আমার বাংলা ব্লগ:- কবিতা নদীর ঢেউ

in আমার বাংলা ব্লগ3 months ago

কেমন আছেন আমার সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম সুন্দর একটি কবিতা নিয়ে।

বন্ধুরা আজকে যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটি লিখেছি নদীর ঢেউ সম্পর্কে।সাথে আমাদের জীবন সম্পর্কে, আমাদের জীবনের স্রোত আমাদের জীবনের ঢেউ কিভাবে আমাদের একটি নতুন গল্পের সৃষ্টি করে। সে বিষয়ে ছোট্ট কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি, কবিতার মাঝে।

আশা করি আপনাদের বেশ ভালো লাগবে কবিতাটি পড়ে, ভালো লাগলে অবশ্যই আপনাকে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে কবিতাটি দেখা যাক।

datingscout-QH0Hi5owMJk-unsplash.jpg
Src

নদীর ঢেউ

জীবন নদীর স্রোত বয়ে যায় সুরের মত,
প্রতিটি ঢেউ যেন নতুন গল্পের কথা কয়।
এর মাঝে লুকিয়ে আছে কত না বলা কথা,
কখনো হয়ে যায় শান্ত, আবার কখনো ভীষণ উত্তাল।

ঢেউয়ের তালে খেলা করে মুক্তির স্বপ্ন,
যেন ছুটে চলে দিগন্তের পানে অবিরাম।
নদীর বুক চিরে এগিয়ে চলে অবিশ্রান্ত,
প্রতিটি তরঙ্গে সুর তোলে এক সজীব গান।

কখনো আলতোভাবে ছুঁয়ে যায় তীর,
আবার কখনো ফুঁসে ওঠে জোয়ারের মতো,
এই ঢেউয়ের মাঝে যেন জীবনের এক নতুন রূপ,
কখনো শান্ত, কখনো কঠিন, কখনো বা উচ্ছল।

নদীর ঢেউ থামে না কখনো, কেবল এগিয়ে চলে,
ঠিক তেমনি জীবনও যায়, থামে না কখনো,
প্রতিটি ঢেউয়ের মাঝে লুকিয়ে থাকে আশা,
জীবনের প্রতিটি অধ্যায়ের করে নতুন সূচনা।

নদীর ঢেউ করে এক রহস্যের খেলা,
জলের মাঝে নীরবতা ও বুনো উচ্ছ্বাস,
ঢেউয়ের চলায় মিশে থাকে জীবনের ছোঁয়া,
কখনো শান্ত, কখনো কঠিন, আর কখনো প্রলয়।

পাড়ের কাছে এসে সে আলতো ছোঁয়া দেয়,
তারপরে আবার ফিরে যাবে গভীরতায়।
এ যেন এক অবিরাম চলার প্রতিচ্ছবি,
নদীর ঢেউয়ের সাথে মিশে থাকে জীবনের ব্যাখ্যা।

প্রতিটি ঢেউ নতুন করে লিখে যায় কাহিনী,
এক একবারে সে নিয়ে আসে প্রাচুর্যের আহ্বান,
আবার কখনো সে দুঃখেরও বার্তা নিয়ে আসে,
তবুও থামে না, তার পথেই চলতে থাকে।

তাই বলি বন্ধুরা নদীর ঢেউয়ের মতোই আমাদের জীবন, কখনো কোন কিছুর জন্য থেমে থাকে না। প্রতিটি মুহূর্তই আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে। ঢেউ যেমন ছুটে যায় দিগন্তের পানে, তেমনি আমাদেরও এগিয়ে যেতে হবে সব বাধা পেরিয়ে।

যাহোক বন্ধুরা ছোট্ট এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

নদীর ঢেউ এবং জীবন নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। ঠিকই বলেছেন নদীর ঢেউ এর মতনই আমাদের জীবন। কখনো বয়ে চলে কখনো থেমে থাকে। যাই হোক আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ বাস্তব সম্মত একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97128.97
ETH 3358.96
USDT 1.00
SBD 3.18