diy//এসো নিজে করি//রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি//১০% ভালোবাসা shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

08-5-2022

২৪ই বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব"রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি"তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুব ভাল লাগবে, তো বন্ধুরা দেখে নেয়া যাক।

★রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি।★

IMG_20220508_202922.jpg

জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি "চরকি ঘুড়ি" আপনাদের অনেক ভালো লাগবে।



★উপকরণ★

  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • কাঁচি
  • IMG_20220508_203338.jpg



    ★ধাপ ১★

    IMG_20220508_203316.jpg

    প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে নিলাম।

    ★ধাপ ২★

    IMG_20220508_203301.jpg

    তারপর রঙিন কাগজের দুইপাশ দিয়ে ২০ সে:মি মেপে কাঁচি দিয়ে কাগজ টিকে কেটে নিলাম।

    ★ধাপ ৩★

    IMG_20220508_203246.jpg

    IMG_20220508_203224.jpg

    তারপর কাগজটি কোনাকুনি করে মাঝ বরাবর ভাজ করে নিলাম।

    ★ধাপ ৪★

    IMG_20220508_203207.jpg

    IMG_20220508_203149.jpg

    তারপর অপরপ্রান্ত টি কোনাকুনি করে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।

    ★ধাপ ৫★

    IMG_20220508_203132.jpg

    তারপর ভাজ করে নেওয়া কাগজের এক কণা কাঁচি দিয়ে মাপ বরাবর কেটে নিলাম।

    ★ধাপ ৬★

    IMG_20220508_203115.jpg

    ঠিক একই নিয়মে কাগজের বাকি কনাগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম। এবং তার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।

    ★ধাপ ৭★

    IMG_20220508_203057.jpg

    এরপর কেটে নেয়া রঙিন কাগজটির মাঝখানে আঠা লাগিয়ে এবং তার এক প্রান্ত আমি মাঝ বরাবর লাগিয়ে দিলাম। তা আপনারা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন।

    ★ধাপ ৮★

    IMG20220508154058.jpg

    ঠিক একই নিয়মে আমি কাগজের বাকি প্রান্তগুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

    ★ধাপ ৯★

    IMG_20220508_203028.jpg

    তারপর আমি আরেক রংয়ের একটি রঙিন কাগজ ছোট করে বৃত্ত আকারে কেটে নিলাম।

    ★ধাপ ১০★

    IMG20220508154419.jpg

    তারপর বৃত্ত আকারে কেটে নেওয়া কাগজটি আমি আঠা দিয়ে তার মাঝ বরাবর লাগিয়ে দিলাম।

    ★ধাপ ১১★

    IMG_20220508_203003.jpg

    IMG_20220508_202945.jpg

    তারপর আমি চরকি ঘুড়িটির হাতল বানানোর জন্য মাপ বরাবর কাগজ কেটে নিলাম। এবং আমি কেটে নেওয়া রঙিন কাগজের একটি হাতল বানিয়ে ফেলি।

    ★ধাপ ১২★

    IMG_20220508_202922.jpg

    এরপর বানিয়ে নেওয়া হাতলটি আমি তার পিছনে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবং তার পরে পুরোপুরি প্রস্তুত হয়ে আসা চরকি ঘুড়ি।

    আশা করি বন্ধুরা আমার তৈরি এই "চরকি ঘুড়ি" টি আপনাদের অনেক ভালো লাগবে।আর যদি লেখায় এবং ছবিতে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।




    শুভেচ্ছান্তে :-
    @milon.roy

    আমার পরিচয়

    IMG_8823~2.JPG

    আমার নাম শ্রী: মিলন রায়। আমার স্টিমিট ইউজার আইডির নাম হচ্ছে @milon.roy। আমি একজন বাংলাদেশের নাগরিক। এবং আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। এবং আমি মনে প্রানে আমার বাংলা কে ভালোবাসি। আমার বর্তমান ঠিকানা দিনাজপুর জেলার অন্তর্গত, পার্বতীপুর থানা।




    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের.

