রংপুর চিকলি পার্ক ভ্রমনঃ পর্ব-২ ||•|| 10% Beneficiary To @shy-fox 🦊
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আপনারা এর আগের চিকলি ওয়াটার পার্কের মেইন গেট দিয়ে ঢুকে সেখানের কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের কাছে স্থানের ফটোগ্রাফি গুলো ভালই লেগেছিল। আজ আপনাদের আমি আমার এই পোষ্টের মাধ্যমে চিকলি পার্ক এর বাকি স্থানগুলো ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন ঘুরে আসা যাক চিকলি পার্ক এর বাকি স্থানগুলো থেকে।
চিকলি পার্কে ঘোরাঘুরি করতে করতে তো আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। একটু এগোতেই এরকম একটি গেমিং জোনও আপনাদের চোখে পড়বে। এখানে কিছু সংখ্যক টাকা দিয়ে আপনারা গেম খেলতে পারবেন আর জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব উপহার। এই ধরনের খেলা গুলো আমার কাছে বেশ ভালই লাগে তবে সময় স্বল্পতার কারণে খেলতে পারিনি।
নাগরদোলায় উঠছে তো সকলেই পছন্দ করেন আর সেটা যদি হয় অনেক বড় নাগরদোলা তাহলে তো কোন কথাই নেই। আপনারা চিকলি পার্কে ঢুকলেই রংপুরের সব থেকে বড় নাগরদোলা দেখতে পারবেন। এই নাগরদোলাটি মাপে যতটাই বড় দেখতেও তেমনি আকর্ষণীয়। আমার কাছে এই নাগরদোলা টি ভীষণ ভাল লেগেছিল।
নাগরদোলাটি দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নগরদোলাটির ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। দুঃখজনক ব্যাপার আমরা এমন সময় গিয়েছিলাম যে নাগরদোলাতে উঠতে পারিনি। কারন নাগরদোলাটির সব সীট ভর্তি না হয়ে গেলে তারা নাগরদোলাটি নাকি চালু করেন না।
পার্কের ভেতর হাঁটতে হাঁটতেই আমরা এরকম কিছু স্টল দেখতে পারবো। যেই স্টলগুলোতে কাপড় সহ বিভিন্ন খাবারের জিনিস পাওয়া যায়৷ আপনারা চাইলে এখান থেকে কাপড় চোপড়াও কনতে পারবেন।
এখানে একটা রেস্টুরেন্টে এর চার পাশে একটি কৃত্তিম বিল রয়েছে, সেই বিলে নানান রকম মাছ ছেরে দেয়া রয়েছে। থেকে বড় বেপার হলো মাছ গুলো মানুষ হয় পায় না। মাছ গুলোর কাছে গেলে মাছ গুলো আপনার কাছে চলে আসবে। আর আপনি চাইলে ২০ টাকা দিয়ে মাছের খাবার কিনে মাছ গুলোকে খাওয়াতে পারবেন।
এটা হল চিকলি ওয়াটার পার্কের সবথেকে বড় আকর্ষণ। এটা হলো সেই কৃত্তিম ওয়াটারফল যা দেখার জন্যই মানুষ এই চিকলি পার্ক এ আসে। এই ওয়াটারফল এর সৌন্দর্য আপনারা সামনাসামনি না দেখলে একদমই বুঝতে পারবেন না। আমার কাছে এই ওয়াটারফল টি এতটাই ভাল লেগেছিল যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে সেই ওয়াটারফল দেখেছি এবং নিজের কিছু ছবি তুলেছি।
সেই ওয়াটার ফুলের জায়গাটি এতটাই সুন্দর ছেলে যে সেখানে আমরা অনেক গুলো ছবি তুলে নিয়েছিলাম। সেই ছবিগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে কিছু ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম
পার্ক কি শুধু বড়দের ঘোরার জায়গা? তা কিন্তু একদমই না। এখানে বড়দের ঘোরাঘুরি পাশাপাশি ছোট সোনামণিদের ঘোরার জায়গা ও বানানো হয়েছে।। বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করে একটি বেবি গেমিং জোন বানানো হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ছোট ছোট সোনামণিদের খেলা দেখছিলাম তারা কতই না আনন্দ পাচ্ছিল। তাদের আনন্দ দেখে যেন আমি আমার সেই শিশু কালে ফিরে গিয়েছিলাম।
