You are viewing a single comment's thread from:

RE: গন্তব্য যখন পাসপোর্ট অফিস || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

এমন এক সময় ছিল পাসপোর্ট অফিসের সামনে দালালদের দৌরাত্ম্য অফিসের বারান্দায় উঠা যেত না। পাসপোর্ট অফিসের বাইরে যেন দালালদের আরেকটি অফিস। আজ থেকে পনের বছর আগে ২০০৭ সালের কথা বলছি। আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট করার জন্য প্রথমে ভেবেছিলাম দালালকে কোন পয়সা দেবো না নিজেই করার চেষ্টা করব। কিন্তু বেশ কয়েকদিন ঘোরার পর আমি অফিসের বারান্দাতেই উঠতে পারিনি এতটাই ভিড়। পরবর্তীতে উপায় না পেয়ে একজন মধ্যস্থতাকারীর শরনাপন্ন হলাম। তারপরও পাসপোর্টের কাজ শেষ করতে আমার দেড় মাস সময় লেগেছিল। যাই হোক আপনার অনেক ভোগান্তির পরেও খুব অল্প সময় আপনি কাজ সম্পন্ন করতে পেরেছেন জেনে খুব ভালো লাগলো। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম মধ্যস্থতাকারী ছাড়া কোন কাজ সহজে করা যায় না। আপনার মূল্যবান কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

এসব থেকে পরিত্রাণের উপায় কি তাহলে আদৌ আমাদের নেই কি , নাকি এই ভাবেই চলবে । কি যে বাবা বুঝে উঠতে পারছি না ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 53615.59
ETH 2344.94
USDT 1.00
SBD 2.13