    Sort:  
     3 years ago 

    রঙিন পেপার দিয়ে সুন্দর চোরকি প্রস্তুত করেছেন আসলে এ ধরনের জিনিস দেখলে বাল্যকালের কথা মনে হয়ে যায় ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল

     3 years ago 

    রঙিন কাগজ দিয়ে আপনার চড়কি ঘুড়িটি খুবই চমৎকার হয়েছে ।এগুলো সাধারণত মেলায় ছোটবেলায় দেখতে পেতাম ।অনেকদিন পর আপনার এই চড়কিটি দেখে বেশ ভালো লাগলো। দারুন বানিয়েছেন আপনি ।আমার কাছে তো বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

     3 years ago 

    বেশ সুন্দর একটি চরকি তৈরি করেছেন তো।ছোট বেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম।কালারিং হয়াতে বেশ ভালো লাগলো।ধন্যবাদ।

     3 years ago 

    রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি খুবিই সুন্দর হয়েছে।অনেক দিন পর দেখতে পেলাম চরকি ঘুড়ি।চরকি ঘুড়ি বানানোর অভিজ্ঞতা আপনার খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছি। প্রতিটা ধাপ খুবিই ভালো করে আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য

     3 years ago 

    আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে চরকি ঘুড়ি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে চোরকি ঘুড়িটা। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি সুন্দর করে ধাপ গুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

     3 years ago 

    ভাই আপনার রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি দেখে আমার ছোট বেলার কথা মনে পরে গেল। কারণ ছোট বেলায় এগুলো কতো বানিয়ে যে খেলা করেছি তা বলে বোঝাতে পারব না। সত্যি অনেক সুন্দর একটা চরকি ঘুড়ি তৈরি করেছেন ভাইয়া দেখতে অনেক সুন্দর লাগতাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা চরকি ঘুড়ি বানিয়ে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

     3 years ago 

    প্রথমত বলি আপনার এই ঘুড়িটি বাচ্চাদের হাতে যে খেলনা ঘুড়িগুলো থাকে একদম হুবহু সেগুলি গুলোর মতই লাগছে। কালার টা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। ঘড়ি টি তৈরি প্রক্রিয়া খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

    ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    ছোটবেলায় এরকম চরকি ঘুড়ি বানিয়ে বাতাসের সামনে দাঁড়িয়ে থাকতাম। তখন এটি ঘুরতো। খুব মজা লাগতো দেখতে। আপনার আজকে চরকি ঘুড়ি তৈরিটি খুবই সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চরকি ঘুড়ি তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

     3 years ago 

    রঙিন পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি চরকি ঘড়ি বানিয়েছেন ভাই।খুবই সুন্দর হয়েছে এবং অনেক সাজিয়ে গুছিয়ে আপনি উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

     3 years ago 

    একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার তৈরি চরকির মতো অনেকগুলো চরকি নিয়ে এক ব্যক্তি হেটে যাচ্ছিল। চরকি গুলো সে বিক্রির জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল।আর সেই সময় দমকা হাওয়া এসে চরকিগুলোকে ঘুরিয়ে দিচ্ছিল। আমি হঠাৎ করেই লোকটির দিকে তাকাতেই সেই চরকির উপর চোখ পড়ে গেল। একসাথে প্রায় সবগুলো চরকি বাতাসের কারণে ঘুরতে লাগলো। সেই দিনের দৃশ্য আজও আমার চোখে ভাসছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল সেই চরকিগুলো। আজ আপনার তৈরি চরকিটি দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। রংবেরঙের চরকিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আপনার তৈরি চরকিটি ও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    Coin Marketplace

    STEEM 0.20
    TRX 0.19
    JST 0.034
    BTC 88275.41
    ETH 3281.06
    USDT 1.00
    SBD 3.00