সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমেই সফলতার চূড়ায় পৌঁছানো সম্ভব।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু-আলাইকুম। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সময়ের সঠিক ব্যবহার নিয়ে কিছু তথ্য শেয়ার করব।



images (15).jpeg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।


ময় আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ক্ষুদ্র জীবন পরিসরের তুলনায় সময় অনেক সংকীর্ণ। তাই আমাদের ক্ষুদ্র এই জীবনে এক মুহূর্ত সময় হেলাফেলা করে নষ্ট করার উপায় নেই। জীবনের প্রতিটি সময় যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে সাফল্য আপনা আপনি নিজের কাছে হাত বাড়াবে। আমাদের সকলের কাছে সমান সময় থাকে, তবে তা সকলে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। একমাত্র তারাই সফল হতে পেরেছে যারা সময়ের মূল্য দিতে পেরেছে। আমরা বিখ্যাত মানুষেদের জীবনে পড়ে জানতে পারি যে, তারা কিভাবে তাদের সময় গুলোকে কাজে লাগিয়েছে। সময়ের কাজ সময়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে খুব দ্রুত কাজগুলো শেষ করা সম্ভব হয়। কথায় আছে "সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় "
আমরা অনেকে আছি যারা সময় সঠিক মূল্য দিতে জানি না। সময়ের অপচয় করি কিন্তু এটি আমাদের সাফল্যের দিকে পৌঁছাতে বাধাগ্রস্ত করে। যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না।
ইংরেজিতে একটি প্রবাদ আছে-
"Time and Tide wait for none"
" সময় কারো জন্য অপেক্ষা মান নয়। "

এছাড়াও সময়ের কাজ সময়ে করার জন্য আমরা কিছু নিয়ম মেনে চলতে পারিঃ

  • সময় ব্যয়ের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার মাধ্যমে।
  • সময় কম নষ্ট করতে হবে যে কোন কাজে।
  • কাজের অগ্রাধিকার তালিকা করার মাধ্যমে।
  • কাজের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্ব দূর করার মাধ্যমে।
  • কাজের সময়সূচী সমন্ধে সুনির্দিষ্ট ও স্পষ্ট হয়ার মাধ্যমে।
  • এবং একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করার মাধ্যমে।

তাই বলছি আমরা সকলে সচেতন হই। যাতে এক মুহুর্ত সময় অপচয় না হই, কারণ এই সময়ের মূল্য অনেক। যা আমরা কোন কিছু দিয়ে তা পূরণ করতে পারবো না। সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করা উত্তম। তাই লালন বলেছেন " সময় গেলে সাধন হবে না"

সকলকে ধন্যবাদ পোস্টটি পরার জন্য।


Sort:  
 3 years ago 

ভালো লিখেছেন ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সময়ের সঠিক ব্যবহার করতে পারলে সফলতা যে আসতে প্রস্তুত।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো লিখেছেন ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thank you,
@rex-sumon bai and @steemcurator07 for support me like a newcomer.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42