লেভেল ওয়ান হতে আমার অর্জন By @Mehedy2526 ।। ১৩-০৫-২০২২ ইং।। 10% Beneficiary @shy-fox এর জন্য।
আসসালামু আলাইকুম,আদাব,নমস্কার ।সবাই আশাকরি ভাল আছেন । আমিও ভাল আছি । আর আমি এটা ভেবে আনন্দিত ,যে বাংলা ব্লগ আমাদের প্রতিভাকে বিকাশ করার জন্য ,একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।আমি বাংলা ব্লগের সকল এডমিন ,প্রফেসর ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই ।আজ আমি বাংলা ব্লগ এ লেভেল ওয়ান এর পরীক্ষা দিতে যাচ্ছি । আমার জন্য সবাই দোয়া করবেন আশাকরি ।@abb school এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে এবং বুঝতে পারব । আর এটাকে কাজে লাগিয়ে আমি স্টিমিটে ভালভাবে কাজ করে এগিয়ে যেতে পারব ।
শ্রেণীঃ লেভেল ওয়ান
বিষয়ঃ বেসিক স্টিমিট
Stady level-01 থেকে আমার অর্জন
প্রশ্ন ১। স্টিমিট কি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে এর পার্থক্য কি?
উত্তরঃ স্টিমিট হচ্ছে একটি রিওয়ার্ড ভিত্তিক ব্লগিং প্লাটফর্ম যা আপনার সময় ও ক্রিয়েটিভিটিকে মূল্যায়ন করে থাকে । অন্য সোশ্যাল মিডিয়া যেখানে আপনার ক্রিয়েটিভি কে মুল্যায়ন করে না ,নিজে সমৃদ্ধ হয় কিন্তু আপনাকে তার ভাগ দেয় না সেখানে স্টিমিট আপনার প্রতিটি পোস্ট এর মূল্যায়ন করে এবং আপনাকে তার প্রাপ্য টা দিতে সচেষ্ট থাকে রিওয়ার্ড এর মাধ্যমে ।
প্রশ্ন ২। বল্ক চেইনের কিছু প্রাথমিক ধারনাঃঃ
উত্তরঃ আমরা স্টিমিটে যে সকল কাজ করে থাকি অর্থাৎ লাইক , কমেন্ট ,শেয়ার ,পোস্ট এবং ট্রান্সফার এই কাজ গুলি কোন কেন্দ্রীয় অংশ থেকে নিয়ন্ত্রণ হয় না , বরং এটা ডিসেন্ত্রালাইজড করা আছে ।এগুলি যে লেজারের মাধ্যমে জমা হয় ,তাকেই ব্লক চেইন বলে ।অর্থাৎ এসকল তথ্য কোন ডাটাবেজে জমা হয় না। কোন একজনের হাতে এর নিয়ন্ত্রণ থাকে না ।স্টিমিটে ৪০ টি করে লাইক ,কমেন্ট প্রতি তিন সেকেন্ড পর পর জমা হতে থাকে । ধাপে ধাপে এসব তথ্য একটির সাথে আর একটি জমা হয়ে একটি চেইন তৈরি করে ,তাই একে বলে ব্লক চেইন ।
প্রশ্ন ৩। কোন ধরনের একটিভিজ স্প্যামিং বলে গন্য হয়?
