সিঙ্গারা কিনতে গিয়ে সিঙ্গারা খেতে খেতে নদীর সৌন্দর্য উপভোগ বেশ ভালো আইডিইয়া আপনার। সিঙ্গারা খেতে সবার মত আমিও অনেক পছন্দ করি। কিন্তু এর দাম দিন দিন বেড়েই চলেছে। রমজানের আগে আমার পাশের বাজারে যে সিঙ্গারার দাম পাঁচ টাকা দিতাম আজকে সেটা দশ টাকা করে খেয়ে আসলাম। মজার ব্যাপার হলো আপনার বাজারের মতো আমার এখানে একটি দোকানে দুই টাকার সিংগারা এবং একটা করে পিয়াজি এখনো পাওয়া যায়। আমার কাছে ওই দশ টাকার সিংগারা চেয়ে দুই টাকার সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে। আড়াই টাকা দামের সিঙ্গারা গুলো দেখে মনে হচ্ছে অনেক ভালো খেতে। আপনার মজার অভিজ্ঞতা টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।