লেভেল ওয়ান হতে আমার অর্জন- By @marufhh

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের জন্য শুভ কামনা নিয়ে শুরু করছি । আশা করি মহান আল্লাহ্‌তা'আলার অশেষ মেহেরবানীতে সবাই অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ্‌, আমি ও ভাল আছি সুস্থ আছি ।

IMG_২০২২০৪০৮_০৮৪৬৪২.jpg

ইতিমধ্যে আমি পরিচিত পোস্টসহ কয়েকটি পোস্ট আমার বাংলা ব্লগে করেছি ।
সন্মানিত মডারেটরগণের আমন্ত্রণে @abb-school এর সাথে যুক্ত হতে পেরেছি এবং প্রিয় প্রফেসরদের নিকট থেকে লেভেল ওয়ান ক্লাসের মাধ্যমে জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছি ।
লেভেল ওয়ান থেকে অর্জিত আমার শিক্ষনীয় বিষয় গুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ।

@abb-school হতে আমার অর্জন গুলো

  • অন্যান্য সামাজিক মাধ্যম থেকে স্টিমিট কেন আলাদা
  • ব্লক চেইন সম্পর্কে আমি যতটুকু জেনেছি
  • আমার বাংলা ব্লগে কীভাবে পোস্ট করব
  • ট্যাগ কী ট্যাগ ব্যবহারের নিয়ম
  • স্প্যামিং কী
  • কপিরাইটের নিয়ম কানুন
  • কপিরাইট ফ্রি ওয়েবসাইট সমূহ
  • প্লাগারিজম কি
  • re-write আর্টিকেলে উল্লেখ্য বিষয় সমূহ
  • এবিউজ বা মিস ইউজ কাকে বলে
  • ম্যাক্রো পোস্ট বলা হয় কোন ধরণের পোস্ট গুলোকে
  • প্রতিদিন সর্বচ্চো কী পরিমাণ পোস্ট গ্রহণ যোগ্যতা পাবে
  • বেনিফিশিয়ারী যুক্ত করতে হয় কীভাবে

অন্যান্য সামাজিক মাধ্যম থেকে স্টিমিট কেন আলাদা

অন্যান্য সামাজিক মাধ্যম গুলো সেন্ট্রালাইজড । সাইট গুলো সাধারণত এড সেন্স এর মাধ্যমে তাদের রিওয়ার্ড গুলো পেয়ে থাকে ।
যার প্রায় পুরোটার ভাগিদার মালিক পক্ষ ।
অন্যদিকে স্টিমিট হলো ডিসেন্ট্রালাইড ।
ব্যবহারকারীগণ তাদের ক্রিয়েটিভিটি দিয়ে এই প্লাটফর্মকে সমৃদ্ধ করে । এবং রিওয়ার্ড যা আসে তা ইউজার গণের মাঝে তাদের প্রাপ্য অনুযায়ী পেয়ে থাকে ।

ব্লক চেইন সম্পর্কে আমি যতটুকু জেনেছি

স্টিমিটে আমাদের সমস্ত এক্টিভিটি একটি লেজারে রেকর্ড করা হয় । সেটাই মুলত ব্লক চেইন ।
পৃথিবীতে অনেক ধরণের ব্লক চেইনের মাঝে steem blockchain অন্যতম একটি ।
ক্রিপ্টো কারেন্সিকে নিরাপত্তা দেওয়ার জন্য এ প্রযুক্তি ব্যবহার করা হয় ।

আমার বাংলা ব্লগে পোস্ট করার নিয়ম

প্রথমে প্রফাইলে যেতে হবে
চিহ্নিত করা স্থানে ক্লিক করলেই পোস্ট করার জন্য আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে

Screenshot_3.png

টাইটেল, বিষয় বস্তু, সংযুক্ত ইমেজ এবং প্রয়োজনীয় ট্যাগ সংযুক্ত করে পোস্ট করতে হবে ।

Screenshot_1.png

কোন ধরণের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?

অপ্রাসঙ্গিক এবং অবাঞ্চিত বিষয় গুলোর পুনরাবৃ্ততিই হল স্প্যামিং ।
একই ঘটনা বিভিন্ন ভাবে বর্ণনা করা ।
অপ্রয়োজনেও বারবার নিদির্ষ্ট ব্যাক্তিবর্গকে মেনশন দেওয়া ।
একই কমেন্ট বারবার করা ।
অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা ।
উপরোক্ত বিষয় গুলো স্প্যামিং হিসেবে গণ্য হবে ।

