পুনর্জন্ম ২ নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১৮ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "পুনর্জন্ম ২" নাটকের রিভিউ শেয়ার করব।




Screenshot_20211003_204316_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


নামপুনর্জন্ম ২
পরিচালকভিকি জাহেদ।
অভিনয়আফরান নিশো,মেহজাবিন চৌধুরী, শাহেদ আলি,মুকুল সিরাজ ।
দৈর্ঘ্য৫৭ মিনিট।
ধরনথ্রিলার।
ভাষাবাংলা।
মুক্তির তারিখ১.১০.২০২১ইং।

নাটকের সারসংক্ষেপ



Screenshot_20211003_202532_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

নাটকের প্রথম দৃশ্য দেখানো হয় মধ্যরাতে একজন পুলিশ অফিসার এর কাছে কল এসেছে থানা থেকে,পুলিশ জানাই নুরুলকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে বলে রাখি নূর হচ্ছে রাফসান হকের ড্রাইভার। এখানে মূলত রাফসান হক নুরুলকে মারার জন্য গাড়ির ব্রেক নষ্ট করে দিয়ে। এখানে কেনই বা রাফসান হক নুরুকে মারতে চাই এসব কিছু কিন্তু নাটকের প্রথম কিস্তি দেখানো হয়েছিল। এখানে অনেক কিছুই বোঝা যাবে না যদি না আপনি নাটকের প্রথম কিস্তি দেখেন। যাই হোক, এবার নাটকে ফিরে আসি। পুলিশের তদন্ত শুরু করে দিয়েছে নুরুর ব্যাপারে। অন্যদিকে রাফসান হকের নকল স্ত্রী রাবেয়া সেও খুব হতাশ হয়ে আছেন নুরুকে খুঁজে না পাওয়ায়, কেননা নুরুই তাকে এখানে নিয়ে এসেছিল রাফসান হকের স্ত্রী সাজিয়ে। ।


Screenshot_20211003_202554_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

এরপর দেখা যায় রাফসান হকের রেস্টুরেন্টে একজন শেফ এসেছে যার নাম হচ্ছে নিলয়। নিলয় নিজেকে পরিচয় দিয়েছে একজন ডাক্তার হিসেবে। কিন্তু তার রান্নার প্রতি একটি আলাদা টান থাকায় ডাক্তারি পেশা বাদ দিয়ে এখন এই পেশাটিকে বেছে নিয়েছে।
এখানে বলে রাখি রাফসান হক হচ্ছেন একজন বিখ্যাত শেপ। তাই নিলয় রাফসান হকের কাছ থেকে রান্না শিখতে চাই। আর কয়েক দিনের মধ্যেই রাফসান হকের পছন্দের একজন হয়ে ওঠে নিলয়। অন্যদিকে রাফসান হক তার নকল স্ত্রী রাবেয়া কে ভয় দেখানোর একটি ফন্দি আটে। কিন্তু ভুল বশত সে ফন্দি থেকে বেঁচে যায় রাবেয়া। এরপর রাফসান হকের কাছে পুলিশে ফোন করে জানায় যে নুরুল কে খুঁজে পাওয়া গিয়েছে সে এখন হসপিটালে ভর্তি আছে, সে খুবই গুরুতর আহত হয়েছে অ্যাক্সিডেন্টে কারণে।

এরপর দেখা যায় রাবেয়া একটি পুরনো রুমে যায় এবং সে রুম থেকে নীলা হকের ব্যাংকের একটি প্রয়োজনীয় কাগজ হাতে নেয়। সে মুহূর্তে রাবিয়া বুঝতে পারে যে রুমের মধ্যে কেউ আসছে।


Screenshot_20211003_202805_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

তাই সে খাটের নিচে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। এর পর দেখা যায় রুমের ভিতরে রাফসান হক এসেছে এবং সে আলমারি থেকে একটি কাচের শিশি হাতে নিয়ে তার সব কষ্টের কথা বলছে ।সে তার স্ত্রীকে কিভাবে খুন করেছে এবং তার লাশটিকে সকলের কাছে লুকিয়ে রাখার জন্য কিভাবে টুকরো টুকরো করে কেটে মানুষদের খাইয়েছে। আর এই সব কথা খাটের নিচ থেকে রাবিয়া শুনে অবাক হয়ে যায়।কেননা সে কখনোই জানতো না যে রাফসান হকেই তার স্ত্রীকে খুন করেছে। এখানে একটি কথা বলে রাখি ওই কাঁচের শিশি টাতে ছিল রাফসান হকের স্ত্রীর অনামিকা আঙুলটি।


