ট্রেন ভ্রমন|[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২০ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে শুরু করা যাক

আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো। আমার ট্রেন ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে।আমার খুব শখ ছিলো ট্রেন ভ্রমনের।ট্রেন ভ্রমনের মজাই আলাদা।অনেক স্মৃতি জড়িয়ে আছে ট্রেন ভ্রমনের সাথে।আশাকরি আমার ট্রেন ভ্রমনের অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে।



1630725518911-01.jpeg

1630725548634-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/tricks.steroids.plump


আমাদের উদ্দেশ্য ঢাকা।চট্টগ্রাম গ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য আমরা আগেই অনলাইনে টিকিট কাটি।অনলাইনে সাতটা টিকিট কাটার জন্য প্রায় ৪৫৫০ টাকা লাগছিলো।আমাদের ট্রেনের সময় ছিলো রাত ১১:০০টার সময়।আমরা সবাই আগে প্রস্তুতি নিয়ে স্টেশনে যাই।কারন আমাদের মধ্যে কিউরিসিটি কাজ করতেছিলো।প্রায় আধা ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাই।তারপর স্টেশন থেকে কিছু খাবার কিনে রাখি।রাতে খাওয়ার জন্য এবং বেশি করে পানি নিয়ে রাখি।তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি।অপেক্ষা করতে অবশ্য ভালোই লাগছিলো।কিছু সময় পর ট্রেন আসলো।



1630725569670-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/tend.faded.incurring


অতঃপর আমরা সবাই ট্রেনে উঠলাম।ট্রেনে উঠে টিকিট দেখে নিজের ছিটে বসি।আমাদের ব্যাগ গুলো ট্রেনের হ্যাঙারে রাখি।আমি জানালার কাছে বসেছিলাম।তারপর ট্রেন ছাড়লো আমরা সবাই কি যে খুশি হয়েছিলাম তা আর বলে বোঝাতে পারবো না।তারপর টিটি আসে টিকিট চেকিং করার জন্য।আমরা ফোন থেকে আগেই টিকিট প্রিন্ট করে আনছিলাম।আমরা টিটি কে টিকিট দেখাই।টিটি সিগনেচার করে চলে যায়।তারপর আমরা ট্রেনের মধ্যে গান বাজনা করি।আমাদের মধ্যে আমার একটা বন্ধু ছিলো তার কন্ঠটা খুব ভালো।সে গান ধরলো আমরা সবাই তার সাথে তাল দিতে থাকি।কিছু সময় গান বলে আমরা রাতে জন্য যে খাবার আনছিলাম সেই খাবার গুলো খাই।



1630728667873-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/quits.crafted.vocab


আমরা অনেক সময় ভ্রমনের পর ফেনি রেলস্টেশনে আসি।আমি যেহেতু জানালার পাশে বসেছিলাম।সেহেতু সুন্দর লাগছিলো।ট্রেন চলার সময় মৃদু বাতাস গায়ে লাগছিলো।মনে হচ্ছিলো সবসময় যদি এমন বাতাস গায়ে লাগতো কতো ভালই না হতো।আমরা রাতের সময় জানালার মাধ্যমে রাতের প্রকৃতি দেখছিলাম।বিভিন্ন জায়গায় আলো দেওয়া আছে সেই আলো গুলো সুন্দর দেখাচ্ছিলো।আমরা যে দিন ট্রেন ভ্রমন করছিলাম সেই আকাশটা পরিষ্কার ছিলো।আকাশে চাঁদ ছিলো যেনো পরিবেশটা দিনের মতো দেখাচ্ছিলো।



1630725635498-01.jpeg

1630725706852-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/nowadays.sweeten.sweetened


তারপরে আমি আমার সাথীদের সাথে কিছু ছবি তুলি।আমরা সবাই একসাথে অনেক গল্প করি।আড্ডা দেওয়ার এক পর্যায়ে এক ভাই ভূতের গল্প শুরু করে দেয়।আমার খুব ভয় লাগছিলো গল্প শুনে।আমি সাথে সাথে জানালা বন্ধ করে দিই।গল্প শেষ হলে আমরা ঘুমিয়ে পড়ি।



1630725657760-01.jpeg

1630725677681-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/livid.grab.shipyards