উত্তরঃ স্প্যাম বলতে অপ্রাসঙ্গিক বা অবাঞ্চিত বিষয়কে বুঝায় , যা বার বার করা হয়ে থাকে । একেই স্প্যামিং বলে । স্প্যামিং হতে পারে আপনি এক ই ঘটনা বার বার বলার চেষ্টা করে যাচ্ছেন ।আপনি আপনার পোস্ট এ কোন নির্দিষ্ট ব্যক্তিকে বার বার মেনশন দিয়ে গেলেন ,এটি হচ্ছে স্প্যামিংয়ের সবচেয়ে খারাপ দিক ।কারন অপ্রয়োজনে মেনশন দেয়া হচ্ছে অযাচিত বিরক্তিকর কাজ ,যা স্প্যামিং এর সঙ্গার সাথে মিলে যায় । আপনি কমেন্ট করার মাধ্যমেও স্প্যামিং করতে পারেন । এক ই কথা বার বার ঘুরিয়ে পেচিয়ে কমেন্ট করে যাওয়া । এটাও স্প্যামিংয়ের মধ্যে পরে ।ট্যাগ ব্যবহার করলে ,সেটা অবশ্যই আপনার পোস্ট এর সাথে প্রাসঙ্গিক হতে হবে । যদি আপনি বার বার অপ্রাসঙ্গিক ট্যাগ বার বার ব্যবহার করেন ,এটাও এক ধরনের ট্যাগ স্প্যামিং ।আমার বাংলা ব্লগ ও স্টিমিটে স্প্যামিং পুরোপুরি নিষিদ্ধ কাজ ।
প্রশ্ন ৪। ফটো কপিরাইট সম্পর্কে ধারনা কি ?
উত্তরঃ কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা তৈরি করা কোন ডিজিটাল প্রপার্টি রক্ষা করার জন্য আইন বা নীতি। ফটো কপিরাইট হলো, কারো তৈরি করা ছবি বা আর্ট ব্যবহারের আইন। নিজের কাজে, অর্থনৈতিক ভাবে উন্নতি করার কাজে যাতে
কেউ কপিরাইট করা ছবি বা আর্ট ব্যবহার করতে না পারে তার জন্য করা আইন।
স্টিমিট যেহেতু আমি বেনিফিটেট হবো, তাই অন্যের কপিরাইট করা কোনো ছবি এখানে ব্যবহার করতে পারবো না।
তবে বিশেষ প্রয়োজনে কপিরাই ফ্রি ছবি মৌখিক অনুমতি স্বাপেক্ষে ব্যবহার করতে পারবো। তবে এ ক্ষেত্রে ওই ছবির সোর্স
লিংকটি দিয়ে দিতে হবে।
প্রশ্ন ৫। তিনটি ওয়েবসাইটের নাম লিখুন , যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় ।
উত্তরঃ নীচে তিনটি কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করার সাইট এর নাম দেয়া হলোঃ
www.pixabay.com
www.pexels.com travel
www.freeimages.com
প্রশ্ন ৬। পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তরঃ পোস্ট করার সময় একেবারে শেষ দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্যাগ অংশ যেখানে আপনাকে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা যেমন ফেইসবুক ইউটিউব অন্যান্য জায়গায়ও ট্যাগ ব্যবহার করি এটি অনেকটা এরকমই। ট্যাগ হচ্ছে আপনি যে বিষয়ের উপর লেখা লিখছেন সেই বিষয়ের কিছু কীওয়ার্ডস।ধরুন, আপনি ভ্রমনের পোস্ট করলেন ,সেখানে travel,travelling, tour ,bangladesh,visit,hill ইত্যাদি শব্দ ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন ।যখন আপনি ট্রাভেল শব্দটি ব্যবহার করছেন ,তখন সেই শব্দটি ট্রান্ডিং হিসেবে থাকবে এবং এটাতে ক্লিক করলে যারাই ট্রাভেল বিষয়ে পোস্ট করেছে তাদের সবার পোস্ট এক সাথে দেখা যাবে ।আর এই কারনেই ট্যাগিং করা হয়ে থাকে ।অন্যান্য প্লাটফর্মের মত এখানে ট্যাগ ব্যবহারের জন্য আপনাকে # দিতে হবে না ।আপনি একটি ট্যাগের পর আরেকটি ট্যাগ স্পেস দিয়ে দিতে পারেন ।স্টিমিটে কিছু নিয়ম কানুন আছে ,যেমন -
ক) মেইন বডিতে ট্যাগ ব্যবহার করলে # চিহ্ন দিতে হবে।
খ)কিন্তু ট্যাগ অংশে ট্যাগ দিতে # চিহ্ন ব্যবহার কারা যাবে না।
গ) কোনো সেক্সচুয়াল, নগ্ন ছবি, প্রাণী হত্যা, শুকর ও গরুর মাংসের রেসিপি ও দুর্ঘটনা বা মুমুর্ষ অবস্থার ছবি ব্যবহার করলে nsfw ট্যাগ ব্যবহার করতে হবে।
প্রশ্নঃ ৭। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তরঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ধর্ম, রাজনীতি ও নারী বিদ্বেশ মূলক পোস্ট করা নিষিদ্ধ।
প্রশ্নঃ ৮। প্লাগারিজম কি ?
