DIY-(এসো নিজে করি)// সুপার ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর একটি চুলবন্ধনী তৈরি ।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটাও হচ্ছে একটি ডাই পোস্ট যা তৈরি করেছিলাম সুপার ক্লে দিয়ে। জীবনের প্রথম সুপার ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই যখন ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা নিয়ে ব্যস্ত ঠিক তখনই আমার মনের মাঝে আসলো আমি ক্লে দিয়ে কোন কিছু তৈরি করছি না কেন । আর এই চিন্তা ভাবনা থেকেই গতকাল একটি প্লাস্টিক বোর্ড এক টুকরো কাচঁ এবং। কিছু সুপার ক্লে নিয়ে আসলাম। আর তৈরি করে নিলাম ছোট বাচ্চাদের চুলবন্ধনী। প্রথম প্রথম একটু আনইজি ফিল করলেও পরবর্তীতে ফুলটি তৈরি করতে পেরেছিলাম। তবে ছোট বাচ্চাদের এই চুলবন্ধনীটি তৈরি করার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে । তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক সুপার ক্লে দিয়ে কিভাবে আমি ছোট বাচ্চাদের চুলবন্ধনী তৈরি করেছিলাম।
সুপার ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর একটি চুলবন্ধনী কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। সুপার ক্লে।
২। ক্লে টুলস ।
৩। চুলবন্ধনী।
প্রথমে আমি কিছু সুপার ক্লে নিয়ে গোল শেপের রসি আকৃতি করে নিলাম। এবং ক্লে টুলস দিয়ে কেটে সমান ১০ টি ভাগে ভাগ করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন ।
এবার ভাগ করা ক্লেগুলো এক টুকরো কাঁচের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিলাম। এবং সেই কাঁচের সাহায্যে চাপ দিয়ে চিকন গোলাপের পাপড়ির মত গোলাকার করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার প্রথম পাপড়ির গোলাকার করে বাকি পাপড়ি গুলো সেই গোলাকার পাপড়ির সাথে একে একে লাগিয়ে দিয়ে গোলাপ ফুল তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার কলাপাতা কালারের আরো কিছু সুপার ক্লে নিয়ে কাচেঁর সাহায্যে লম্বা রসি আকৃতি করে ক্লে টুলস দিয়ে দুই টুকরো করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার এই দুই টুকরো সুপার ক্লে এর উপরে কাজটি হালকা বাঁকা করে ধরে ডানে বামে নিয়ে একদিকে সূচালো করে নিলাম। তারপর সেই কাচেঁর সাহায্যে চাপ দিয়ে দুটি পাতা আকৃতি করে নিলাম। এবং ক্লে টুলস এর সাহায্যে পাতার উপরে কিছু দাগ দিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে ফুলটির সাথে পাতা দুটি লাগিয়ে সামান্য কিছু ঘাম চুলবন্ধনীর উপর লাগিয়ে ফুলটি সুন্দর করে বসিয়ে দিলাম। আর এর মাধ্যমেই ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর চুলবন্ধনী তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে জীবনের প্রথম সুপার ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর এই চুলবন্ধনীটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগ দিয়ে অনেক কিছুই শিখেছি। আর তারই ধারাবাহিকতায় ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর এই চুলবন্ধনী তৈরি। তবে চুলবন্ধনীটি তৈরি করার পরে আমার কাছে কিন্তুু ভালোই লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
সিম্পল একটা মাথার ব্র্যান্ড কে আপনি গর্জিয়াস করে তুলেছেন দেখে অনেক ভালো লাগলো। ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন। এই মাথার ব্যান্ডটা যদি কোনো ছোট বাচ্চা মেয়ের মাথায় লাগানো হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা ব্যান্ড।
জি আপু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ক্লে দিয়ে মাথার ব্যান্ডটি সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
https://x.com/mahfuzur888/status/1842256485856006338?t=CS1qWXaqVvlWKMkryGbKug&s=19
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার দারুন এই অভিজ্ঞতা সম্পন্ন একটি পোস্ট দেখতে পেরে। আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করেন। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন এমন ফুল জাতীয় একটি ডাই পোস্ট। প্রায় ব্যান্ড ক্লিপ গুলোতে এমন থেকে থাকে। যাই হোক অরিগামিটা সুন্দর ছিল।
অনেক সুন্দর একটি সাজানো গোছানো গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বাহ চমৎকার। খুবই সুন্দর লাগছে ভাই। ক্লে দিয়ে গোলাপ ফুলের বাচ্চাদের চুলবন্ধনী টা চমৎকার তৈরি করেছেন। আপাত দৃষ্টিতে দেখে খুবই চমৎকার লাগছে। পোস্ট টা খুব সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আপনি তো ভাইয়া ফুল বানানো তে এক্সপার্ট। গ্লিটার আর্ট পেপার দিয়ে যত সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন আপনার কাছে ক্লে দিয়ে ফুল তৈরি করা আরো বেশি সহজ। প্রথম ক্লে দিয়ে ফুল তৈরি করলেও চমৎকারভাবে ফুলটি তৈরি করেছেন। একেবারে সত্যিকারের ফুলের মত লাগছে।। ব্যান্ড এর উপর লাগানোতে আরো বেশি ভালো লাগছে।
জি আপু আপনি একদম ঠিক বলেছেন এখন ক্লে দিয়ে ফুল তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সাবলীল ভাষায় অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর একটি চুলবন্ধনী তৈরি করেছেন দেখে ভালো লাগলো। গোলাপ টি দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে ভাইয়া। দারুন হয়েছে।
অনেক সুন্দর একটি সাবলীল ভাষায় গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তৈরি করা এই সুন্দর মাথার ব্র্যান্ড দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে। সুন্দর মাথার ব্র্যান্ড বাচ্চা মেয়ে লাগালে ভালো লাগবে দেখতে।
অত্যন্ত সাবলীল ভাষায় অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
মেয়েদের মাথার ব্র্যান্ড এর ওপর সুন্দরভাবে দুইটি পাতা সহ একটি গোলাপ ফুল তৈরি করেছেন ভাইয়া। ক্লে দিয়ে এখন অনেক কিছুই সবাই তৈরি করছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আপনার তৈরি করা গোলাপ ফুলটি দেখতে অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে পোস্ট সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু ।
সুপার ক্লে দিয়ে বাচ্চাদের সুন্দর একটি চুলবন্ধনী তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আসলে আপনার দক্ষতা যত দেখি ততই ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
অত্যন্ত সাবলীল ভাষায় অনেক সুন্দর একটি গঠনের মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।