"The Invisible Man" হলিউড মুভি রিভিউ || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
আজ বুধবার • ১১ই জ্যৈষ্ঠ • ১৪২৯ বঙ্গাব্দ • ২৫ মে -২০২২


সুপ্রিয় আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।



মুভি প্রেমি বন্ধুরা সবাই কোথায়? আজ আমি আপনাদের মাঝে আবারো হাজির হলাম আরেকটি হলিউড মুভির রিভিউ নিয়ে। আজ আপনাদের মাঝে আমি একটি ড্রামা, হরর, মিস্ট্রি মুভি রিভিউ করবো। এই মুভিটি দেখার পর আমার অনেক ভালো লেগেছে ভাই ভাবলাম আপনাদের মাঝে মুভিটির রিভিউ করা যাক৷

আমার এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের মাঝে পুরো মুভির কাহিনিটি হাল্কা ভাবে উপস্থাপন করবো, এতে আসা করি আপনারা এই মুভিটি দেখায় আগ্রহী হবেন। মুভিটির কাহিনি এতো সুন্দর যে, যে কেউই এই মুভির কাহিনি পড়লে মুভিটি দেখতে বাধ্য হবে।

মুভির রিভিউ এর পাশাপাশি আমি আমার এই পোস্টে মুভিটির রেটিংস, ট্রেইলার সহ আরো বিভিন্ন তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক মুভিটির রিভিউ।



⊕ The Invisible Man ⊕

মুভির ট্রেইলার

image.png

মুভির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী
মুভিThe Invisible Man (২০২০)
পরিচালকলেইহ ওয়াহানেল
লেখকলেইহ ওয়াহানেল, এইচ.জি ওয়েলস
অভিনয়েএলিজাবেথ মোস, ওলিভের জ্যাকসন, হেরিয়েট ডাইয়ের, আলদিস হডজ, স্ট্রোম রেঈড, মাইকেল ডোরমান, বেনিডিক্ট হারডি,রেনি লিম
মুভির ধরনড্রামা, হরর, মিস্ট্রি
নাটকের সময়২ ঘন্টা ০৪ মিনিট

image.png

মূল কাহিনি

ছবির শুরুতে আমরা সিসিলিয়া নামে একজন মেয়েকে দেখতে পাই, এবং তার সাথে একজন অ্যাড্রিয়ান নামের লোক কেউ দেখতে পাই। অ্যাড্রিয়ান পেশায় একজন বড় সায়েন্টিস্ট। অ্যাড্রিয়ান এর প্রচুর টাকা থাকায় সে একটু অন্যভাবে চলাচল করে। সিসিলিয়া অ্যাড্রিয়ান এর গার্লফ্রেন্ড ছিল, অ্যাড্রিয়ান সিসিলিয়া কে তার নিজের মত করে সবসময় চলতে বলতো।

এভাবে চলতে চলতে সিসিলিয়া একদিন খুবই বিরক্ত হয়ে যায়। তাই সিসিলিয়া ঠিক করে সে অ্যাড্রিয়ান এর বাসা থেকে পালিয়ে যাবে। এবং সবকিছু গোছগাছ করে সিসিলিয়া সেই বাড়ি থেকে পালিয়ে যায়। পালানোর সময় অ্যাড্রিয়ান এর কুকুরের গা তার কারের সাথে লেগে যায় তখনই কারের অ্যালার্ম বেজে ওঠে। তখনই অ্যাড্রিয়ান ঘুম থেকে উঠে যায়। তবুও সিসিলিয়া বাসা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তার বোন এমিলির গাড়িতে উঠতে সক্ষম হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাড্রিয়ান চলে আসে। তবুও তারা যেমন করেই হোক সেখান থেকে পালাতে সক্ষম হয়।

তারপর সেখান থেকে পালিয়ে সিসিলিয়া এমিলির বন্ধুর বাড়িতে থাকতে যায়। এমিলির বন্ধুর নাম জেমস। এবং জেমস পেশায় একজন পুলিশ ছিল। সেই বাসায় জেমস এর সাথে জেমসের মে সিডনিও থাকতো। সিসিলিয়া সেখানে গিয়েও অনেক ভয়ে ভয়ে থাকত।

