সুখ জিনিসটা আমি আসলে আপেক্ষিক মনে করি। সুখী হতে হলে কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হবে ঠিক আছে কিন্তু নিজের ইচ্ছাশক্তি ও লাগবে। আপনি ঠিক বলেছেন যত বেশি চাহিদা তত বেশি অসুখী বলে আমি মনে করি। কেউ যদি অল্পতে সন্তুষ্ট থাকতে পারে তাহলে সে ই প্রকৃত সুখী কারণ তার হারানোর খুব একটা ভয় থাকে না। আপনার লেখাগুলো পড়ে খুব ভাল লেগেছে। যদিও আপনার লেখার মত আমাদের চলা খুব মুশকিল। ধন্যবাদ ভাইয়া।
এটা ঠিক এভাবে চলা অনেকের জন্য কষ্টকর।আসলে যতক্ষণ পর্যন্ত না নিজেকে অল্পতে তুষ্ট করতে পারবো।ততক্ষণ সুখ নিজের কাছে অধরাই থেকে যাবে।আর জীবন এতে অসুখী হয়ে যাবে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার লিখাটি পড়ে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।