উত্তরঃ স্টিমিটে কিছু নীতি আছে ,তার মধ্যে একটা হচ্ছে ,প্লাগারিজম । অনেকে প্লাগিরিজম আর কপিরাইট কে মিলিয়ে ফেলেন ।প্লাগিরিজম লেখার ক্ষেত্রে প্রযোজ্য হয় । আপনি যদি কারো লেখা নিজের বলে চালিয়ে দেন বা কিছু পরিবর্তন করে চালিয়ে দেন ,এটাই হচ্ছে প্লাগিরিজম ।আপনি কিছু লিখার আগে কেউ যদি তা লিখে ফেলে বা কোথাও পাবলিশ করে দেয় ,আর আপনি তা হুবহু বা কিছু সংশোধন করে চালিয়ে দিতে চান,তবে তা মারাত্মক অপরাধ ।কোন পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই ৭০ ভাগ লিখা আপনার নিজের আর ৩০ ভাগ লিখা যে কোন সোর্স থেকে নেয়া যাবে ,তবে যে কোন নিয়ম মেনে ।
প্রশ্নঃ৯। re-write আর্টিকেল কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে নিজের মত করে লিখাকে রি রাইট বলে । তবে অবশ্যই ৭৫ ভাগ লিখা নিজের মত করে লিখতে হবে ,বাকি লিখা অন্য কোথাও থেকে নিলেও ,তার সোর্স লিখে দিতে হবে ।
প্রশ্নঃ ১০। ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তরঃ re-write আর্টিকেল লেখার সময় অবশ্যই নিজের লেখা ৭৫% এবং বাকি অংশের সোর্স উল্লেখ করতে হবে। কোন লেখা হুবহু দিতে হলে বা কোন উক্তি দিতে চাইলে তা ডাবল কোটেশন এর মধ্যে দিতে হবে অথবা থার্ড ব্রাকেট এর মাঝে দিতে হবে ।
প্রশ্নঃ ১১। একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তরঃ একটি পোস্টে কমপক্ষে ২৫০ শব্দ থাকা প্রয়োজন। কিন্তু যদি তা না হয় বা ১০০ শব্দের কম কোন পোস্ট হয়, তাহলে সেই পোস্টকে মাইক্রো পোস্ট হিসেবে গণ্য হবে। অথবা কোন পোস্টে যদি ১টি বা ২টি ছবি দিয়ে করা হয় সেই পোস্টও মাইক্রো পোস্ট হবে। আর এ রকম পোস্ট যদি বারবার করা হয়, তাহলে তাকে স্পামার হিসেবে ধরা হবে।
প্রশ্নঃ ১২। প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ?
উত্তরঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩ টি পোস্ট করা যাবে। এর বেশি হলে সেটাকেও স্পামিং বলে।
আপভোট,ডাউনভোট ও রিস্টিম কি ?
সাধারনভাবে বলতে গেলে বলা যায় ,কারো পোস্ট ভাল লাগ্লে আপনি ভোট দিতে পারেন , একেই আপভোট বলে । যদি ভাল না লাগে তবে ডিজলাইক বা ডউনভোট দিবেন ।তবে আপাতত আপনার ডাউনভোট দেয়ার দরকার নেই ।আর আপনার কাছে কোন পোস্ট ভাল লাগ্লে ,তা রিস্টিম করে আপনার দেয়ালে রাখতে পারেন । এতে করে আপনার যারা ফলোয়ার ,তারা দেখতে পারবে ।আপভোট দিলে আপনার পাওয়ার বা এসপির ভিত্তিতে আপনি কিছু কিউরেশন রিওয়ার্ড পাবেন যা পরবর্তী ক্লাস গুলিতে আপনি জানতে পারবেন । তবে প্রথম দিকে যেহেতু পাওয়ার কম ,তাই আপভোট,ফলো,আনফলো,কমেন্ট করার দরকার নেই । কারন এতে আপনার রিসোর্স ক্রেডিট কমে যাবে । তখন আর আপনি পোস্ট করতে পারবেন না ।এই বিষয়ে আপনি বিস্তারিত সামনে জানতে পারনবেন ঢ়
রিওয়ার্ড পুল ও পে-আউট (Reward Pool & Post Payout) কি ?