Screenshot_20220524_235041.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তার কিছুদিনের মধ্যেই জেমসের বাসায় আবার এমিলি আসে। কিন্তু সিসিলিয়া এমিলিকে দেখে একটু রেগে যায়, কারণ সিসিলিয়া মনে করে অ্যাড্রিয়ান এমিলিকে ট্রেস করে সিসিলিয়ার খোঁজ পেতে পারে। কিন্তু এমিলি সিসিলিয়া কে বলে অ্যাড্রিয়ান আত্মহত্যা করে মরে গিয়েছে।

Screenshot_20220524_235347.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220524_235344.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর সিসিলিয়ার কাছে কিছুদিনের মধ্যে একটা লেটার আসে। সেই লিটার অনুসরণ করে সিসিলিয়া এবং এমিলি অ্যাড্রিয়ান এর ভাই টমের কাছে পৌঁছে যায়। এবং টম তাদেরকে জানাই যে অ্যাড্রিয়ান সিসিলিয়ার নামে ৫০ মিলিয়ন ডলার ব্যাংকে রেখে গিয়েছে। এটা শুনে সিসিলিয়া এবং এমিলি চমকে যায় কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর সেই টাকা তারা নিতে রাজি হয়।

Screenshot_20220524_235807.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220524_235800.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তার কিছুদিন পর সিসিলিয়া রান্নাঘরে রান্না করছিল , তখন সে কিছু একটা করার জন্য অন্য রুমে যায়। তারপর আমরা দেখতে পারি রান্না করার টেবিলের উপর থেকে চাকুটা একা একাই নিচে পড়ে যায় এবং চুলায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এখানে আমরা বুঝতে পারি কিছুতো একটা গড়বড় আছে।

Screenshot_20220525_003248.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর অফিস ইন্টারভিউ দিতে গিয়ে সিসিলিয়া ব্রিফকেস খুলে দেখে সেখানে তার কাগজগুলো ছিলনা। এবং বাসায় এসে গোসল করার পর সে অ্যাড্রিয়ান এর বাসায় ফেলে আসা ঔষধের বদলদি পায় যেটায় রক্ত লাগান ছিল। তারপর রাত্রে ঘুমানোর সময় কিছু একটা কারণে তার ঘুম ভেঙে যায় এবং সে তার কাথার উপর পায়ের দাগ দেখতে পায় এবং তখনই সে নিশ্চিত হয় যে অ্যাড্রিয়ান ফিরে এসেছে। সে জেমসকে এটা খুলে বলে কিন্তু জেমস তাকে বুঝায় যে তার ভয়ের কারণে এরকম মনে হচ্ছে।

Screenshot_20220525_003556.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_003546.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তার কিছুদিন পর সিসিলিয়ার ইমেইল থেকে তার বোন এমিলির ইমেইলে কিছু একটা ইমেইল যায় যেই কারনে এমিলি সিসিলিয়া রুপোর খুবই রেগে তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। তার কিছুক্ষণ পরেই সিসিলিয়া বাসায় এসে কান্না করতে থাকে এবং সেখানে সিডনি এসে হাজির হয়। তারপর তারা দুজন কিছুক্ষণ কথা বলতেই সিডনিকে অদৃশ্য কিছু আঘাত করে। কিন্তু সিডনি এবং জেমস ভাবে যে সিসিলিয়া সিডনি কে আঘাত করেছে। তাই জেমস রেগে গিয়ে সিসিলিয়া কে সেখান থেকে চলে যেতে বলে।

Screenshot_20220525_003921.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_003814.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর সিসিলিয়া অ্যাড্রিয়ান এর নাম্বারে কল দেয় এবং সেই ফোনটি তাদের বাসার ছাদে বেজে ওঠে। ছাদে যাওয়ার পর সে সেখানে অ্যাড্রিয়ান এর ফোন সহ আরো কিছু পেয়ে। তারপর সিঁড়ির কাছে গিয়ে সে রং ঢেলে দিতেই সেখানে সে আজব কিছু দেখতে পায়। তখনই সিসিলিয়া একদম নিশ্চিত হয়ে যায় যে এটা অবশ্যই অ্যাড্রিয়ান।

