শহরের জীবন বনাম গ্রাম্য জীবন ।
আজ - ২৬ই অগ্রাহায়ণ ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | হেমন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
শহরের মানুষগুলো অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল। তারা তাদের জীবনটাকে পুরোপুরি প্রযুক্তির উপর ছেড়ে দিয়েছে। আর অন্যদিকে গ্রামের মানুষগুলো প্রকৃতির উপর এবং তাদের নিজস্ব রীতি নীতির উপর নির্ভরশীল। গ্রামের মানুষগুলো অনেকটা সহজ সরল তবে কিছু কিছু ক্ষেত্রে তারা অনেকটা প্যাচাল। আর অন্যদিকে শহরের মানুষগুলো অনেকটা জটিল ধরনের আর সবসময় নিজের স্বার্থে মগ্ন থাকে এবং নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। শহরের মানুষগুলোর মধ্যে পাড়া প্রতিবেশীদের প্রতি যে দায়িত্ব গুলো রয়েছে সেগুলো তেমন একটি পালন করা হয় না। তবে গ্রামের মানুষ গুলোর মধ্যে পাড়া-প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার ব্যাপারটি ব্যাপক এখনো প্রচলন রয়েছে। আর গ্রাম এবং শহরের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে মানুষের জীবন যাত্রার মান। শহরের জীবন যাপন হচ্ছে অনেক উন্নত । আর গ্রামে জীবনযাপন হচ্ছে অনুন্নত। গ্রামের বাচ্চারা তাদের অবসর সময়গুলো মাঠে-ঘাটে খেলাধুলায় কাটিয়ে দেয় কিন্তু শহরের বাচ্চারা তাদের অবসর সময়গুলো মোবাইল গেম, কম্পিউটার, টিভি অর্থাৎ বিভিন্ন স্কিন টাইমে ব্যয় করে। আর এর ফলে শহরের বাচ্চাদের মধ্যে মানসিক বিকাশে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে গ্রামে বাচ্চাদের মধ্যে নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ বৃদ্ধি পাই।শহরের জীবনের সব কিছুতেই ভেজাল এর ছোঁয়া আর গ্রাম্য জীবনের রয়েছে তরতাজা সতেজতার ছোঁয়া। আর এর কারনে আমি মনে করি শহরের তুলনায় গ্রামের মানুষগুলো অনেকটাই সুস্থ সবল এবং পরিশ্রমী।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আমরা যে যেমন জীবনে রয়েছি সে জীবনে আমরা অনেক সময় সন্তুষ্ট নয়। মানে আমরা যারা শহরে রয়েছি তারা গ্রামের প্রকৃতির টানটা পদে পদে অনুভব করি। আর অন্যদিকে যারা গ্রামে রয়েছে তারা শহরের আরাম-আয়েশটাকে বেশি প্রাধান্য দেয়।
যদিও বর্তমানে শহর এবং গ্রামের পার্থক্যটা অনেকটাই কমে এসেছে। আর এক সময় এমনটা হবে যখন শহর এবং গ্রামের মধ্যে কোন পার্থক্য থাকবে না। তবুও বর্তমানে গ্রামগুলোতে কিছু সংস্কৃতি ঐতিহ্য এখনো পরিলক্ষিত হতে দেখা যায়।
আজকে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। কেননা আজকে আমার এক কাছের আত্মীয় দীর্ঘ চার বছর পর বিদেশ থেকে এসেছে দেশে তাই তাকে আনতে আজকে এয়ারপোর্টে যেতে হয়েছিল। আর তার সাথে আড্ডা দিতে গিয়ে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। আর আমার একদমই মাথায় ছিল না আজকে পোস্টের কথা। তাই আজকে তাড়াহুড়ার মধ্যে এই পোস্টটি লিখতে বসেছি । জানিনা আজকে আবোল তাবোল কি লিখেছি। আমার যদি কোন ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের এই টপিকটা আপনাদের কেমন লেগেছে তা জানাবেন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

গ্রামের জীবন এবং শহরের জীবনের পার্থক্য নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন ভাই।গ্রামের মানুষরা খুব সহজ সরল এবং পরস্পরের মধ্যে বেশ আন্তরিকতা রয়েছে।অপরদিকে শহরের লোকজনদের মধ্যে বিপরীত বিষয় গুলো পরিলক্ষিত হয়।সব মিলে সুন্দর একটি পোস্ট করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
