গ্রাম বাংলার সৌন্দর্য |[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৪ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে আজ আলোচনা করবো।গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। এমন প্রাকৃতিক পরিবেশ এক কথায় আমাদের গৌরবের বিষয়।এক প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ এই বাংলার প্রকৃত রূপ।যা আমাদের মনকে নাড়া দেয়।আশাকরি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে।


ফটোগ্রাফি



1631092114646-01.jpeg

1631092053693-01.jpeg

নদীর দৃশ্য
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/subtitles.offshoring.herbals


গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে।যত দেখি তা-ও মন ভরে না।আপনি যেদিকেই তাকাবেন কোন না কোন সৌন্দর্যের হাতছানি দেখতে পারবেন।গ্রামের সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়।এ যেন প্রাকৃতিক এক সাধারণ দৃশ্যের মধ্যে অসাধারণ সৌন্দর্য খুঁজে ফেরা।

ফটোগ্রাফি



1631091868973-01.jpeg

1631091926755-01.jpeg

সবুজ ধান ক্ষেত
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/fizzling.storyboard.married


যে দিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ! প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারদিক।গ্রাম মানেই সবুজ-শ্যামল, শান্ত, ছায়াঘেরা, মনোরম এক জনপদ। দিগন্তজোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল-বিলে শাপলা ফুল। গ্রাম মানেই পাখিদের কোলাহল, ঝিঁঝির ডাক আর জোনাকির ওড়াউড়ি।

ফটোগ্রাফি



1631091988433-01.jpeg

কচুরিপানা
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/electrify.leggy.unreformed


পুকুর ভরা কচুরিপানা।দেখলেই বোঝা যায় প্রকৃতির কি অপরুপ দৃশ্য।সবুজ কচুরিপানা দেখলে মন ভরে যায়।কচুরিপানায় সুন্দর ফুলের সমারহ।

ফটোগ্রাফি



1631099571337-01.jpeg

জেলে মাছ ধরছেন
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/windbreaks.iron.ambulance


জেলে নদীতে মাছ ধরছেন।পরন্ত বিকেলে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে।প্রকৃতি তার নিজস্ব রুপে সেজে আছে।এমন সুন্দর একটি দৃশ্য দেখলে যে কেও অভিভূত না হয়ে পারবে না। নদীতে মাছ ধরার এক অনবদ্য দৃশ্য। সত্যিই এক চমৎকার দৃশ্য এটি।বাংলাদেশকে বলা হয়ে থাকে নদীমাতৃক দেশ। এসব নদ-নদীতে জেলেরা মাছ ধরে। তবে আজকের এই দৃশ্যটি একটি ব্যতিক্রমি দৃশ্য।

ফটোগ্রাফি



1631115913773-01.jpeg

1631115948772-01.jpeg

আকাশ রক্তিম লাল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/villages.delivered.pierced


পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বুঝি বদলে যাওয়া আকাশের রং। যে আকাশ আলতারাঙা ভোর নিয়ে দিন শুরু করে, সে আকাশই আবার ঝকঝকে নীল হয়ে জাপটে ধরে নীল-সবুজের গোল পৃথিবীটা, আর দিন শেষে সোনালি রং ছড়িয়ে সৌরজগৎকে জানিয়ে দেয় এই পৃথিবীটা অমূল্য। আকাশের এই রঙের বদলে সবচেয়ে বড় ভূমিকা রাখে মেঘ।

ধন্যবাদ সবাইকে

Sort:  

ভাই আমি আপনার ফটোগ্রাফির অনেক বড় একজন ফ্যান। অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করেন সত্যি এতে প্রকাশ পায় আপনি কতটা ক্রিয়েটিভ মানুষ। শুভকামনা রইল আপনার জন্য এভাবে এগিয়ে যান সামনের দিকে।

 3 years ago 

ভাই আমি চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লাগে শুনে খুবই খুশি হলাম।দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটো আপনাদের সামনে তুলে ধরতে পারি।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই কোন ভাষায় অনুভূতি প্রকাশ করবো বুঝতেছি না।সত্যিই এমন সুন্দর ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ।প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রাম যেন সৌন্দর্যের লীলাভূমি।সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রাম ফুরিয়ে যাবে কিন্তু সৌন্দর্য যেন থেকেই যাবে।

অনেক সুন্দর ফটোগ্রাফি ছিল ভাই।শুভ কামনা রইলো।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনার ফটোগ্রাফির সৌন্দর্য দেখে কেউ মুগ্ধ না হয়ে পারবেনা, খুবই উপভোগ করি আপনার ফটোগ্রাফি গুলো, আপনার অসাধারণ ফটোগ্রাফির মাধ্যমে গ্রামবাংলার সৌন্দর্যকে দারুণভাবে তুলে ধরেছেন, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া আপনি গ্রাম বাংলার দৃশ্য পোস্টটি অনেক সুন্দর হয়েছে, আর আপনার ছবি গুলো মনের মধ্যে দোলা দিয়ে গেলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ছিল।এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদআপনাকে

সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন দেখছি ভাই।গ্রাম-বাংলার প্রকৃতি আসলেই এক অপরুপ।যা দেখলে চোখ এবং মন জুড়িয়ে যায়।
আর ফটোগুলো দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো ফটোগ্রাফার।অভিন্দন রইল আপনার জন‍্য

 3 years ago 

ভালো মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48