টুকটাক শপিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৮ই, আশ্বিন , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1664779752206.jpg

রাতে বৃষ্টি হয়েছিল তবে এখন রোদ উঠেছে যার কারনে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এবং খুব বেশি একটা গরম পরিলক্ষিত হচ্ছে না। তবে বেলা বাড়ার সাথে সাথে যদি কড়া রোদ ওঠে তবে সেটির কারণে পরিবেশ টা হয়তো আরেকটু উষ্ণ হতে পারে। আসলে আমার এই পোস্টটি লিখছি সকালের দিকে। তাই বলতে পারছিনা বেলা বাড়ার সাথে আবহাওয়ার পরিবর্তন টা কেমন হবে। যাই হোক, এই কয়েকদিন ধরে ওয়েদারটা এমনিই যাচ্ছে, রাতে বৃষ্টি অথচ দিনে রোদ। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টি গুলোই নাকি বছরের শেষ বৃষ্টি। আসলে সিজন পরিবর্তন হচ্ছে তাই আবহাওয়ার এমন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আর সামনে তো শীত আসতে, খুব একটা বেশি দেরি নেই হাতে গোনা মাত্র কয়েকটি মাস। আর শীতকাল হয়েছে আমার পছন্দের রীতি গুলোর মধ্যে অন্যতম।

আপনারা নিশ্চয়ই জানেন, শপিং করাটা মেয়েদের অত্যন্ত ভালো লাগার একটি বিষয় হলেও ছেলেদের জন্য তা একটি বিরক্তিকর বিষয়। আমি ও এর ব্যতিক্রম নয়। আমার ক্ষেত্রেও শপিং মলে গিয়ে শপিং করাটা খুব একটি ভাল লাগার বিষয় নয়। খুব প্রয়োজন নাহলে আমি তেমন একটা শপিং মলে যাইনা। এছাড়াও আমার যাবতীয় শপিং গুলো বেশিরভাগ সময় ফুটপাত কিংবা হকার থেকে করা হয়। প্রত্যেকটি শহরের মত আমাদের বন্দরনগরী চট্টগ্রামেও বেশকিছু হকার এবং ফুটপাত রয়েছে। আজ আমি আপনাদের সাথে সেরকমই একটি হকার থেকে শপিং করার ব্লগ শেয়ার করব।

IMG_20221002_174040-01.jpeg

IMG_20221002_174038-01.jpeg

চট্টগ্রামে যে কয়েকটি পাইকারি বাজার কিংবা হকার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নিউমার্কেট। আমাদের বাসা থেকে নিউ মার্কেটে যেতে লোকালে করে ২৫ টাকার মতো খরচ হয়। আর সময় লাগে ৩০-৩৫ মিনিটের মত। কয়েক মাস আগে যদিও এই লোকাল এর ভাড়াটা আরো কম ছিল তবে তেলের দাম বেড়ে যাওয়ায় লোকাল এর ভাড়া টাও কিছুটা বেড়ে গিয়েছে। যাই হোক, প্রয়োজনে-অপ্রয়োজনে প্রায় সময় আমার এ মার্কেটে যাওয়া হয়। তবে গতকাল গিয়েছিলাম টুকটাক শপিং এবং ইউপিএস এর ব্যাটারি কিনতে।

IMG_20221002_174032-01.jpeg

দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল চারটার দিকে বেরিয়ে পড়ি। যখন বেরিয়ে ছিলাম তখন ওয়েদারটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন এবং মেঘলা ছিল। তাই অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম বের হব কি হবো না এই নিয়ে। তবে পরে ভাবলাম বেরিয়ে পড়ি কেননা পরবর্তীতে হয়তো সময় পাবো না। আসলে এই কয়েকদিন ধরে এ কাজে সে কাজে ব্যস্ত থাকার কারণে আমার বিকালের দিকে একদমই সময় হয়ে উঠছে না। যাইহোক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বাহিরে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখলাম আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং বৃষ্টি পড়ার আর কোন সম্ভাবনাই নেই।

