একজন বিখ্যাত মানুষের উক্তি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১১ই পৌষ ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার| হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে একজন বিখ্যাত মানুষের উক্তি সম্পর্কে আমার কিছু ব্যক্তিগত আলোচনা শেয়ার করব।




ant-g8c20b0462_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

শুভ দুপুর সবাইক, কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন। আমিও ভালো আছি। প্রথমে জানাই সকলকে বড়দিনের শুভেচ্ছা। যদিও আজ বড়দিন না গতকাল বড়দিন ছিল তবু আজ শুভেচ্ছা জানালাম। আসলে আমি চেয়েছিলাম ক্রিসমাস উপলক্ষ্যে একটি স্পেশাল DIY করার কিন্তু ব্যস্ততার কারণে সেটি আর করা হয়ে উঠেনি। আসলে পুরোপুরি ব্যস্ততা বললে ভুল হবে আমার মধ্যে কিছুটা আলসেমি রয়েছে বটে। তাই অনেক জিনিস ইচ্ছে থাকার পরেও আলসেমির কারণে করে ওঠা হয় না।

জ্ঞানী গুনী ব্যক্তিরা তাদের জ্ঞান ও জীবনের অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে এমন সব নীতিবাক্য বা উক্তি বলে যা আমাদের জন্য খুবই কার্যকর। আর এসব উক্তি গুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত। এছাড়াও জীবনে চলার পথে এসব বাক্য বা উক্তিগুলো আমাদের সাথে অতপ্রত ভাবে জড়িত বলে আমি মনে করি। তাই আজ এমনই একজন বিখ্যাত মানুষের একটি বাস্তব ও সত্য উক্তি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই আজকের আলোচনার সেই বিখ্যাত উক্তিটি কি -
তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টিকে না। আর যে জিনিস বেশি দিন টিকে ওই জিনিস তাড়াতাড়ি মিলেনা। বলেছেন (এ.পি.জে. আবদুল কালাম আজাদ)।

এ.পি.জে. আবদুল কালাম আজাদ এর সংক্ষিপ্ত পরিচয় -

  • এ.পি.জে.আবদুল কালাম এর পুরো নাম হচ্ছে - আবুল পাকির জয়নুলাবেদীন আব্দুল কালাম। তিনি ছিলেন ভারতীয় একজন বিজ্ঞানী এবং ভারতের একাদশ রাষ্ট্রপতি। তিনি প্রথমে একজন বিজ্ঞানী ছিলেন পরবর্তীতে ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন।

তাকে ভারতের রত্ন বললেও ভুল হবে না কেননা তিনি দেশ এবং দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। তিনি মৃত্যুর শেষ সময় পর্যন্ত ছাত্রদের জ্ঞান বিতরণের চেষ্টা করেছেন।

এখানে ব্যবহারিত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে উইকিপিডিয়া থেকে।


india-gfd0b50fe7_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমরা যে কোন জিনিসের মূল্য তখনই বুঝব যখন ওই জিনিসটি পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট এবং পরিশ্রম করব। আর যখন আমরা খুব সহজে এবং কম পরিশ্রমে যেকোনো জিনিস পেয়ে যাব তখন ওই জিনিসটির সঠিক মূল্য বুঝতে পারব না। তাই আমি মনে করি যেকোনো জিনিস পাওয়ার জন্য আমাদের পরিশ্রম করা প্রয়োজন, এতে করে ওই জিনিসটির সঠিক মর্যাদা এবং মূল্য আমরা উপলব্ধি করতে পারব। আর যে জিনিসটা আমাদের কাছে খুব সহজে চলে আসে সে জিনিসটার মর্ম আমরা বুঝতে পারি না। তাইতো বিজ্ঞানী বলেছেন তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টিকে না। আর যে জিনিস বেশি দিন টিকে ওই জিনিস খুব সহজে মিলেনা। জীবনে দেখবেন যে জিনিস খুব তাড়াতাড়ি মিলে ওই জিনিস খুব সস্তা হয়। আর যে জিনিস কম পাওয়া যায় ওই জিনিস দামি হয়। আর খুব দামি জিনিস পাওয়াটা খুবই কষ্টকর।