Screenshot_20220525_004201.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_004148.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_004141.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর সিসিলিয়া সোজা অ্যাড্রিয়ান এর বাসায় যায় এবং সেখানে গিয়ে সে বুঝতে পারে অ্যাড্রিয়ান তার অদৃশ্য হওযয়ার সুট টি আবিষ্কার করে ফেলেছে। তারপর সেখানে হঠাৎ করে অ্যাড্রিয়ান চলে আসে । তারপর সিসিলিয়া সেখান থেকে অনেক কষ্টে পালাতে সক্ষম হয়। তারপর যেতে যেতেই সে এমিলিকে ফোন দেয় এবং তাকে দেখা করতে বলে।

Screenshot_20220525_004541.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_004528.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

রাতে এমিলি এবং সিসিলিয়া একটি রেস্টুরেন্টে দেখা করে। সেখানেও অ্যাড্রিয়ান পৌঁছে যায়। তারপর অ্যাড্রিয়ান একটি চাকু দিয়ে এমিলির গলা কেটে দিয়ে চাকু টি সিসিলিয়ার হাতে ধরিয়ে দেয়। অ্যাড্রিয়ান যেহেতু অদৃশ্য ছিল তাই সবাই সিসিলিয়া কেই খুনি ভাবে। তারপর সেখানে পুলিশ এসে সিসিলিয়া কে গ্রেফতার করে।

Screenshot_20220525_004756.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

সিসিলিয়া জেলে থাকার সময় অ্যাড্রিয়ান এর ভাই টম সেখানে যায় তারপর সিসিলিয়া বুঝতে পারে টমও অ্যাড্রিয়ান এর সাথে জড়িত। তারপর কোনভাবে সিসিলিয়া অ্যাড্রিয়ানকে সেখানে সেখানে তার জালে ফাঁসিয়ে দেয় এবং ধরার চেষ্টা করে। সেখানে অনেকগুলো পুলিশ অফিসার ঘায়েল হয়ে যায় তারা বুঝতে পারে যে এখানে অলৌকিক কিছু ঘটছে। জেলের ক্যামেরায় কিছু ধরা পড়ে, তারপর সিসিলিয়া কে জেল থেকে ছেড়ে দেয়া হয় নির্দোষ ভেবে।

Screenshot_20220525_005135.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_005117.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_005113.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

অ্যাড্রিয়ান সিডনি কে মারার জন্য জেমসের বাড়িতে যায় সেখানে জেমস এবং সিসিলিয়া তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় সিডনি বেঁচে যায়। তখন সেই অদৃশ্য মানুষটিকে সিসিলিয়া গুলিবিদ্ধ করে এবং মেরে ফেলে। তারপর সেই অদৃশ্য মানুষ টির মুখের মাক্স টি খোলার পর সিসিলিয়া দেখে এটা তো অ্যাড্রিয়ান না এটা অ্যাড্রিয়ান এর ভাই টম।

Screenshot_20220525_005154.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

তারপর পুলিশ সার্চ টিম অ্যাড্রিয়ান এর বাসায় গিয়ে তাকে বন্দি অবস্থায় উদ্ধার করে। তারপর জেমস সিসিলিয়া কে বোঝানোর চেষ্টা করে যে এসব কাজ টম করেছে। কিন্তু সিসিলিয়া এটা মানতে নারাজ। সে এটা ভালোভাবেই জানে যে এটা টম না এটা অ্যাড্রিয়ানই করেছে।

Screenshot_20220525_005616.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_005604.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

Screenshot_20220525_005601.jpg

মুভি থেকে নেয়া স্ক্রীনশট

একরাতে সিসিলিয়া কিছু ভাবতে ভাবতে অ্যাড্রিয়ানকে ফোন দেয় এবং কিছুক্ষণের মধ্যে সিসিলিয়া অ্যাড্রিয়ান এর বাসায় চলে যায়। তারপর সিসিলিয়া কিছুক্ষণ পর ওয়াশরুমে যায় এবং এসে দেখে কেউ একজন অ্যাড্রিয়ান এর গলা কেটেছে। টম তো মারা গিয়েছে তাহলে কে অ্যাড্রিয়ানকে খুন করল। এটা জানতে অবশ্যই আপনাদের এই মুভিটি দেখতে হবে।


