আসলে ছেলে বেলা থেকে শহরের মানুষ তো । তাই পৌষ মাসে যে গ্রামে ধান উঠে, সে ধান শুকানো, সিদ্ধ করা আর অন্যান্য সব কাজ নিয়ে গ্রামবাসীকে যে ব্যস্ততম সময় কাটাতে হয়, তা আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি প্রতিটি বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এর আগে এ বিষয়গুলো আমার জানা ছিল না।