প্রথমেই বলতে চাই আপনি আবোল-তাবোল কিছু লেখেননি। খুবই সুন্দর একটি বিষয়ে লিখেছেন। শহর এবং গ্রাম এই ছোট দুটি কথার মধ্যে অনেক বড় একটি ব্যবধান রয়েছে। আপনার লেখা প্রতিটি লাইন পরছিলাম আর আমার নিজের সাথে মিলাতে ছিলাম। একদম সত্য কথা গুলো। আসলে আমার কাছে মনে হয় আমাদের দুটোরই প্রয়োজন আছে তবে যখন যেটা তখন সেটা হলেই ভালো। শহর আরাম আয়েশের একটি অন্যতম জায়গা আর গ্রাম প্রকৃতিতে উন্নত আমি আপনার কথার সাথে সহমত ভাইয়া। গ্রাম এবং শহরের পার্থক্যটা এতো করে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনার জন্য ভাইয়া💖।
চমৎকার ছবি এবং আপনার পোস্ট খুব আকর্ষণীয়, আমার অন্তর্দৃষ্টি যোগ করুন
সবই ঠিকই বলেছেন আপনার কথার সাথে একমত ।শহর থেকে গ্রামে সবকিছু হতে সজীবতা পাওয়া যায় ।গ্রামে সবাই মিলেমিশে থাকে একে অপরের খবর নিতে পারে ,একে অপরের বিপদে আসে। কিন্তু শহরে একই দরজার পাশে থাকে তবু কেউ কারো খবর নেয় না ।যে যার কাজে ব্যস্ত থাকে। এজন্য শহর থেকে গ্রামে জীবনী আমার কাছে ভাল মনে হয় ।ধন্যবাদ ভাই।
শহরের তুলনায় আমার কাছে গ্রাম সবসময়ই বেশি ভালো লাগে। শহরে সব সুযোগ সুবিধা বেশি থাকলে, উন্নত জীবনযাপনের ব্যবস্থা থাকলেও গ্রামীণ জীবনে এক অদ্ভুত সজীবতার ছোঁয়া রয়েছে। তবে সবকিছুর মধ্যেই একটি ভালো এবং একটি খারাপ দিক থাকে। যেমন শহরে সুযোগ-সুবিধাগুলো আমরা কখনও গ্রামে পাবোনা ঠিক তেমনি গ্রামের কিছু সুযোগ সুবিধা শহরে পাওয়া যাবে না। ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে গ্রাম ও শহর নিয়ে আপনার মতামত তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
এটা ঠিক বলেছেন ভাইয়া। আজকালকার গ্রাম আর শহরের মধ্যে খুব একটা তফাৎ নেই। তবুও গ্রামের মধ্যে আলাদা একটি ভালো লাগা কাজ করে।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
শহরের জীবনযাত্রা ও গ্রামীণ জীবনযাত্রা নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন ভাইয়া। আপনি আপনার লেখায় যে কথাগুলো লিখেছেন প্রতিটি কথাই একদম ঠিক। শহরের জীবনযাত্রা যান্ত্রিক হয়ে যাচ্ছে দিনে দিনে। সবাই যে যার মত কর্মব্যস্ত থাকে। কেউ কারো খোঁজ নেওয়ার মত সময় নেই। অন্যদিকে গ্রামের মানুষগুলো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের বাসায় নিয়মিত যাতায়াত করে যাচ্ছে। প্রতিবেশীর যে কোন বিপদে সাড়া দিচ্ছে। গ্রামের প্রাকৃতিক পরিবেশ শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে সহায়তা করে। অন্যদিকে শহরের ধুলাবালি আবহাওয়া সবকিছুই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু তবুও আমরা আমাদের কর্মের তাগিদে শহরের জীবনকে বেছে নেই। হয়তো গ্রামের প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে কিন্তু প্রয়োজনের তাগিদে আমরা আমাদের গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে বেশি পছন্দ করি। আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।
গ্রাম এবং শহরের পার্থক্য নিয়ে খুবই দারুণ লিখেছেন আপনি। শহরের এবং গ্রামের সম্পর্কে আপনার বলা প্রতিটা বাক্যের সাথে আমি একমত। এবং এটাও ঠিক গ্রামের মানুষ খুবই সহজ সরল কিন্তু অনেকে আবার খুবই প্যাচালো বুদ্ধির।
এবং এটাও ঠিক ভবিষ্যতে হয়তো গ্রাম এবং শহরের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। দারুণভাবে গুছিয়ে লিখেছেন।