Screenshot_20211003_202900_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

এরপর রাবিয়া রাফসান হকের বোনের কাছে সব সত্য কথা বলে দেয় অর্থাৎ সে বলে যে, সে আসলে তার ভাবি নয় বরং ভাবি সেজে এখানে এসেছে তার ভাবীর ডিপিএস এর টাকা গুলো আত্মসাৎ করার জন্য। আর এসব কথা শুনে রফসান হকের বোন তার ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। কিন্তু পুলিশরা আঙ্গুলটিকে নীলা হকের ডিএনএ এর সাথে না মিলার কারণে রাফসানকে নির্দোষ বলে দাবি করে। আর অন্যদিকে রাবেয়াকে পুলিশ আটক করে নেয়।


Screenshot_20211003_202918_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

একবার দেখা যায় রাফসান হক এবং নিলয় কথাবার্তা বলছে। এর মধ্যে কোন এক সময় নিলয় রাফসান হককে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তাকে বেঁধে রাখে। এরপর রাফসান হকের জ্ঞান ফিরলে নিলয় তার আসল পরিচয় দেয়।


Screenshot_20211003_202939_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

নিলয় হচ্ছে নিলাহক এর এক্স বয়ফ্রেন্ড। নীলাকে নিলয় খুব ভালোবাসত কিন্তু নিলা তার স্বামীকে অর্থাৎ রাফসান হককে অনেক ভালোবাসত তাই সে নিলয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল তখন। আর এতদিন নিলয় এতদিন রাফসান হকের সাথে থেকে বুঝতে পারে যে রাফসান কিভাবে তার ভালোবাসার মানুষটিকে অর্থাৎ নিলাকে খুন করেছে।আর তাই সে এখন রাফসান হককে মেরে তার ভালোবাসার মানুষটির খুনের বদলা নেবে। কিন্তু যখনই নিলয় রাফসানকে মারতে যায় তখনই হঠাৎ নিলয় অসুস্থ হয়ে পড়ে। তখন রাফসান হক আনন্দের সঙ্গে বলে সে কখনোই জানতোন না যে নিলয় তার স্ত্রীর পূর্ব পরিচিত। কিন্তু নিলয় যেহেতু তার অনেক কিছুরই সাক্ষী তাই সে নিলয় কে মারার জন্য বিষাক্ত এক মাশরুমের সুপ খাইয়েছিল, তাই সে এতটা অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায়। রাবেয়া কলে কৌশলে জেলখানা থেকে পালিয়েছে।


Screenshot_20211003_203138_com.google.android.youtube.jpg
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

আর এইখানেই অসমাপ্ত অবস্থায় নাটকটির সমাপ্তি ঘটে।

পুনর্জন্ম নাটকের প্রথম কিস্তির রিভিউ
https://steemit.com/hive-129948/@moh.arif/5lpy8p

শিক্ষা


প্রথমেই বলে রাখি এটি কিন্তু কোন শিক্ষামূলক নাটক নয়। এটি একটি থ্রিলার নাটক। তবে আমি প্রত্যেকটি নাটকের ক্ষেত্রে ছোটখাটো যেকোনো দিক থেকে হলেও শিক্ষামূলক ব্যাপারটি খুঁজে বের করার চেষ্টা করি।আর এই নাটকটিতে যে রাফসান হকের চরিত্রে ছিল সে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কাজ করেছে যা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে রাবেয়া আজকের এসব ঝামেলার সম্মুখীন হতে হয়েছে শুধুমাত্র লাভের কারণে। সংক্ষিপ্তভাবে যদি ব্যাপারটি বলতে চায় তবে সেটি হচ্ছে, লোভে পাপ পাপে মৃত্যু, লোভ কখনো মানুষকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারে না। আর অন্যদিকে ঠান্ডা মাথায় কাজ করার মাধ্যমে যে কোন কাজে সফল হওয়া যায়।