পুরো পার্ক জুড়ে এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা সাজানো হয়েছে যা দেখলে সত্যি মন ভরে যায়। চিকলি ওয়াটার পার্কে গিয়ে কিভাবে সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। সত্যি ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলাম ঠিকই কিন্তু আমি মনে করি পুরো পার্ক ঘুরলে ৫০ টাকা উসুল হয়ে যাবে।
বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবারো দেখা হবে আমার অন্য কোনো এক পোস্টে, সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।
YouTube |
---|
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনার চিকলি পার্কেট প্রথম পর্ব দেখেছি, আবার আজকে দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো লাগলো, আর যাওয়ার ডেট আরো এগিয়ে নিলাম, তবে গেলে আগে সেই গেমটি খেলবো, কারণ এমন গেম গুলো খেলতে ভালোই লাগে, যাইহোক আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের কাছে দিয়েছেন এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
জি ভাই গেমটা খেলবেন অবশ্যই। আমি অবশ্য খেলি নি তবে জানি গেম টা খুব মজা।
রংপুর চিকলি পার্ক খুব সুন্দর মত অতিবাহিত করেছেন ।যেটা দ্বিতীয় পর্বের মাধ্যমে উপস্থাপন করলেন ।আসলেই পরিবেশটা উপভোগ্য ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই।
জি ভাই রংপুর চিকলি পার্ক এ সময়টা খুব সুন্দর ভাবে কাটিয়ে ছিলাম, কারণ জায়গাটা অসাধারণ ছিল।
আসলে ভাই পরিবেশটা অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল।
https://twitter.com/mahir4221/status/1533172888282333184?t=rvkwB7uaLS6Bm-jufUirbg&s=19
@tipu curate
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
ভাইয়া আপনি তো রংপুর চিকলি পার্ক ভ্রমন করে সুন্দর সময় কাটিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো। চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আসলে ভাই অনেক সুন্দর সময় কাটিয়ে ছিলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।
পার্কে খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন ভাই। আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে পার্কে ভ্রমণের অনুভূতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সত্যি দেখে খুব ভালো লাগলো। আপনার ফটোগুলো দুর্দান্ত হয়েছে । আলোকচিত্রগুলো দেখে বুঝা যাচ্ছে খুব অসাধারণ সময় অতিবাহিত করেছেন। এত চমৎকার পার্ক ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।
আসলে অসাধারণ মুহূর্ত কাটিয়েছে ভাই কারণ পার্কটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাহ চমৎকার চিকলি পার্কটা তো দারুণ। নাগরদোলার বিভিন্ন এঙ্গেল থেকে ফটোগ্রাফি টা দারুণ করেছেন। সত্যি রঙিণ আলোকসজ্জা বিশিষ্ট নাগরদোলা টা দারুণ লাগছিল। এবং রঙিন মাছগুলো অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন এবং দারুণ ছিল ফটোগ্রাফি গুলো।।
আসলে নাগরদোলা টা অনেক সুন্দর এবং বড় ছিল উঠতে খুব ইচ্ছা করছিলো, কিন্তু তারা সিট বুক না হলে নাগরদোলা চালু করে না। যাই হোক ধন্যবাদ মূল্যবান মতামত দেয়ার জন্য।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে রংপুরের চিকলি পার্ক ভ্রমণ এর দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন। আমি প্রথম পর্ব এর আগে দেখেছিলাম খুব ভালো লেগেছিল। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব দেখে আরো বেশি ভালো লাগলো। খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
ভাই অনেক ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।