You are viewing a single comment's thread from:

RE: প্রথেবারের মত “অ্যাশেজ” এর লাইভ কনসার্টে 🤟 (প্রথম পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

বাংলাদেশে ১৯৯০ থেকে ২০০৫ পর্যন্ত ব্যান্ডের যে ঝড় ছিল তার ছিটাফোঁটাও এখন নেই। আসলে পাইরেসির কারনে অনেকেই ব্যান্ড দল গুটিয়ে ফেলেছে। তারপরেও এখনকার কিছু ব্যান্ড দল চেষ্টা করছে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে তাদের মধ্যে এশেজ অন্যতম। আপনার শেয়ার করা ভিডিও দেখে বোঝা যাচ্ছে অনেক এঞ্জয় করেছেন। না গেলে সত্যিই মিস করতেন। ধন্যবাদ ভাই আপনাকে।

Sort:  
 2 years ago 

এইটা ঠিক তখনকার মানুষের রুচি অনেক মানসম্মত ছিল।আর এখন সব সস্তা টিকটকার আর ওভার স্মার্ট ভাবা পোলাপাইন বাইরের দেশের গান শুনে সেই ভাব নেয়।তবে ছিটেফোটাও জেনেই এটা বললে একদম ভুল হবে। বর্তমানে কনসার্টগুলোতে যে ক্রাউড হয় সেটাই বলে দেয় এদেশের মানুষ ব্যান্ড মিউজিক টা কেই বেশি পছন্দ করে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41