ফটো কপিরাইট সম্পর্কে আমার ধারণাঃ

ইন্টেকচুয়াল প্রপার্টি রক্ষার্থে কপি করার ক্ষেত্রে যেসব আইন-কানুন আছে তাই হলো কপিরাইট আইন।
পৃথিবীর অধিকাংশ দেশই কপিরাইট আইন মেনে চলে ।
আমাদের পোস্ট গুলো সুন্দর ভাবে উপস্থাপন করতে আমরা বিভিন্ন রকম ছবি ডাউনলোড করে ইউজ করে থাকি ।
তবে খেয়াল রাখবো উক্ত ছবি গুলো যেন কপিরাইট মুক্ত হয় ।

কপিরাইট মুক্ত তিনটি ওয়েব সাইট যেখান থেকে কপিরাইট মুক্ত ফটো সংগ্রহ করতে পারিঃ

https://pixabay.com
https://www.pexels.com/
https://www.freeimages.com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয়? কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

ট্যাগ হলো বিষয় ভিত্তিক লেখনীর কীওয়ার্ডস ।
কোন একটি বিষকে খুব দ্রুত খুজে পাওয়ার জন্য ট্যাগ ব্যবহার করা হয় ।
রান্না,ভ্রমণ নিজ হাতে তৈরি কোন কিছুর জন্য সাধারণত recipe, travel, diy ট্যাগগুলো ব্যবহার করা হয় ।
ট্যাগ বযবহারের জন্য অবশ্যই করণীয় গুলো হলো শুধুমাত্র ইংরেজি ছোট হাতের অক্ষর হতে হবে ।
ট্যাগের পুর্বে ( # ) হ্যাশ চিহ্ন ছাড়াই লিখতে হবে । স্পেস দিলেই অটোমেটিক হ্যাশ যুক্ত হয়ে যাবে অর্থাৎ আরেকটি ট্যাগের সূচনা হবে ।
শব্দের পুর্বে সংখ্যা লিখা যাবে না ।
আমার বাংলা ব্লগ এ সর্বচ্চো ৭টি ট্যাগ ব্যবহার করা যাবে ।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

বাংলা ছাড়া অন্য কোন ভাষায় পোস্ট লেখা ।
রোমান হরফে বাংলা লিখা নিষিদ্ধ ।
আমার বাংলা ব্লগে প্রকাশিত কোন পোস্ট অন্য কোথাও পাবলিশ করা যাবে না ।
একই পোস্ট বারবার দেওয়া যাবে না ।
ধর্ম এবং রাজনৈতিক দন্দ বিষয়ক কোন পোস্ট দেওয়া যাবে না ।
ভূল বাংলা বানানে পোস্ট দেও্যা যাবে না ।
অন্য কারো লেখা নিজের বলে চালিয়ে দেও্যা যাবে না ।
অন্যের লেখা হুবহু বা আংশিক পরিবর্তন করে লেখা যাবে না ।
প্লাগারিজম মুক্ত পোস্ট দিতে হবে ।
স্প্যামিং করা যাবে না ।
সোর্স উল্লেখ ছাড়া রি-রাইট আর্টিকেল দেওয়া যাবে না । তাছাড়া রি-রাইটের সমস্ত নিয়ম কানুন মেনে পোস্ট দিতে হবে ।
কপিরাইট আইন লঙ্ঘন হয় এমন কোন ধরনের পোস্ট থেকে বিরত থাকতে হবে ?
ধর্মীয় এফিলিয়েশন, চাইল্ড পর্ণোগ্রাফী, নারী বিদ্বেষ, সামাজিক বর্ণবৈষম্যকে সমর্থন করে, ব্যক্তি ধর্ম জাতিসত্তার বিরুদ্ধ চারণ করে এমন পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে ।
কুসংস্কার, নির্যাতনমূলক এবং অপরাধ সমর্থন করে এমন কোন পোস্ট দেও্যা যাবে না ।
পোস্টে অথবা কমেন্টে আক্রমনাত্মক কোন কথা লিখা যাবে না ।
একটি মাত্র ছবি এবং ১০০ অক্ষরের কম পোস্ট দেয়া যাবে না ।
প্রতারণা মূলক পোস্ট, স্ক্যামিং, হ্যাকিং থেকে বিরত থাকতে হবে ।
২৪ ঘন্টায় তিনটার বেশী পোস্ট অবশ্যই বর্জনীয় ।

প্লাগারিজম কি ?

অন্যকারোর লেখাকে কিছুটা পরিবর্তন পরিমার্জন করে নিজের বলে দাবী করটাই হলো প্লাগারিজম ।
অন্য কোথাও থেকে কোন তথ্য নিতে গেলে সর্বচ্চো ৩০% নিতে পারা যাবে । বাকি ৭০% অবশ্যই নিজের লেখা হতে হবে, নতুবা সেটা প্লাগারিজম বলে গণ্য হবে ।

রি-রাইট আর্টিকেল কাকে বলে?