তারপরে রাত তখন আনুমানিক ৩:০০ হবে হঠাৎ আমার বন্ধুর ডাকে ঘুম ভাঙে।আমি চোখে ঘুম নিয়ে ভাঙা গলায় বলি কি হয়েছে।সে বলে দেখো কি সুন্দর জায়গা।আমি জানালা দিয়ে বাইরে তাকাই।ব্রিজের উপর লাইটিং এর আলো জ্বলছে। সেই আলো ব্রিজের নিচের ডোবায় প্রতিফলন হচ্ছে।দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো।মনে হলো ঐখানে যদি যেতে পারতাম কত ভালোই না হতো।যদি ব্রিজের উপর হাটঁতে পারতাম কতো মজাই না পেতাম।



1630725730524-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/inhabited.yield.melt


অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলাম।ভোর ৬:০০ সময় ঢাকা বিমান বন্দর ট্রেন স্টেশনে নামি।প্রায় ৭ ঘন্টা ভ্রমন শেষ হলো।আজকের ট্রেন ভ্রমন আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে।আমাদের ট্রেন ভ্রমনটা খুব মজার ছিলো।আমরা অনেক এনজয় করেছি।আমার জীবনে আনন্দের অনেক মুহূর্ত এসেছে। কিন্তু এই ট্রেন ভ্রমণ যেন আমার কাছে একেবারে জীবন্ত।

ধন্যবাদ

Sort:  

ট্রেন ভ্রমমনের কাহিনীটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

আড্ডা দেওয়ার এক পর্যায়ে এক ভাই ভূতের গল্প শুরু করে দেয়।আমার খুব ভয় লাগছিলো গল্প শুনে।আমি সাথে সাথে জানালা বন্ধ করে দিই।

ভূতের গল্পঃ শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু গল্পঃ শোনার পর একটু একটু ভয় পাই।

ট্রেন ভ্রমন ৯৯.৯৯% নিরাপদ বলা চলে।এজন্য আমার ট্রেন ভ্রমণ খুব পছন্দ।তাছাড়া ট্রেনের একটু মৃদু ঝাকি আছে যেটা উপভোগ করা মতো😊

অনেক ধন্যবাদ আপনাকে ট্রেন ভ্রমন কাহিনী শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই ট্রেন ভ্রমন একদমই নিরাপদ। মন্তব্য করার জন্য ধন্যবাদ

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

রাতে ট্রেন ভ্রমণ করতে সত্যিই অনেক মজা লাগে। আমি রাতে অনেক বার ট্রেন ভ্রমণ করেছি আপনার উপস্থাপনা বেশ ভালো সঠিক সময়ে সঠিক ফটোগ্রাফি করেছেন।আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন ভাই রাতে ট্রেন ভ্রমনের মজাই আলাদা।চারিদিকে নিরব।কোনো কোলাহল নেই।মাঠের মাঝখান দিয়ে ট্রেন চলছে আহ।সেই সময়টা যদি আবার ফিরে পেতাম।

ধন্যবাদ ভাই আপনার মতামত জানানোর জন্য❤️❤️

 3 years ago 

খুব সুন্দর ছিল আপনার ট্রেন ভ্রমণটা। আপনার ভাগ‍্য ভালো যে আপনার পাশের বন্ধু কোনো ঝামেলা ছাড়াই আপনাকে জানালার ধারে বসতে দিয়েছে😄😄। এবং এই ট্রেনে যে পরিমাণ শব্দ হয় গান শোনা গেছিল তো।

 3 years ago 

ভাই আমরা তূর্ণা এক্সপ্রেসে ভ্রমন করেছি।এই ট্রেনটা খুব ভালো এবং পরিষ্কার। এই ট্রেনে তেমন শব্দ হয় না।

 3 years ago 

ও আচ্ছা।

 3 years ago 

ট্রেন ভ্রমণ বরাবরের মতই অনেক আনন্দদায়ক ও নিরাপদ হয়ে থাকে। ট্রেন টাও বেশ পরিস্কার ও পরিচ্ছন্ন। আশা করি আপনার মনে রাখার মত একটি ভ্রমণ ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই।আমর সারাজীবন মনে থাকবে এই ট্রেন ভ্রমনটা।জি ভাই ট্রেনের পরিবেশটা ভালো।ট্রেনের যারা স্টাফ আছে তারা যাত্রীদের সাথে খুব ভালো ব্যবহার করে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88295.05
ETH 3086.02
USDT 1.00
SBD 2.76