||সারাদিন রোজা রেখে পিপাসার টানে ইফতারের কিছু মুহূর্ত||১০@%shy-fox এর জন্য
"হ্যালো বন্ধুরা"
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ?আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও ভাল আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমি বাংলাদেশে বাস করি ।আমার ইউজারনেম@mdemaislam00 ।অন্যদিনের মত আজ আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি সারাদিন রোজা রেখে ইফতারের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা।এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর আমরা উদযাপন করি। একমাস রোজা কে তিন ভাগে ভাগ করা হয় প্রথম দশ দিন রহমত, পরের দশ দিন মাগফিরাত ,ও শেষের দশ দিন নাজাত । সারাদিন রোজা রাখার পর যখন আমরা ইফতারি করি তখন আমাদের মনটা সতেজ হয়ে যায় । ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি। ঈদ আসলে সবাই নতুন পোশাক পড়ে নতুন সাজে সাজে। দেখতে সবাইকে অন্যরকম সৌন্দর্য লাগে। যেন চারিদিকে ঈদের আনন্দে সবাই মেতে উঠেছে ।তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক ইফতারের কিছু মুহূর্ত।
সারাদিন রোজা রাখার পর তরমুজ খেলে যেন পিপাসার সাধ মিটে যায়। তাই বাজার থেকে লাল তরমুজ কিনে এনেছি সন্ধ্যাবেলায় খাব বলে। আসলেই তরমুজটা দেখতে যেমন লাল খেতে তেমন সুস্বাদু। তরমুজটা খেতে আমার অনেক ভালো লেগেছে।
সারাদিন রোজা রাখার পর ইফতারে স্যালাইন আর রাস্নার শরবত খেলে প্রেসার ঠিক থাকে। শরীলের ক্লান্তি দূর হয়ে যায় ।এমনিতেই মাঝেমধ্যে স্যালাইন আর রাস্নার সরবত খেয়ে থাকি। রমজান মাসের কারণে এখন প্রতিদিন শরবত তৈরি করা হয়।
আম্মু কে বলেছিলাম ডিম রান্না করতে ইফতারের পর ডিম রান্না খাবো বলে। ডিম রান্না ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি। ডিমের সাদা অংশ থেকে লাল অংশটুকু আমার খেতে অনেক বেশি ভালো লাগে।
ইফতারের আইটেমে আমি শসা কেটেছি। শসাগুলো আমি একটু ডিজাইন করে কেটেছি ।চারিদিকে শসা রেখেছি মাঝখানে রেখেছি খির খেজুর। খির খেজুর খেতে আমি অনেক পছন্দ করি যেহেতু আমাদের দেশে হয়না তাই হয়তো বেশি ভালো লাগে। ইফতারের পর শসা খেলে হজমে অনেক সাহায্য করে । তাই ইফতারের আইটেমে প্রতিদিন আমি শসা কেটে রাখি।
এবার সর্বশেষ আইটেম তেলেভাজা বেগুনি চপ। তেলে ভাজা খাবার খেলে একটু সমস্যা হয় তবুও খেতে অনেক ইচ্ছে করে ।কারণ তেলেভাজা খাবারগুলো খেতে বেশি সুস্বাদু হয় ।আমার মনে হয় যেগুলোই একটু স্পেশাল খাবার সেইগুলোই তেলে ভাজা হয়। ইফতারের আইটেমে বেগুনি চপ না হলে আমার মনে হয় ইফতার জমে না।
- ধন্যবাদ সবাইকে এতখন আমার সাথে থাকার জন্য ।আশা করি আমার ইফতারের আইটেম গুলো আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই শেষ করছি অন্য দিন আবার আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব।
সারাদিন রোজা রেখে পিপাসার টানে ইফতারের কিছু মুহূর্ত শেয়ার করেছেন দারুন হয়েছে। আসলে ঠিক বলেছেন সারা দিন রোজা রেখে পানির টান পরে যায়। আপনার ইফতারের আয়োজন অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
আমাদের মাঝ থেকে রহমত, মাগফিরাত চলে গিয়েছে এখন শুধু নাজাতের দু এক বাকি রয়েছে আহ্ কি আপসোস যদি আবার শুরু থেকে রমজান পাইতাম খুবই ভালো লাগতো, যাই হোক আপি মনি আপনার ইফতারের মুহূর্তটা অনেক সুন্দর ছিলো, সারাদিন রোজা থেকে শেষ সময় খুবই পিপাসা লাগে এমনতো অবস্থায় জুস আমাদের তৃপ্তি মিটায়, অনেক সুন্দর ছিলো আপনার পোস্টি আপু মনি, শুভকামনা রইলো আপনার জন্য।
এত সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
সারাদিন রোজা রেখে এত সুন্দর আইটেম গুলো খেতে পারলে খুব ভালো লাগে। সত্যি কলিজা টা শীতল হয়ে যায়। সারাদিন প্রচণ্ড গরমে খুব অস্থির থাকতে হয়। ইফতারের সময় এত সুন্দর তরমুজ শসা আর শরবত খেতে পারলে খুবই প্রশান্তি লাগে। আপনি অসাধারণ ইফতার আইটেম তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি খুবই চমৎকার ভাবে ইফতারের কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ইফতারের রেসিপি দেখে জিভে জল এসে যাচ্ছে প্রতিটি রেসিপি অনেক বেশি লোভনীয় এবং ইউনিট লেগেছে আমার কাছে। শরবতের রেসিপি দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছে এখন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সারাদিন রোজা রেখে ইফতারের কিছু মুহূর্ত শেয়ার করেছেন খুবই ভালো লাগলো আমার কাছে। সত্যি কথা বলতে সারাদিন রোজা রাখার পর পিপাসার টানে যখন ইফতার করতে আসে তখন খুবই তৃপ্তি হয় পানি খেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
আজকে সারাদিন রোজা রাখার পর আপনার ইফতারির মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনারা আজকের ইফতারির আইটেম গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তরমুজ আমি খুবই পছন্দ করে থাকি।
আসলেই মানুষের যে জিনিস সমস্যা বেশি সেটাই আবার খেতে ইচ্ছে করে বেশি।আমারও একই অবস্থা তেলে ভাজা জিনিস খেতে বেশ ভালই লাগে।আর আপনার উপস্থাপনা সত্যিই চমৎকার ছিল।🤟
যে গরম পড়ছে এই পরিস্থিতিতে রোজা রাখতে অনেকেরই কষ্ট হচ্ছে। তবে গরমের রোজা রাখার পর ইফতারিতে কিছু পুষ্টিকর খাদ্য আমাদের গ্রহণ করা প্রয়োজন তেমনি কিছু পুষ্টিকর খাদ্য আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন, তরমুজ এবং শরবত এগুলো আমাদের জন্য উপকারী ধন্যবাদ আপনাকে