এই রকম গরমে সজনা অত্যন্ত পুটিকর আবার খেতেও অনেক সুস্বাদু। সজনা খেতে আমারও খুব ভালো লাগে। আপনি খুব চমৎকার করে সরিষা মাখানো সাজনা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। সরিষা মাখানো সাজনা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে সরিষা মাখানো সাজনা খুব একটা খাওয়া হয়না সবসময় মাছ ও ডাল দিয়েই খাওয়া হয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।