এখন যেহেতু পুজোর সিজন চলছে তাই হকারের বেশ ভিড়। তাই আগে শপিং না করে ভাবলাম প্রয়োজনীয় জিনিসটি কিনে ফেলা যাক। অর্থাৎ ইউপিএস এর ব্যাটারি গুলো। আসলে অনেকদিন ধরে এই ইউপিএস এর ব্যাটারির জন্য ইন্টারনেট জনিত অনেক সমস্যা পোহাতে হয়েছে। তাই বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত ইউপিএস এর ব্যাটারি গুলো কিনতে হচ্ছে। দেখেশুনে যাচাই করে ব্যাটারিগুলো নিয়ে নিলাম। মোট চারটি ব্যাটারি নিয়েছি 10000 এম পি এস এর । প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ জিনিসটি কিনা শেষ তাই অনেকটা স্বস্তিতে ছিলাম। তাই হেলেদুলে চলে গেল এবার শপিংয়ের উদ্দেশ্যে। খুব বেশি কিছু কিনবো না শুধুমাত্র একটি জিন্স প্যান্ট এবং টি শার্ট কিংবা গেঞ্জি।

দুই তিন দোকান বেছে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার একটি টি-শার্ট, গেঞ্জি এবং একটি জিন্স প্যান্ট কিনে ফেলি। আর আমি শপিং করার ক্ষেত্রে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করি এ বেশি সময় লাগে না কেননা আমার যে জিনিস পছন্দ হয় এবং দাম-দরে মিলে যায় সে জিনিসটা আমি নিয়ে ফেলি। বার্গেনিং করতে আমি খুব বেশি একটা পছন্দ করি না। আর তাই আমার শপিং এর ক্ষেত্রে খুব বেশি একটি সময় ব্যয় হয় না। এছাড়াও এইসকল হকারে ছেলেদের জিনিসপত্রের দাম মোটামুটি সকলেরই জানা তাই খুব বেশি বার্গেনিং কিংবা দরকষাকষি করতে হয়না দোকানদারদের সাথে।

এদিকে শপিং শেষ করতে করতে সন্ধ্যা নেমে এসেছে এবং দেখলাম হঠাৎ বৃষ্টি ও শুরু হয়ে গেছে তাই ঠিক করলাম এই বৃষ্টিতে বের না হয় কোথাও থেকে নাস্তা করা যাক। তাই চলে গেলাম নাস্তা করতে। খেয়েদেয়ে বৃষ্টি থামলে সন্ধ্যা আটটার মধ্যে বাসায় ফিরে আসি। কি কি শপিং করেছি এবং কত দিয়ে কিনেছি এছাড়া বাকি বিষয়গুলো আপনার সাথে পরবর্তীতে অন্য কোন ব্লগে শেয়ার করব।

IMG_20220924_124247-01.jpeg

IMG_20220924_124307-01.jpeg

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

**

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

শীতকাল আমারও অনেক পছন্দের সময় তবে ছেলেদের মনে বেশি পছন্দ কারণ তারা সুন্দর সুন্দর জ্যাকেট পরে একটু ডাট করতে পারে।ছেলেদের শপিং করতে কেন যে ভালো লাগে না তাই বুঝি না শপিং তো একটি আনন্দের বিষয়,আমারতো খুব ভালো লাগে। প্রয়োজনীয় জিনিস গুলো আগে কিনেই ভালো করেছেন তাহলে এখন অন্যান্য জিনিস একটু রিল্যাক্সে কিনতে পারবেন।আপনি বেশি বার্গেনিং করেন না আর আমি বার্গেনিং করার ওস্তাদ যদিও খুব একটা কাজ হয়না তারপরও করি।সব শেষে মজার খাবার খেয়ে বাসায় ফিরেছেন দেখে ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন আজকে ২-৩ দিন যাবত রাতে বৃষ্টি হচ্ছে দিনের বেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। আবার কখনো দিনের বেলায় পরিবর্তন হচ্ছে। তবে শপিং এর ব্যাপারে আপনি যতটা বিরক্ত বোধ করেন, আমিও এর ব্যতিক্রম না। আপনার শপিং করা দেখে এবং কথাগুলো শুনে আমার এক স্যারের কথা মনে পড়ে গেল। স্যার আমাকে বলছিল বেশি দামের কাপড়-চোপড় পড়েই বেকুবেরা। যখন আমার মুখ কালো হয়ে গেল তখন উনি আমার কাঁধে হাত দিয়ে বলছে তুমি ১০০ টাকার দশটা গেঞ্জি কিনলে প্রতিদিন একটা করে পরলেও তোমার বছর চলে যাবে। আর তুমি বারোশো টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে সারা বছর ধরে যদি একই গেঞ্জি পড়ো তখন সেখানে সৌন্দর্য তো থাকে না বরঞ্চ মানুষের তিরস্কার করবে। ওই দিন থেকে বেশি দামের কাপড় চোপড় কেনাটা ছেড়ে দিয়েছি। বছরে দুই একটা কিনি কোন অনুষ্ঠান বেড়াতে যাওয়ার জন্য, একেবারেই কম। আপনার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

