You are viewing a single comment's thread from:

RE: মায়ের বিদায়বেলায় সিঁদুর খেলার কিছু মুহুর্ত। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

দুর্গাপূজার এই চারদিনের উৎসব খুব জাকজমক করে পালন করা হয়। তবে দশমীর দিন দেখেছি অনেকেরই মন খারাপ থাকে। বরনের সময় আপনারা বিবাহিত মহিলারা অনেক আনন্দ করেছেন এবং সিদুড় খেলেছেন। আপনাদের ছবিগুলো খুব ভাল হয়েছে। আমার মিষ্টি খুব পছন্দ আর আপনাদের হাতে মিষ্টি দেখে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ দিদি।

Sort:  
 2 years ago 

পূজোর কটা দিন খুব আনন্দে কাটে কিন্তু যেই মায়ের বিদায় বেলা আসে তখন খুবই খারাপ লাগে চোখ দিয়ে জল এমনিতেই চলে আসে। মায়ের বিদায়বেলায় সিঁদুর খেলা খুবই আনন্দঘন একটি পরিবেশ যা সবার জন্য খুবই ভালো লাগার মতো একটি মুহুর্ত। আমাদের বাড়িতে সিঁদুর খেলাতে খুবই আনন্দ হয় সেই আনন্দ নিয়ে সারাবছর পার করি। দিদি আপনাকে খুবই সুন্দর দেখাচ্ছে, সিঁদুরের রং এর মতো রঙ্গিন হয়ে উঠুক আপনার জীবন এই প্রার্থনা করি। সবসময় ভালো থাকবেন। সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68355.06
ETH 2645.03
USDT 1.00
SBD 2.72