You are viewing a single comment's thread from:
RE: ভিন্ন স্বাদের লেমন সোডা চাট মাসালা ড্রিংকস। ১০% সাইফক্স।
সত্যি বলতে কি ভাইয়া আমি এই ধরনের ড্রিংক কখনো খাইনি ওই যে বললেন আমাদের দেশে প্রচলন খুব কম। আর আমাদের দেশে প্রচলন কম হওয়ার কারণে স্বাভাবিকভাবেই অতটা সহজলভ্য নয় বিশেষ করে হাতের কাছে না পাওয়ার কারণে খাওয়া হয় না। যাইহোক আপনার লেমন সোডা চাট মাসালা ড্রিঙ্ক রেসিপি টা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। খেতে কেমন হবে জানিনা তবে একবার ট্রাই করে দেখব। আপনার ড্রিংকটি খেতে সুস্বাদু হবে মনে হচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরিমাণ গুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে খেতে খারাপ না। অন্যরকমের একটি স্বাদ পাবেন এই ড্রিংকস থেকে।