রাগ নিয়ন্ত্রণ।
আজ- ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা খুব অল্পতেই রেগে যায় আবার কিছু মানুষ রয়েছে যারা নিজেরা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে। দিনশেষে কিন্তু ওই সকল শান্ত মানুষগুলোই জয়ী ওই সকল রাগী মানুষগুলোর তুলনায়। কথায় আছে রেগে গেলে তো হেরে গেলেন। আসলেই তাই, রেগে গেলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় কিন্তু নিজেকেই। তাই রাগ কন্ট্রোল করাটা অবশ্যই উচিত। তবে যারা এই রাগ কন্ট্রোল করতে পারেনা তাদের উচিত কিভাবে তারা নিজেকে নিয়ন্ত্রণ করবে তার একটি উপায় জেনে নাওয়া অর্থাৎ নিজের সম্পর্কে নিজেকে বোঝা এবং ভালোভাবে জানা এবং সে সম্পর্কে একটি পদক্ষেপ নেওয়া। রাগ যেমন নিজের ক্ষতি করে তেমনি আশেপাশে মানুষগুলোরও ক্ষতি করে। কিন্তু আমরা যখন রেগে যায় তখন আমাদের জ্ঞান লোপ পায় এবং রাগের মাথায় যা খুশি তাই করে ফেলি। কিন্তু পরবর্তীতে আমরা তা নিয়ে আফসোস করি রাগের বসে ভুল পদক্ষেপ গুলো বহন করার জন্য।
রাগ জিনিসটা আসলে মানুষের জন্মগত ভাবে আসে। কিছু মানুষ রয়েছে তারা হয়তো জন্মগতভাবে খুব রাগে এবং উগ্র ধরনের। তারা যদি চায় তাদের রাগ দমিয়ে রাখতে তাহলে তারা অভ্যাস এবং চর্চার মাধ্যমে সেটি করতে পারে। রাগের সময় ভুল কোন পদক্ষেপ কিংবা কারো মনে কষ্ট দেয়ার আগে নিজেকে আলাদা কোন জায়গায় সরিয়ে নেওয়া উত্তম। লাগামহীন রাগ মানুষের মধ্যে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে।
আজকে তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
চমৎকার একটি টপিক নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাগ নিয়ন্ত্রণ নিয়ে লেখাগুলো পড়ে আমি এর সাথে সহমত পোষণ করছি।আসলে রেগে গেলেন তো হেরে গেলেন।একটি সুস্থ সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য রাগ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। একটি সম্পর্ক থেকে তৈরি হয় একটি পরিবার।একটি দুইটি পরিবার মিলে তৈরি হয় সমাজ।তাই সবচেয়ে আগে যেকোনো সম্পর্কে রাগ নিয়ন্ত্রণ ভীষন জরুরী। তবেই ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণ সম্ভব হবে সমাজ ও দেশের মানুষের।
রাগ এমন একটি জিনিস যা ঘুর্ণি ঝড়ের মত আগে বোঝা যায় না। ঘুর্ণি ঝড় থেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায় কেমন ক্ষতি হলো। কোন ব্যক্তির জন্য রাগ ভালো নয়। কারণ রাগ মানুষের ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক খুবই ক্ষতি করে। সবার রাগ নিয়ন্ত্রণ রাখা উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর টপিক্স নিয়ে লেখার জন্য।
আসলে কথায় আছে যে আপনি রাগ করলেন তো আপনি লস করলেন। আসলে রাগের মাথায় কোন ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর যারা রাগী মানুষ তাদের দ্বারা কিন্তু তেমন একটা বেশি উন্নতি কখনোই হয় না। আসলে এই পৃথিবীতে তাই আমাদেরকে সব সময় শান্ত মাথায় কাজ করতে হবে। আর আপনার পোষ্টের প্রতিটা কথা কিন্তু একদম সত্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না। কারণ রাগের বশে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এতে করে পরবর্তীতে আমাদেরকে চরমভাবে পস্তাতে হয়। তাই আমাদের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। এতে করে দিনশেষে আমরাই ভালো থাকতে পারবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। ঠিক বলেছেন সৃষ্টিকর্তা আলাদা আলাদা মানুষ তৈরি করেছেন বলেই হয়তো আজ সবার মধ্যে ভিন্নতা রয়েছে। তবে একদিক থেকে যেমন ভালো হয়েছে তেমনি অন্যদিকে ঝামেলাও রয়েছে। সাধারণত রাগের বিষয় চিন্তা করলেই বুঝা যায় সবার মাঝে কতটা ভিন্নতা রয়েছে। একজন রাগ কন্ট্রোল করতে পারে আরেকজন তা পারে না। তবে এই রাগ কন্ট্রোল করতে না পারলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেকে তো রাগের বশে ভুল পথে চলে যায়। যারা রাগের সময় শান্ত থাকতে পারে তারাই জয়ী হয়। যাদের রাগ বেশি তাদের চর্চার মাধ্যমে হলেও কন্ট্রোল করা শেখা উচিত। তাহলেই জীবনে সুন্দর মুহূর্ত কাটাতে পারবে।
পৃথিবীতে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো এই রাগ নিয়ন্ত্রণ করা। রাগের মাথায় মানুষ সবসময় ভুল কাজ করে ভুল সিদ্ধান্ত নেয়। রাগকে নিজের বশবর্তী করতে পারে খুবই কম সংখ্যক মানুষই। চমৎকার লাগল আপনার লেখাটা ভাই। আমি সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করি নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য।।