তো চলুন বিজ্ঞানির উক্তিটির আলোকে আপনাদের সাথে কিছু উদাহরণ শেয়ার করি -

যখন আমরা খুব পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে অর্থ উপার্জন করি তখন ওই অর্জিত অর্থ খরচ করার সময় আমরা অনেক হিসাব করে খরচ করি। কেননা আমরা জানি ওই অর্থ উপার্জন করতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে। তখন ওইসব অর্থের এক পয়সাও বিনা কাজে খরচ করা হয় না। খুবই শক্ত হাতে অর্থ গুলো ধরে রাখার চেষ্টা করি। কিন্তু আমরা যখন খুব সহজে অনেক অর্থ উপার্জন করবো তখন ওই অর্জিত অর্থ ধরে রাখাটা সম্ভব হয়না। বিনা হিসাবে অনেক অর্থ অপচয় হয়ে যায় তখন। আর ওইসব অর্থের তেমন হিসেবে থাকে না। খুব সহজে অর্জিত অর্থ খুব সহজে চলে যায়।

আরেকটি উদাহরণ -

আমরা যখন আমাদের পূর্বপুরুষদের থেকে সম্পত্তি পায় তখন আমাদের কাছে ওই সম্পত্তি গুলো আমাদের মধ্যে বেশি দিন স্থায়ী হয় না। আমরা খুব সহজেই সম্পত্তিগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেননা আমরা বিনা পরিশ্রমে সম্পত্তিগুলো পেয়ে যায়। তাই আমরা ঐসব সম্পত্তির মর্ম বুঝতে পারিনা। কিন্তু আমরা যখন নিজের অর্জিত অর্থ দিয়ে কোন সম্পত্তি ক্রয় করি তখন এসব সম্পত্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে দেখি। কেননা বহু পরিশ্রম এমন কষ্টের বিনিময়ে আমরা ওইসব সম্পত্তিগুলো ক্রয় করি। তাইতো সম্পত্তিগুলো আমাদের মধ্যে বেশিদিন অবস্থান করে।

তাইতো বিজ্ঞানির এই উক্তিটি আমাদের জীবনে আমাদের জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িয়ে আছে বলে আমি মনে করি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

যে কোন জিনিসের মূল্য তখনই বুঝব যখন ওই জিনিসটি পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট এবং পরিশ্রম করব।

বিখ্যাত ব্যক্তিদের উক্তি গুলো সত্যিই আমাদের জীবনের সাথে অনেক মিল রয়েছে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই এই উক্তিগুলোর সাথে মিল খুজে পাই। আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। কষ্টে অর্জিত সবকিছুই অনেক মূল্যবান মনে হয়। সেটা হোক অর্থ বা অন্য কিছু। কোন মূল্যবান জিনিস যদি আমরা সহজে পেয়ে যাই সেটা ধীরে ধীরে আমাদের কাছে অবহেলায় পরিণত হয়। কষ্টে অর্জিত সব কিছুর মূল্য আমরা দিতে জানি। কিন্তু বিনা পরিশ্রমে যদি আমরা কোন কিছু পেয়ে যাই সেই জিনিসটার মূল্য থাকে না আমাদের কাছে। এ পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

জ্ঞানী গুনী ব্যক্তিরা তাদের জ্ঞান ও জীবনের অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে এমন সব নীতিবাক্য বা উক্তি বলে যা আমাদের জন্য খুবই কার্যকর।

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া জ্ঞানী ব্যক্তিদের কথা সব সময় সত্যি হয়। কথায় আছে জ্ঞানী ব্যক্তিদের কথা বাসি হলেও ফলে। আমরা আমাদের এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে এতোটুকু উপলব্ধি করতে পারি এই জীবনে আমরা যা কিছুই খুব সহজে পেয়েছি সেগুলো আমাদের কাছে মূল্যহীন। কিন্তু যেগুলো আমরা কষ্টে অর্জন করেছি যে অর্জনের পিছনে আমাদের হাজারো কষ্টের গল্প কাহিনী লুকিয়ে রয়েছে। সেগুলো আমাদের কাছে খুবই অমূল্য সম্পদ। কষ্ট করে অর্জন করার মধ্যে অনেক বেশি সার্থকতা রয়েছে। কষ্টে অর্জিত সম্পদ হোক বা অন্য কিছু হোক সবকিছুই অনেক মধুর হয়। অনেক শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপনার দুইটি উদাহরণই বিষয়টি বোঝানোর জন্য উপযুক্ত হয়েছে। বাংলায় একটা কথা প্রচলিত আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না অর্থাৎ কৃষ্ণ কে পেতে হলে কষ্টের বিকল্প নেই । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য।

