আমার বাংলা ব্লগ //ঝটপট কাচকি মাছ রান্না রেসিপি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোষ্টটি সাজিয়েছিলাম একটি রেসিপি দিয়ে। তো আজকে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যা অতি দ্রুত ঝটপটে তৈরি করা যায়। আসলে গত সপ্তাহে আমি যখন ছুটিতে ছিলাম তখন হঠাৎ করেই আমার শ্বশুর আমার বাসায় চলে আসে। তো মুরগির মাংসের সাথে আরো অন্য মাংস ছিল তবে আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়েছিল হার্টের রিং পরানো আছে যার জন্য তার মাংস খাওয়া নিষেধ। তবে আমার শ্বশুর ছোট মাছ খুবই পছন্দ করে। যার জন্য ফ্রিজে কিছু কাচকি মাছ ছিল। সেটাকেই অতি দ্রুত রান্না করতে বললাম। আমার ওয়াইফ সাথে সাথে মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিল। তো আমিও রেডি হয়ে গেলাম তার সাথে রান্না করার জন্য কারণ তার সাথে রান্না করলে আমারও একটা রেসিপি পোস্ট হয়ে যায়। আমি যেহেতু ঢাকা শহরে থাকি এখানে রান্না করার মত কোন ব্যবস্থা নেই বিধায় যখনই ছুটি যাই তখনই চেষ্টা করি দুই একটা রেসিপি তৈরি করে সাথে করে নিয়ে আসতে। তবে এই রান্নার ধারণাটা পুরোপুরি আমার ছিল কারণ আমি যখন পার্বত্য চট্টগ্রামে চাকুরিরত ছিলাম তখন ওইখানে প্রচুর পরিমাণে কাচকি মাছ পাওয়া যেত। আর সেগুলোই আমরা মাঝে মাঝে রান্না করে খেতাম। তবে রান্না করার পরে কাচকি মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমি আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে এই কাচকি মাছগুলো রান্না করেছিলাম।
🥗ঝটপট কাচকি মাছ রান্নার রেসিপি।।
👇প্রয়োজনীয় উপকরণ
উপাদান | পরিমাণ |
---|---|
১) কাচকি মাছ | ৩০০ গ্রাম । |
২) আলু | মিডিয়াম ২ টা। |
৩) অন্য অন্য মসলা | পরিমাণমতো। |
৪) কাঁচা মরিচ | পরিমাণমতো। |
৫) পেঁয়াজ | পরিমাণমতো। |
৬) লবন | পরিমান মতো। |
৭) সোয়াবিন তেল | পরিমান মতো। |
৮) আদা বাটা | পরিমাণমতো। |
প্রথম ধাপ
প্রথমে আমি কাচকি মাছগুলো ধোলাই করে একটা প্লেটের ভিতর রেখে দিলাম। সেই সাথে আমার ওয়াইফ আলু পেঁয়াজ মরিচ কেটে আরেকটা প্রিজে রেখে দিল। এবং অন্য আরেকটা প্রিজে সমস্ত মসলা রাখা হলো।যেমনটি আপনারা দেখতে পারছেন।
দ্বিতীয় ধাপ
এবার মাছ ব্যতীত সমস্ত উপকরণ একসাথে করে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিলাম। যেন অর্ধেক সিদ্ধ এই মাখানোর মাধ্যমে হয়ে যায়। এবং মাখানোর পরে পাঁচ মিনিট রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
তৃতীয় ধাপ
ফিরে এলাম পাঁচ মিনিট পর। এবার মাখানো উপকরণ গুলোর মধ্যে কাচকি মাছগুলো দিয়ে আলতোভাবে মাখিয়ে নিলাম। এবং হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে দিতে যতটুকু পানি লাগে ততটুকু পানি মাছের ভেতরে দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।
চতুর্থ ধাপ
এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে রাখা মাছগুলোর প্যান চুলার উপর বসিয়ে দিলাম। এবং একবার বুদবুদ ওঠার পরে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
শেষের-ধাপ👇
সর্বশেষ ধাপে এসে চুলা মিডিয়াম আচেঁ রেখে প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১২ মিনিট জাল দিয়ে ঝোল শুকিয়ে আসলে প্যানটি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এর মাধ্যমে রেসিপিটা তৈরীর শেষের ধাপে এসে পৌছাইলাম।
পরিবেশন👇
অবশেষে মাত্র ২০ মিনিটে ঝটপট করে কাচকি মাছের রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তবে পরিবেশনে যে ধনেপাতা গুলো দেওয়া হয়েছিল এটি আমার ওয়াইফ ছাদে লাগিয়েছিল। আর আমার ওয়াইফের স্মৃতিগুলো ধরে রাখার জন্যই পরিবেশনে ধনেপাতা দেওয়া হয়েছে। যাই হোক আমার বিশ্বাস রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রেসিপি । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
কাচকি মাছের স্বাদটাই আলাদা। আলু দিয়ে যদি চচ্চড়ি ভাজি করা যায় তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঠিক তেমনটাই আপনার রেসিপির ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে দারুন টেস্টি হয়েছিল। কাচকি মাছ রান্না করার প্রসেসগুলি ও সুন্দর করে উপস্থাপন করেছেন। যা দেখেই ভালো লাগলো। ধন্যবাদ ভাই এরকম রেসিপি একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahfuzur888/status/1873410233672069574?t=VEzEJrdexnh1LdGYizq3DQ&s=19
এই কাচকি মাছ খেতে যে আমি কি পরিমান পছন্দ করি তা বলার বাহিরে। ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের চোখের জ্যোতি বাড়ায় এছাড়া শরীরের অনেক ভিটামিন এর ঘাটতি পূরণ করে। আপনার তৈরি কাচকি মাছ এর রেসিপি দুর্দান্ত হয়েছে। দেখে ক্ষুদা বেড়ে গেল।
এই ছোট ছোট মাছগুলো রান্না করতে এবং খেতে আমার খুবই ভালো লাগে। আমি দীর্ঘদিন বাঁচাতে রান্না করেছি এখনো মাঝেমধ্যে সুযোগ পেলে রান্না করে থাকি। বড় মাছের চেয়ে এ মাছগুলো একটু ভুনা করলে বেশি ভালো লাগে আমার।
এই কাচকি মাছগুলো আপনার কাছে ভালো লাগে যেনে আমার অনেক ভালো লাগলো। আর এভাবে প্রতিনিয়ত আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
সুস্বাদু মাছের রেসিপি তৈরি করেছেন। ছোট মাছের এই রেসিপি দেখতে ইচ্ছা করলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতিটা ছেলের উচিত রান্নাবান্না শিখে রাখা। আপনি আজকে অনেক সুন্দর কাচকি মাছের রেসিপি প্রস্তুত করেছেন দেশ লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ধাপ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। ছোট মাছের রেসিপি আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।
ঝটপট করে কাচকি মাছ রান্না করলেও রান্নাটি দেখতে তো দারুণ সুন্দর হয়েছে ভাই। দেখেই মনে হচ্ছে দারুন সুস্বাদু রান্না আপনি বানিয়ে ফেলেছিলেন। এমন সুন্দর রান্নার পদ হাতের নাগালে পেলে নিশ্চয়ই একবার টেস্ট করে দেখতাম। এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।