নির্ভর যোগ্য কোন সোর্স থেকে ডাটা সংগ্রহ করে নিজের মৌলিকতা দিয়ে লেখাই হল রি-রাইট আর্টিকেল ।

রি-রাইট আর্টিকেলে উল্লেখ্য বিষয় সমূহ

নির্ভরযোগ্য সোর্স থেকে ডাটা সংগ্রহ করা ।
রেফারেন্স সোর্স উল্লেখ অত্যাবশ্যক
৭৫%-৮০% মৌলিক লেখা হতে হবে
আহরিত তথ্য ইনভার্টেড কমার মাঝে লিখতে হবে ।
সংগ্রহিত ইমেজ কপিরাইট মুক্ত হতে হবে ।
ইমেজ সোর্স উল্লেখ করতে হবে ।

এবিউজ

কোন কিছুর অপব্যবহার ই হলো এবিউজ । সফটওয়্যারকে ফাকি দেওয়ার উদ্দেশ্যে কোন সাইত থেকে তথ্য নিয়ে নিজের মত সাজিয়ে লিখে দেওয়া ।

কখন কোন পোস্টকে মাইক্রোপোস্ট হিসাবে গণ্য করা হয় ?

একটি ছবি অথবা ১০০ শব্দের কম লেখা মাইক্রো পোস্ট বলে গণ্য করা হয় ।

সর্বচ্চো পোস্টঃ

আমার বাংলা ব্লগ এ প্রতি ২৪ ঘন্টায় একজন সর্বচ্চো ৩টি পোস্ট করতে পারবে । এর বেশি পোস্ট স্প্যামিং বলে গণ্য করা হবে ।

বেনিফিশিয়ারী যুক্ত করার নিয়মঃ

প্রথমে "নিউ পোষ্ট" অপশনে ক্লিক করতে হবে ।
চিত্রে চিহ্নিত "অ্যাডভান্স সেটিং" এ যেতে হবে ।

Screenshot_4.png

কত % এবং কার জন্য বেনিফিশিয়ারী তা উল্লেখ করতে হবে ।
সেভ করতে হবে ।

Screenshot_5.png

আমি আশা করছি লেভেল ওয়ানের দুইদিনের ক্লাসে । আমি যতটা জানতে এবং বুঝতে পেরেছি তা উল্লেখ করতে সক্ষম হয়েছি ।
পরবর্তী ক্লাসগুলোতে উপস্থিত হয়ে । একজন গ্র্যাজুয়েট হিসেবে আমার বাংলা ব্লগে ব্লগিং চালিয়ে যেতে পারি ।
আমার জন্য দোয়া করবেন ।

ধন্যবাদ সবাইকে ।

আল্লাহ্‌ হাফেজ ।

Sort:  
 2 years ago 

প্রথমেই জানায় অভিনন্দন আপনাকে।আমার বাংলা ব্লগ হলো স্টিমিট এ একমাত্র কমিউনিটি যেখানে একজন নতুন ইউজার কে সুন্দর ভাবে গুছিয়ে পরিয়ে সেখানো হয় স্টিমিট এর সকল নিয়ম কানন।

এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

লেভেল ওয়ানের' পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। লেভেলের ক্লাস গুলো করে আমরা নিজেরাও আজ ভেরিফাইড হয়েছে। এভাবে এগিয়ে যান দোয়া ও ভালোবাসা রইলো।

 2 years ago 

https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

আপনি এই পোস্ট দেখে আপনার পোস্টটি এডিট করুন।

 2 years ago 

ওকে ভাইয়া। আমি এডিট করছি।

 2 years ago 

এবিবি স্কুলের লেভেল ওয়ান থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যথাযথভাবে আপনি লেবাল ওয়ানের ক্লাসটি করেছেন বোঝা যাচ্ছে। যার কারণে খুব স্পষ্টভাবে আপনি পরীক্ষাটি দিতে পেরেছেন এবং আপনার অর্জিত জ্ঞান আপনারই কাজে লাগবে। তাই এবিবি স্কুলের ক্লাস গুলো যথানিয়মে করতে থাকুন ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল ওয়ানের ক্লাসগুলো আপনি খুব মনোযোগ দিয়ে করেছেন। আর লেভেল ওয়ানের সবগুলো বিষয় খুব ভালো করে আয়ত্ত করেছেন। তাছাড়া আপনার পোষ্টের মাধ্যমে সবগুলো বিষয় খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এভাবেই পরবর্তী লেভেল গুলোতে ভালো করে উত্তীর্ণ হয়ে আপনি একজন ভাল ইউজার হয়ে উঠবেন এই প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার উপস্থাপনাটি অনেক সুন্দর ছিল। প্রতিটি বিষয় সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আশাকরছি ভাইবা পরীক্ষাতেও সফলতার সহিত উত্তীর্ণ হবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65845.60
ETH 3304.70
USDT 1.00
SBD 2.69