যখন আপনি পোস্ট করেন ,সেই পোস্ট এ যখন লাইক পরে তখন সেটার রিওয়ার্ড আপনি সাথে সাথে পাবেন না ।যতটুকু লাইক পরে ,ততটুকু আপনার রিওয়ার্ডে জমা থাকে ।যতক্ষন পর্যন্ত না এটা আপনার ওয়ালেটে আসছে ,ততক্ষন আপনি এর মালিক নন ।আবার এর মধ্যে যদি কেউ ডাউনভোট দেয় বা কোন কারনে স্টিমের দাম কমে যায় ,তবে এর দাম কমে যেতে পারে ।কোন একটি পোস্ট এ কমেন্ট করার ৭ দিন পর সেটি পে-আউট হয় ।আর পে-আউট হয়ে গেলে সেটা আপনার ওয়ালেটে জমা হবে । এরকম আরও অনেক বিষয় আমরা আস্তে আস্তে জানতে পারব ।
আমি কে ?
আমি মো: মেহেদী হাসান আমি পড়াশুনা করি পাশাপাশি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি আমার বাড়ি কুমিল্লা লাকসাম এর একটি ছোট গ্রাম বাতাখালী।
ভাইয়া লেভেল ১ পরীক্ষায় প্রত্যেকটি টপিক আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছেন। আপনার লেখার আগ্রহ দেখে আমি সত্যি অনেক মুগ্ধ এভাবেই ক্লাসগুলো করুন এবং পরীক্ষা দিয়ে উপরে উঠে যান দেখবেন এক সময় আপনি আরো বেশি ভালো কোয়ালিটির ব্লগ আমাদেরকে উপহার দিতে পারবেন।
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য।
লেভেল ওয়ান এর পরীক্ষা দিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে। এভাবে সামনের দিকে এগিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।
https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam
আপনি লেভেল ওয়ান পরীক্ষার জন্য যে মডেল প্রশ্ন পদ্ধতি রয়েছে সেটা ভালো মত খেয়াল করে দেখেন নি। সেখানে এতকিছু লিখতে বলা হয়নি। সেখানে দশটি বিষয় উল্লেখ করা ছিলো। যা হোক মূল বিষয়গুলি আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। যদিও কিছু বিষয় আপনার আরো একটু পড়তে হবে। লেভেল ওয়ানের' লেকচারশীট ভালোভাবে পড়ে নেবেন। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া বলা হয়েছিলো যে আমি যদি আরো কিছু যেনে থাকি তাহলে এইগুলোও দেওয়ার জন্য তাই দিয়েছি।
লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষা পোস্ট দেখতে পেরে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি মোটামুটি অনেক কিছু শিখেছেন। পরবর্তীতে বাকি বিষয়গুলো ভালভাবে শিখে নেবেন। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনি লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর আপনি মোটামুটি ভালো কিছু শিখতে পেরেছেন সেটাই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার পরবর্তীতে লেভেলের জন্য
লেভেল ওয়ান থেকে খুব ভালো কিছু অর্জন করতে পেরেছেন সেটি আপনার পরীক্ষার মাধ্যমে বুঝতে পারলাম। আর আশাকরি এবিবি স্কুলের প্রতিনিয়ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। ভালো থাকবেন সবসময়।
লেভেল ওয়ানের' পরীক্ষায় বেশ দারুন পরীক্ষা দিয়েছেন আপনি । আশা করি ভাল ভাবে লেভেল ওয়ানের' ক্লাস করেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সেটা ভালো করে পরীক্ষা দিয়েছেন।