 3 years ago (edited)

যে কোন জিনিসের মূল্য তখনই বুঝব যখন ওই জিনিসটি পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট এবং পরিশ্রম করব।

আসলেই ভাইয়া আমরা যে জিনিস খুব সহজে পেয়ে যায়, সেই জিনিসের আমরা মূল্য দিতে জানি না। কারণ সেই জিনিসটা আমরা কষ্টের মাধ্যমে পাইনি। যার কারণে আমরা সেই জিনিসের মূল্য দেয়না। আপনি খুবই সুন্দরভাবে উদাহরণ মাধ্যমে দিয়েছেন আমরা বাপ-দাদার থেকে যে সম্পত্তি পায়।ওই সম্পত্তি আমাদের কাছে খুব একটা মূল্য নাই। আমরা যদি নিজের টাকা দিয়ে কোন সম্পত্তি করি সেই সম্পত্তির আমরা অনেক মূল্য দেই। একটা কথাই বলা যাক আমরা এখানে কষ্ট করে স্টিম, এসবিডি ইনকাম করছি আমরা যখন বিক্রি করতে যায় তখন আমাদের অনেক কষ্ট হয়। কারণ আমি নিজে কষ্ট করে কামাই করেছি, কিন্তু আমরা যখন বাবার হাজার হাজার টাকা খরচ করি তখন আমাদের এতে কষ্ট হয় না। আপনি খুবই সুন্দরভাবে উদাহরণ মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আসলেই মানুষ নিজে যখন কষ্ট যা কিছু করবে সেই জিনিসটার সহজে নষ্ট হতে দেবে না এবং সে জিনিসের সঠিক ব্যবহার করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই, গুছিয়ে এবং সুন্দর করে কমেন্ট করার জন্য।

 3 years ago 

সত্যি ভাইয়া কথা গুলো খুব ভালো লেগেছে।
আমার যেই জিনিস গুলো সহজে পেয়ে যায় তার মূল্য আমরা দিতে জানি না।আর যেই জিনিস গুলো অনেক কষ্ট ও অনেক সাধনার পরে পাই তার মূল্য আমরা বুঝি।

ভাইয়া এটা শুধু জায়গা সম্পত্তি নিয়ে হয় না। মানুষের জীবনের সাথে ও হয়😥।
যারা কোন কষ্ট ছাড়ায় প্রিয় মানুষ কে পেয়ে গেছে, তারাও প্রিয় মানুষের মূল্য দিতে জানে না।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর উক্তি গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য।

আপনার জন্য আপনার ছোট বোনের পক্ষ থেকে অনেক দুআ ও ভালোবাসা রইলো ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টিকে না। আর যে জিনিস বেশি দিন টিকে ওই জিনিস তাড়াতাড়ি মিলেনা।

ভাইয়া আপনি এই মহামূল্যবান উক্তিটি যথার্থভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর আমি আপনার সাথে সহমত পোষণ করছি যে কষ্ট করে অর্থ উপার্জন করা এবং কষ্টের অর্থ দিয়ে সম্পত্তি অর্জন করলে সেটা বহু দিন স্থায়ী হয় । বিনা পরিশ্রমে অর্থ লাভ করলে এবং পূর্বপুরুষের সম্পত্তির মালিক হলে সেটা খুব সহজেই ফুরিয়ে যায়। খুবই সুন্দর শিক্ষামূলক একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। এরকম সুন্দর সুন্দর পোস্ট আগামী দিনেও পড়ার অপেক্ষায় রইলাম ভাইয়া।

 3 years ago 

তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টিকে না। আর যে জিনিস বেশি দিন টিকে ওই জিনিস তাড়াতাড়ি মিলেনা। বলেছেন (এ.পি.জে. আবদুল কালাম আজাদ)।

একদম চরম সত্য ও জীবনের সঙ্গে মিলে যায় উক্তিটি।কোনো কিছু দীর্ঘদিন ধরে তিলে তিলে পরিশ্রমের পর অর্জিত হলে সহজে ক্ষয় হয় না কিন্তু খুব সহজেই কিছু পেলে খুব তাড়াতাড়িই তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।তাই আমাদের কষ্টের বিনিময়ে অর্জন করা উচিত তার মধ্যে নিজস্ব সত্ত্বা থাকবে আর আত্মতৃপ্তি ও পাওয়া যাবে মনে।ধন্যবাদ ভাইয়া, দারুণ বিষয় উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05