইনশাল্লাহ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ খোলার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন মডারেটর সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এতে করে কমিউনিকেশন আরো সুন্দর সহজ ভাবে একে অপরের সাথে করা যাবে। এর মাধ্যমে কমিউনিটির সৌন্দর্য এবং উন্নয়ন আরও একধাপ এগিয়ে গেল। খুব দ্রুত সুন্দর যোগাযোগ স্থাপনের জন্য টেলিগ্রাম গ্রুপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি‌। ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago (edited)

আশা করছি প্রতিটি আমার বাংলা ব্লগের মেম্বারগণ আমাদের সাথে যুক্ত হবেন।

 3 years ago 

আপনার দেওয়া এই পোস্ট দেখার সাথে সাথেই আমি টেলিগ্রামের জয়েন হয়ে গেছি ভাইয়া। আশাকরি সবাই খুব দ্রুত এখানে জয়েন হয়ে যাবে।

 3 years ago 

এটি সত্যি আমাদের জন্য আনন্দদায়ক একটি নিউজ যে আমার বাংলা ব্লগে তিন হাজার সদস্যের পূর্ণ হল। আমার বাংলা ব্লগ এখন স্টিমিট প্লাটফর্মে এমন এক জগৎ তৈরি করেছে যেখানে তাদের সাথে প্রতিযোগিতা করার মত একটি কমিউনিটি এখন স্টিমিট প্লাটফর্মে নেই। এই আমার বাংলা ব্লগ একটা পরিবার। এই পরিবারের সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমার বাংলা ব্লগের প্রাণ হচ্ছে discord সার্ভার। দিন দিন এই বাংলা ভাষাভাষীর প্লাটফরমটি সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। এই কমিটিতে অ্যাক্টিভিটি যে সৃজনশীলতা আমরা তুলে ধরতে পেরেছি তা নিঃসন্দেহে আশা-জাগানিয়া। দাদার শুরু চিন্তিত পরিকল্পনা এবং আপনাদের কর্মদক্ষতার কারণেই আজ আমার বাংলা ব্লগ এই অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমার বাংলা ব্লগ আরো সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

 3 years ago 

স্টিমিট কমিউনিটি, ডিস্কোড সার্ভার এর পাশাপাশি আমার বাংলা ব্লগের কার্যক্রম সর্বত্ত ছড়িয়ে দেওয়ার লক্ষে Facebook, twitter, YouTube এ ও আম্রা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি, এরই ধারাবাহিকতাই বর্তমান সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম Telegram এ আমাদের যাত্রা শুরু হল।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় সেরা। এই কমিউনিটির শুরুর দিক থেকেই আমি এখানে কাজ করছি এবং আশা করছি কাজ করে যাবো। সবাই তাদের দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। Official Telegram Group এর যাত্রা শুরু হল জেনে অনেক ভালো লাগলো। এভাবেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাবে। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💖💖

 3 years ago 

ভাইয়া আমার কাছেও এটা মনে হয় যে স্টিমিট প্লাটফর্মে এমন কোন কমিউনিটি নেই যেটা আমার বাংলা ব্লগের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারবে।

ফেসবুক , টুইটার , ইউটিউব এর পর আমার বাংলা ব্লগের টেলিগ্রাম গ্রুপ ও চালু হয়ে গেল, আমি অবশ্যই এই গ্রুপে জয়েন করব এবং আশাকরি আমার বাংলা ব্লগের সকল মেম্বার এই গ্রুপের সাথে যুক্ত হবে।
ধন্যবাদ আমার বাংলা ব্লগ কে আমাদের জন্য এতকিছু করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আরিফ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্টের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানানোর জন্য।

 3 years ago 

টেলিগ্রাম অ্যাপটি সম্পর্কে আমি তেমন কিছু জানি না। এই ব্যাপারে আজই প্রথম জানতে পারলাম। শুভেচ্ছা রইলো নতুন একটি মিডিয়ায় আমার বাংলা ব্লগকে ছড়িয়ে দেয়ার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ এর যাত্রা শুরু করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। আমি অবশ্যই এই গ্রুপের সাথে যুক্ত হবো। এবং আমার বাংলা ব্লগের সকল সদস্যকে এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.32
JST 0.051
BTC 97718.98
ETH 3914.68
USDT 1.00
SBD 4.01