বিশ্বাস করেন আপু আমিও প্রতিনিয়ত বেশ চিন্তুায় থাকি এই দুর্ঘটনা নিয়ে। কখন যে কি হয়। সারাটাক্ষন ভয়ে ভয়ে কাটাতে হয়। আর এরকম আচমকা বাসা হতে ফোন আসলে নিজের বুকের বিথরটা কেপেঁ উঠে। আপনার কথা শুনে আমিও ভয় পেয়ে গিয়ে ছিলাম। তবে শান্তির বিষয় হলো বড় কোন ক্ষতি হয় নাই। দোয়া রইল আঙ্কেলের প্রতি। আর আপনাকে বলছি বেশী টেনশন করবেন না।
আমাদের প্রিয় মানুষগুলো যখন বাহিরে থাকে তখন আমরা সব সময় চিন্তায় থাকি। আসলে হঠাৎ করে এরকম কোন কিছু শুনলে সত্যিই খারাপ লাগে। ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।