diy//এসো নিজে করি//রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি//১০% ভালোবাসা shy-fox
08-5-2022
২৪ই বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি"
হ্যালো বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব"রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি"তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুব ভাল লাগবে, তো বন্ধুরা দেখে নেয়া যাক।
★রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি।★
জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি "চরকি ঘুড়ি" আপনাদের অনেক ভালো লাগবে।
★উপকরণ★
- রঙ্গিন কাগজ
- আঠা
- স্কেল
- কাঁচি
★ধাপ ১★
★ধাপ ২★
★ধাপ ৩★
★ধাপ ৪★
★ধাপ ৫★
★ধাপ ৬★
★ধাপ ৭★
★ধাপ ৮★
★ধাপ ৯★
★ধাপ ১০★
★ধাপ ১১★
★ধাপ ১২★
আশা করি বন্ধুরা আমার তৈরি এই "চরকি ঘুড়ি" টি আপনাদের অনেক ভালো লাগবে।আর যদি লেখায় এবং ছবিতে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছান্তে :-
@milon.roy
আমার পরিচয়
আমার নাম শ্রী: মিলন রায়। আমার স্টিমিট ইউজার আইডির নাম হচ্ছে @milon.roy। আমি একজন বাংলাদেশের নাগরিক। এবং আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। এবং আমি মনে প্রানে আমার বাংলা কে ভালোবাসি। আমার বর্তমান ঠিকানা দিনাজপুর জেলার অন্তর্গত, পার্বতীপুর থানা।
রঙিন পেপার দিয়ে সুন্দর চোরকি প্রস্তুত করেছেন আসলে এ ধরনের জিনিস দেখলে বাল্যকালের কথা মনে হয়ে যায় ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল
রঙিন কাগজ দিয়ে আপনার চড়কি ঘুড়িটি খুবই চমৎকার হয়েছে ।এগুলো সাধারণত মেলায় ছোটবেলায় দেখতে পেতাম ।অনেকদিন পর আপনার এই চড়কিটি দেখে বেশ ভালো লাগলো। দারুন বানিয়েছেন আপনি ।আমার কাছে তো বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
বেশ সুন্দর একটি চরকি তৈরি করেছেন তো।ছোট বেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম।কালারিং হয়াতে বেশ ভালো লাগলো।ধন্যবাদ।
রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি খুবিই সুন্দর হয়েছে।অনেক দিন পর দেখতে পেলাম চরকি ঘুড়ি।চরকি ঘুড়ি বানানোর অভিজ্ঞতা আপনার খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছি। প্রতিটা ধাপ খুবিই ভালো করে আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য
আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে চরকি ঘুড়ি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে চোরকি ঘুড়িটা। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি সুন্দর করে ধাপ গুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ভাই আপনার রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি দেখে আমার ছোট বেলার কথা মনে পরে গেল। কারণ ছোট বেলায় এগুলো কতো বানিয়ে যে খেলা করেছি তা বলে বোঝাতে পারব না। সত্যি অনেক সুন্দর একটা চরকি ঘুড়ি তৈরি করেছেন ভাইয়া দেখতে অনেক সুন্দর লাগতাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা চরকি ঘুড়ি বানিয়ে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমত বলি আপনার এই ঘুড়িটি বাচ্চাদের হাতে যে খেলনা ঘুড়িগুলো থাকে একদম হুবহু সেগুলি গুলোর মতই লাগছে। কালার টা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। ঘড়ি টি তৈরি প্রক্রিয়া খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল।
ছোটবেলায় এরকম চরকি ঘুড়ি বানিয়ে বাতাসের সামনে দাঁড়িয়ে থাকতাম। তখন এটি ঘুরতো। খুব মজা লাগতো দেখতে। আপনার আজকে চরকি ঘুড়ি তৈরিটি খুবই সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চরকি ঘুড়ি তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
রঙিন পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি চরকি ঘড়ি বানিয়েছেন ভাই।খুবই সুন্দর হয়েছে এবং অনেক সাজিয়ে গুছিয়ে আপনি উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।
একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার তৈরি চরকির মতো অনেকগুলো চরকি নিয়ে এক ব্যক্তি হেটে যাচ্ছিল। চরকি গুলো সে বিক্রির জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল।আর সেই সময় দমকা হাওয়া এসে চরকিগুলোকে ঘুরিয়ে দিচ্ছিল। আমি হঠাৎ করেই লোকটির দিকে তাকাতেই সেই চরকির উপর চোখ পড়ে গেল। একসাথে প্রায় সবগুলো চরকি বাতাসের কারণে ঘুরতে লাগলো। সেই দিনের দৃশ্য আজও আমার চোখে ভাসছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল সেই চরকিগুলো। আজ আপনার তৈরি চরকিটি দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। রংবেরঙের চরকিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আপনার তৈরি চরকিটি ও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।