আপু বাস্তবতার চোখ দিয়ে দেখলে আমাদের সমাজের চারপাশে এমন অহরোহ অনেক গল্পই আমরা দেখতে পাই। আর আপনার গল্পটি যেন বাস্তবতার প্রতিচ্ছবি। নিলয় সুপ্তি আর তাদের ফুটফুটে বাচ্চা তাদের প্রত্যেকের জন্যই আমার বেশ খারাপ লাগছে। কিভাবে থাকবে নিলয় আর আর বাচ্চাটি। কেন আপু বিরহ দিয়ে শেষ করলেন আপু? আপনি কি তাহলে আমার মতো বিরহ প্রেমী লেখক হয়েগেলেন? অসাধারন আপনার লিখনীর হাত।
বিরহ নিয়ে লিখতে কেন জানি বেশি ভালো লাগে। হয়তো শেষটা বিরহ দিয়েই সব সময় শেষ করার চেষ্টা করি। আসলে গল্প লেখার মাঝে কখন যে বিরহ চলে আসে বুঝতেই পারি না। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।