 2 years ago (edited)

১০০০০ পাওয়ারের ইউপিএস এর ব্যাটারি আসলে অনেক শক্তিশালী হয়ে থাকে। আমার বাড়িতে একটা ব্যাটারি রয়েছে ১৩০ এম্পিয়ারের তাই এর ক্ষমতা দেখে আমি অবাক হয়ে যাই ,জানিনা আপনার এই ব্যাটারির ক্ষমতা আরো কত মারাত্মক হবে যাই হোক শপিং করতে আমিও তেমন একটা পছন্দ করি না সব ছেলেরা মনে হয় এক রকমই হয় 🥰, আমাদের এদিকেও কেন জানিনা রাতে অনেক বৃষ্টি হয়। শপিং করার মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার একটি টি-শার্ট, গেঞ্জি এবং একটি জিন্স প্যান্ট কিনে ফেলি।

এত কম সময় যে শপিং করা যায় তা কখনো কল্পনাও করতে পারি না। আর আপনি একেবারে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেললেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো। মেয়েরা হয়তো শপিং করতে অনেক পছন্দ করে। তবে শপিং করতে আমার খুব একটা ভালো লাগে না। আসলে বাহিরে গেলে খুব বিরক্ত লাগে। যখন প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে বাহিরে যাই তখন অনেকটাই বিরক্ত লাগে। তবে এত কম সময়ে কখনো শপিং শেষ করতে পারিনি। আশা করছি পরবর্তী পর্বে আমরা জানতে পারবো আপনি কি কি শপিং করেছেন এবং সেগুলোর মূল্য কত ছিল। অপেক্ষায় রইলাম ভাইয়া। শুভকামনা রইল।

 2 years ago 

মানুষের কিভাবে আধাঘন্টার ভেতর শপিং শেষ হয় সেটা তো আমার মাথাতেই আসলো না।🫡

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

দিলেন তো ভাইয়া লোভ লাগিয়ে, পুরো পোস্ট যখন পড়ে শেষ করলাম তখন ফটোগ্রাফিতে আপনার নাস্তাগুলো এমন ভাবে আকর্ষণ করছিল মনে হচ্ছিল টপ করে নিয়ে খেয়ে ফেলি। কিন্তু তা তো হবার নয়, তাই সেদিকে আর নজর দিলাম না। যাইহোক ভাইয়া সিজন পরিবর্তন হচ্ছে, তাই আবহাওয়ার এমন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আমারদের এদিকে হালকা বৃষ্টির কারণে গরম অনেকটাই কম। আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে টুকটাক শপিং ভালোই করেছেন দেখছি। এত অল্প সময়ে শপিং করার কলাকৌশলটি ভালোই রপ্ত করেছেন ভাইয়া। আর আপনাকে দেখে আমিও কিছুটা অভিজ্ঞতা নিলাম। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও ভাই শপিং একেবারেই বিরক্ত লাগে। খুব প্রয়োজন না হলে আমি নিজেও নিজের জন্য শপিং এ যায় না। ইউপিএস এর ব‍্যাটারীও কেনা হলো সঙ্গে সঙ্গে নিজের জন‍্যও কিনলেন।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন শপিং করা মেয়েদের ভালো লাগে। কিন্তু ছেলেদের বেশিরভাগই শপিং করা বিরক্ত লাগে। ঠিক আপনার। আমারও একই অবস্থা শপিং করতে খুবই বিরক্ত লাগে। আর শপিং করলেও ফুটপাত থেকে বা হকার মার্কেট থেকে খুব অল্পসময়ের মধ্যেই শপিং করি।অল্প সময়ের মধ্যেই আপনি অনেক কিছু শপিং করেছেন। ভালোই হয়েছে আর ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো, বিশেষ করে খাবারের ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66