ব্যক্তিগত মতামত


পুর্নজন্ম নাটকটির প্রথম কিস্তি দেখার পর আমার কাছে এতো ভালো লেগেছে যা বলে প্রকাশ করার মত নয়। বাংলাদেশ আমি ওই প্রথম ওরকম একটা থ্রিলার নাটক দেখেছিলাম। নাটকের প্রথম কিস্তি প্রকাশের পর দর্শকের কাছে এত সাড়া জাগিয়েছে যে পরিচালক এই নাটকের দ্বিতীয় কিস্তি প্রকাশ করার আগ্রহ পেয়েছে। আমার কাছেও এই নাটকটি এত ভাল লেগেছে যে আমিও চেয়েছিলাম এর দ্বিতীয় কিস্তি বানানো হোক। যাইহোক নাটকের দ্বিতীয় কিস্তির কথায় আসি নাটকটির প্রথম ১০ থেকে ১৫ মিনিট বোরিং লাগতে পারে। তবে ধৈর্য নিয়ে যদি নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় তবে খুবই রোমাঞ্চকর লাগবে। যাইহোক নাটকটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে।

ব্যক্তিগত রেটিং


আমি নাটকটি কে ৯/১০ দিচ্ছি।

নাটকের লিংক


ধন্যবাদ সকলকে।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই আপনার রিভিউটি দেখলাম। রিভিউটি দেখে মনে হল যে নাটকটা আসলে অনেক সুন্দর। তাই ভাবছি এবার নাটকটি দেখব।

 3 years ago 

পুনর্জন্ম নাটকটির রিভিউ অনেক ভালো লাগলো ভাইয়া। আমি এর আগে এই নাটকটি দেখিনি। তবে আপনার লেখা পড়ে বুঝতে পারছি নাটকটি অনেক সুন্দর ছিল। আমি অবশ্যই আবার ওই নাটকটি দেখবো।

আজকে দ্বিতীয় পর্ব দেখবো বলে ভাবতেছি।ভাবতে ভাবতেই আপনার পোস্টটি চোখে পড়লো ভাই।আসলেও ভাই নাটকটি আমার কাছে খুব ভালো লাগছে।আপনি অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন।অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আরফান নিশো ভাই আমার অনেক বেশি পছন্দ।
তার নাটক আমি প্রায় দেখি।
তবে এটা দেখি হয়নি।
আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে দেখতে হবে।

 3 years ago 

পুনর্জন্ম নাটকটির রিভিউ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এখনো এই নাটকটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে নাটকটি দেখার প্রতি আরো বেশি কৌতূহল বেড়ে গেল। অনেক ধন্যবাদ ভাইয়া এই সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago (edited)

পুনর্জন্ম নাটকটির রিভিউ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এখুনি এই নাটকটি দেখেছি।আমার খুবি ভালো লাগছে।

 3 years ago 

সোশ্যাল মিডিয়াতে নাটকটির ট্রেইলার ভিডিও দেখেছিলাম। নাটকটি দেখব দেখব করে আর দেখা হয়ে ওঠেনি। তবে আপনার পোস্ট এর মাধ্যমে নাটকটির রিভিউ দেখে সম্পূর্ণ নাটকটি সম্পর্কে ধারণা চলে এসেছে। অনেক সুন্দর করে রিভিউটি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আমি নাটকের অনেক বড় একজন ভক্ত। তার থেকেও বেশি ভক্ত আফরান নিশু ও মেহজাবিনের। ওদের একটা নাটকও আমি বাকি রাখিনি দেখার। পুনর্জন্ম ২ নাটকটি রিলিজ হওয়ার সাথে সাথে আমি দেখে ফেলেছি। প্রথম পার্টের পর থেকেই অপেক্ষায় ছিলাম। এখন আবারো অপেক্ষায় আছি কখন পার্ট ৩ আসবে। কে জিতবে শেষ পর্যন্ত ? রাফসান নাকি ছদ্ধবেশী নীলা। আপনি খুব সুন্দর ভাবে পুনর্জন্ম ২ নাটকের রিভিউ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। এই নাটকটি আমার এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে একটু দেখার ইচ্ছা জেগেছে। যদি কখনো সময় সুযোগ হয় নিশ্চয়ই আমি নাটকটি দেখব ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59236.61
ETH 2600.94
USDT 1.00
SBD 2.42