আপনার মা জ্ঞানী মানুষ তাইত এখনকার প্রেক্ষাপটে বাস্তব কথা বলেছেন ফোন হচ্ছে আপনার রক্ষাকবচ। আসলে এই কথাটা এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যাই হোক স্টিমিটে ঢুকতে গিয়ে আপনার মত একই সমস্যায় আমিও গতকাল পড়েছিলাম। সারাদিন না ঢুকতে পেরে চিন্তা হচ্ছিল কাজগুলো জমে যাচ্ছে। কারন এই একটি দিনই (শুক্রবার) বেশি সময় দেই স্টিমিট তথা আমার বাংলা ব্লগকে। আমি ত রীতিমত ডিস্করডে টিকেট কেটেছিলাম কি হচ্ছে, কখন সার্ভার কাজ করবে এসব জানার জন্য। অবশেষে সস্তির নিঃশ্বাস ফেলেছি আজ সকালে যখন শুনেছি সার্ভার কাজ করছে। ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।