⊕ নিজস্ব মতামত ⊕

এই মুভিটি প্রথমের দিকে একটু ধীরগতির মনে হলেও কিছুক্ষণ চলার পর বেশ ভালই লেগেছে আমার কাছে। সবাই দারুন অভিনয় করেছে। আর সব থেকে বড় বেপার এই মুভিট আপনারা হিন্দি ডাবিংএ পেয়ে যাবেন। আশা করি মুভিটি সবার কাছেই দারুন লাগবে

image.png

⊕ IMDb রেটিং ⊕
• ৭.১/১০

image.png

⊕ নিজস্ব রেটিংস ⊕
অভিনয়৯/১০
কাহিনী৮.৫/১০
সব মিলিয়ে৯/১০

image.png



image.png

PicsArt_03-22-02.27.17.png

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।

FacebookTwitterYouTube

image.png

standard_Discord_Zip.gif

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

JOIN WITH US ON DISCORD SERVER

Sort:  
 2 years ago 

সেই লেভেল এর থ্রিল আর সাসপেনশন এ ভরপুর ছিল মুভিটা।বেশ কিছুদিন হয়।মুভিটা দেখছি।আর সুন্দর ছিল আপনার উপস্থাপনা,সব মিলিয়ে দারুন।

 2 years ago 

আসলেই জোস লেগেছে ভাই মুভিটা। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

হলিউড মুভি আমি তেমন একটা দেখিনা। কারণ অনেক সময় হিন্দি মুভি বেশি পছন্দ করি। তবে আপনার রিভিউর মাধ্যমে এই মুভিটি দেখার ইচ্ছা জাগল। ধন্যবাদ আপনাকে রিভিউ এর মাধ্যমে কত সুন্দর ভাবে মুভিটি তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

এই মুভিটি অবশ্যই দেখবেন আপু আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

হলিউড মুভি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এখনও এই মুভিটি দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখে নিব ।মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অবশ্যই ভাই সময় করে এই মুভিটি দেখে নেবেন আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

হলিউড মুভির খুব সুন্দর একটি রিভিউ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। যেটা পড়ে অনেক ভালো লাগলো মুভিটি দেখা হয়নি আপনার রিভিউ পড়ে ভালো লেগেছে একসময় দেখার চেষ্টা করব।

 2 years ago 

জি ভাইয়া যে মুভিগুলো আমার কাছে খুবই ভালো লাগে সেই মুভি গুলো আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করি। সময় করে মুভিটি দেখে নিবেন আশাকরি আপনার কাছে খুবই ভালো লাগবে।

 2 years ago 

এই মুভিটা আমি দেখেছি।
বেশ দারুন উপভোগ করেছিলাম তখন। আর আজ তোমার রিভিউ পোস্টটি দেখে ভীষণ ভালো লাগছে।
ভালো উপস্থাপনা ছিল।
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

আসলেই ভাইয়া এই মুভিটি দারুণ লেগেছে আমার কাছেও।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। ❤️

 2 years ago 

আমি এই মুভিটি ট্রেইলার দেখেছিলাম। ট্রেইলার দেখে এই মুভিটি দেখার ইচ্ছা হয়েছিল খুব। কিন্তু সময়ের অভাবে মুভিটি দেখে নিতে পারেনি। তুমি খুব সুন্দর ভাবে মুভিটির রিভিউ উপস্থাপন করেছো। এতে করে আমি পুরো মুভিটির কাহিনী সম্বন্ধে জানতে পারলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ মুভির রিভিউ দেয়ার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আমিও ট্রেইলার দেখে এই মুভিটি দেখার প্রতি আগ্রহী হয়ে পড়ে দেখে ফেলি। খুব ভাল লেগেছিলো তাই তোমাদের সবার মাঝে উপস্থাপন করলাম এই মুভিটির রিভিউ। ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59036.72
ETH 2970.23
USDT 1.00
SBD 3.73