আজকাল বাহিরে গাড়ি ধরার তোড়জোড় অনেকটা বেড়ে গিয়েছে। বাইক নিয়ে বাহিরে বের হলেই পুলিশ আটকে লাইসেন্স দেখতে চায়। ড্রাইভিং লাইসেন্স না থাকলে পকেট থেকে গুনতে হয় অনেকগুলো টাকা। আসলে এটা আমাদেরই দোষ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি অথবা বাইক চালানো একদম উচিত নয়। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।
তাই কয়েকদিন থেকে ভাবছিলাম ড্রাইভিং লাইসেন্স টা করেই ফেলব। ড্রাইভিং লাইসেন্স থাকলে বাইক নিয়ে বাইরে বের হতে আর কোন ভয় থাকবে না। আমাদের এখানে আবার ড্রাইভিং লাইসেন্স এপ্লাই করার পরপরই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায় না। ড্রাইভিং লাইসেন্স পেতে সময় লাগে ১০-১২ মাস। যদি কিছু টাকা খরচ করা যায় তাহলে আগেভাগেই হাতে পাওয়া যায় আর কি।
তাই আজ দুপুরবেলা চিন্তা করলাম একটু BRTA অফিস থেকে ঘুরে আসা যাক। সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগবে সেটা খোঁজ নিয়ে আসি। আমাদের এখানে আবার ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসেই BRTA অফিস।
এটা হচ্ছে ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসের প্রথম ফটক। এই দিক দিয়ে ঢুকেই বাকি অফিসের কাজ গুলো করতে হয়। এটা আমার কাছে বেশ ভালই লাগে। একটা বড় ভবন এর মধ্যেই অনেকগুলো অফিস একসাথে। এই ধরনের অফিশিয়াল কাজ গুলোই বেশি দৌড়াদৌড়ি করতে হয় না। ফলে হয়রানিও একটু কম হতে হয়।
ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসের এরিয়াটি বিশাল বড়। আর পুরো এরিয়া সবুজ গাছপালা দিয়ে ভর্তি। আর ফুলবাগান তো আছেই। সেখানের পরিবেশটা বেশ ভাল লাগার মত। সবুজ গাছপালার নিচে কিছু বেঞ্চও দেখতে পেয়েছিলাম। চাইলে সেখানে বসে সময় কাটানো যায়। এই গরমের মধ্যে এরকম সবুজ গাছের নিচে বসে থাকতে বেশ ভালই লাগে।
এই গেট দিয়ে মূল অফিসে প্রবেশ করতে হয়। এই গেট দিয়ে ঢোকার পরেই অনেকগুলো গেট ছিল যে গেট গুলো আলাদা আলাদা অফিসের গেট। যার যেই অফিসে দরকার পড়ে সেই সেই অফিসে গিয়ে তার কাজ সেরে ফেলে।
এটা হচ্ছে সম্প্রসারিত জনবান্ধব অভ্যর্থনা ও ই-সেবা অফিস। এটা ডিসি অফিসের রিসিপশন, সাথে সাথে এখানে ই-সেবা মুলক কার্যক্রমগুলোও পরিচালিত হয়।
অনেক ঘোরাঘুরি করার পরে সামনে একটি মানচিত্র দেখতে পারলাম। দূর থেকে বুঝতে পারছিলাম না এটা কিসের মানচিত্র। কাছে যেতেই দেখলাম এটা তো আমাদের কুড়িগ্রাম জেলারই মানচিত্র। তারপর এক নজরে কুড়িগ্রামের জায়গা গুলো দেখে নিলাম, এবং আমি কোন স্থানে আছি সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করছিলাম।
তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই বিআরটিএ অফিসের দিকে চলে গেলাম। সেখানে যেতে তারা জানালো এটা লাঞ্চ টাইম তাই অফিসের লোকজন লাঞ্চ করতে গিয়েছে। পড়ে গেলাম টেনসনে, সরকারি অফিসের লাঞ্চ টাইম তো আবার বিকালের নাস্তা অব্দি চলে। এখন এতক্ষণ এই অফিসে ঘুরাঘুরি করে কি করব। তারপর চিন্তা করলাম গেট দিয়ে ঢোকার সময় সেখানে কিছু ফটো গ্যালারী এবং কিছু জিনিস দেখতে পেয়েছিলাম। তারপর সোজা চলে গেলাম সেইদিকে।
ফটোগ্যালারী এবং সেখানে রাখা জিনিসগুলোর আমি কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের দেখানোর জন্য। তাহলে চলুন দেখে আসা যাক ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসের ফটোগ্যালারী এবং নিদর্শনগুলো।
আমাদের কুড়িগ্রাম জেলা নদীমাতৃক একটি এলাকা। কুড়িগ্রামের যেদিকেই যাওয়া হোক না কেন সে দিকেই নদী দেখতে পাওয়া যায়। আপনার এই ছবিতে আমাদের কুড়িগ্রাম জেলার বিভিন্ন নদীর বালি দেখতে পারবেন।
এখানেও কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানের জিনিস বোতলে ভরে সংরক্ষণ করা হয়েছে। সেখানে লেখা ছিল অনেক কিছুই কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর জিজ্ঞাসা করার মতও কেউ ছিলনা।
আগে থেকে কুড়িগ্রামের মানুষ শিল্পের প্রতি আলাদাভাবে দুর্বল। আমি শুনেছিলাম কুড়িগ্রাম থেকে হাতে বানানো অনেক শিল্পী বাহিরের এলাকায় বিক্রি হয়। উপরে থাকে সেই হাতে বানানো জিনিস গুলোই সাজিয়ে রাখা হয়েছে।
পুরো গ্যালারির একটা ছবি তুলে নিয়েছিলাম সবগুলো একসাথে দেখানোর জন্য। সত্যি আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। এর আগে কখনো কোন সরকারি অফিসে এরকম জিনিস দেখি নি।
এবার চলুন ফটো গ্যালারী দেখে আসা যাক:
এখানে বাংলাদেশ এর গুণী কিছু লোকের ফটো সাজিয়ে রাখা হয়েছে। সাথে সাথে আমরা এখানে বাংলাদেশ এর ইতিহাস সম্পর্কেও জানতে পারবো। অনেক ভালো লগেছিল ফটো গ্যালারীটি দেখে।
তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে বাহিরে এসে বসে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। তবুও তাদের লঞ্চ টাইম শেষ হচ্ছিলো না। কি আর করার অপেক্ষা করতেই হবে।
