টার্গেট ডিসেম্বর সিজন -৪ // নিজের আইডির সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই ব্লগটি সাজিয়েছি পাওয়ার আপ নিয়ে। সারাটা দিন ব্যস্ততার মাঝে কাটিয়ে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল। যদিও একটি ডাই পোস্ট করার ইচ্ছে ছিল তারপরেও শরীরটা ক্লান্ত থাকার জন্য আর ডাই পোস্ট তৈরি করতে পারলাম না। আর এজন্যই বাধ্য হয়ে পাওয়ার আপ পোস্ট করতে হলো। আসলে নিজের আইডির পাওয়ার বৃদ্ধির জন্য এবং নিজেকে আরো শক্তিশালী করার জন্য পাওয়ার আপ করা খুবই প্রয়োজন। তাছাড়া এই স্টিমিট প্ল্যাটফর্মে নিজের আইডির একটি শক্ত অবস্থান তৈরি করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই । তাই নিজের আইডির সক্ষমতা বৃদ্ধির জন্য আমি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার স্বপ্নের 4x dolphin এর লক্ষ্যমাত্রা নিয়ে আজকেও ১০ টিম পাওয়ার আপ করলাম। তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক আমি কিভাবে ১০ স্টিম পাওয়ার আপ করেছি।
টার্গেট ডিসেম্বর সিজন-৪, এ পাওয়ার আপ যে ভাবে করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ১০৫.৯১৫ এবং পাওয়ার আপ স্টিম ছিল ১৯১৯৯.০৩৭ এখুন আমি যেভাবে স্টিমকে পাওয়ার আপ করবো।
এরপর আমি স্টিমিটের ড্রপডাউন বাটনে চাপ দিব।তারপর পাওয়ার আপ বাটনটি নির্বাচন করবো।
এখানে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট ১০ স্টিম বসিয়ে দিব। এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।
কনফার্মেশন আরেকটি মেসেজ আসবে। যদি সবকিছু ঠিক থাকে তাহল আমি ওকে বাটনে ক্লিক করে প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন করে নিবো। এবং পাওয়ার আপ এর কার্যক্রম সম্পন্ন করে নিবো।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিকুইড স্টিম কমে গিয়েছে এবং এস পি বৃদ্ধি পেয়েছে। আর এভাবেই আমি পাওয়ার আপ এর ধাপ গুলো সম্পূর্ণ করে নিলাম।
পাওয়ার আপ এর পরিমান
পূর্বে এসপি ছিল | ১৯১৯৯.০৩৭ স্টিম |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান এসপি | ১৯২০৯.০৩৭ স্টিম |
অবশেষে এই মধ্যরাতে পাওয়ার আপ পোস্টটি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে এই ভেবে যে আমি আমার পরবর্তী লক্ষ 4x ডলফিন এর দিকে আরো একধাপ এগিয়ে গেলাম । তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ।🙏 💪🙏
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1852043410095620314?t=zh0uGF03d2BIwe8DOyHTrA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সক্ষমতা বৃদ্ধি করার জন্য, এমনকি এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আর এই জন্য আমাদের সবারই প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করে যাওয়া দরকার। আশা করছি আপনি নিজের স্টিম পাওয়ার আরো অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। এগিয়ে যেতে থাকুন এরকম ভাবে।
এভাবে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে থাকলে আপনি খুব শীঘ্রই ফোর এক্স ডলফিন অর্জন করতে পারবেন ভাই। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোষ্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
পাওয়ার আপ মানেই সক্ষমতা অর্জন। যত বেশি পাওয়ার আপ করা যাবে নিজের একাউন্ট তত বেশি উন্নীত হবে। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে পাওয়ার আপ অত্যন্ত জরুরি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে ধারাবাহিক নিজের সক্ষমতা বৃদ্ধি করা যায়। আপনি ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান তৈরি করতে পারি। আপনি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য 10 স্টিম পাওয়ার আপ করেছেন। তবে আপনার টার্গেট হচ্ছে 4x ডলফিন পূরণ করা। আর আপনি অলরেডি এখন পর্যন্ত ১৯২০৯+স্টিম পাওয়ার আপ করেছেন। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে যেই কোন কাঙ্খিত লক্ষ পূরণ করা যায়।
আজ আপনি দশ স্টিম পাওয়ার অপ করেছেন দেখে ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। আমাদের সকলের উচিত পাওয়ার আপ করা। আপনি এই ধারাবাহিকতা ধরে রাখলে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।