অনেক্ষণ পর সেই BRTA অফিসে লোকটি আসলো তার সাথে কথা বললাম কি কি লাগবে শুনে সেখানে থেকে বেরিয়ে আসলাম। এখন বাসায় ফেরার পালা।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোন এক পোষ্টে সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।


আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।


Support
@heroism Initiative by Delegating your Steem Power
JOIN WITH US ON DISCORD SERVER
ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো একদম ঠিক না। তুমি ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছ এটা জানতে পেরে খুব খুশি।
ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসে খুব সুন্দর সময় কাটিয়েছে এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছ। ফটোগ্যালারীর ছবিগুলো আমার কাছে খুবই ভালো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি এবং তোমার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আসলেই আমাদের জন্য ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি মনে করি সবারই এটা বোঝা উচিত। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
https://twitter.com/mahir4221/status/1531920683713716225?t=v0IFBpST-gm2UDM1L3OP3w&s=19
ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসে খুব চমৎকার সময় কাটিয়েছেন। মুহূর্তগুলো খুবই অসাধারণ ছিল। ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক কিছু অনুধাবন এবং অবলোকন করেছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আসলেই ভাই সেখানে অনেক কোয়ালিটিফুল একটা সময় অতিবাহিত করেছি যদিও খুব গরম ছিল তবুও সেখানে জিনিস গুলো দেখতে বেশ ভালই লেগেছিল। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
ড্রাইভিং লাইসেন্স আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আমি মনে করি একটু ঝামেলা কিংবা কষ্ট হলেও ড্রাইভিং লাইসেন্স বানানোর প্রয়োজন। আপনি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসে গিয়েছেন শুনে ভালো লাগলো। অফিসের অনেকগুলো ফটোগ্রাফি খুব সুন্দর লেগেছে দেখতে।
আসলেই আপু ড্রাইভিং লাইসেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর এটা করতে শুধু ঝামেলা না আপু অনেক ঝামেলা পোহাতে হয়। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।
জেলা প্রশাসকের কার্যালয় দারুন সময় কাটিয়েছেন। আসলে আমাদের দেশে অধিকাংশ মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় যা দণ্ডনীয় অপরাধ বলে আমি মনে করি। আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন দেখে খুবই ভালো লাগছে। আপনি একটা কথা খুব ভালোভাবে বলেছেন যে সরকারি অফিসের কর্মচারীদের লাঞ্চের সময় মানে বিকেলের নাস্তা পর্যন্ত। এইসব অফিসে গেলে এতটা বিব্রত হতে হয় আসলে বলার মত ভাষা রাখে না। আপনি খুব সুন্দর ভাবে জেলা-প্রশাসকের-কার্যালয় ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই আপু কতক্ষণ সময় অপেক্ষা করার পর সেই লোকের দেখা পেয়েছি। খুব খারাপ একটা অবস্থা 🥲
ড্রাইভিং লাইসেন্স আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ভাইয়া। তাই যখনই সুযোগ হয় সকলেরই উচিত ড্রাইভিং লাইসেন্স টি করে নেওয়া। ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি ডিস্টিক অফিসে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
জ্বী আপু আপনি একদম ঠিক বলেছেন। প্রচুর গরম ছিল আপু তাই খুব একটা ভালো সময় কাটে নি। যাই হোক ধন্যবাদ আপনাকে।
লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আসলে দণ্ডনীয় অপরাধ'। যদিও এটা বাংলাদেশের সম্পূর্ণ মানা হয় না আপনার যদি লাইসেন্স না থাকে আপনি হয়তো পুলিশকে কিছু টাকা ০দিলে ছেড়ে দিবে এটা একটা পুলিশের অভ্যাস। কিন্তু এটা খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। আপনি এই ড্রাইভিং লাইসেন্স করার উদ্দেশ্যে সেখানে খুবই ভালো সময় কাটিয়েছেন। আমাদের সাথে অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগছে আর ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর ছিল।
জ্বী ভাইয়া আমি সব সময় আইনিভাবে চলার চেষ্টা করি তাই ভাবলাম ড্রাইভিং লাইসেন্স টা করেই ফেলি।
ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসের কিছু ছবি দেখতে পেলাম আপনার মাধ্যমে। সময়টিও অনেক ভাল কাটিয়েছেন যা বুঝতে পারলাম। আমাদের সাথে আপনার গল্পটি ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ।
ভাই আমার পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।