You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং : মায়েরা কি আসলেই এমন হয়......?

in আমার বাংলা ব্লগ2 months ago

দিদি, আমিও ওই নিষ্ঠুর মায়ের কাহিনী ফেসবুকে দেখেছি। আর যখন থেকে দেখেছি তখন থেকে আমিও অস্বস্তিতে আছি। যখনই আমার এই ঘটনাটির কথা মনে পড়ে, তখনই যেন মনের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। সত্যিই দিদি এ কেমন মা, যে মা কিনা নিজের এতোটুকু সন্তানকে একা ঘরে বন্দী করে রেখে যেতে পারে, তাও আবার নিজের সুখ শান্তির জন্য। দিদি, যদি আমি ওই মহিলাকে সামনে পেতাম, তাহলে আমি নিজেই ওই মহিলাকে শাস্তি দিতাম। যাবজ্জীবন তার জন্য কম হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একজন মায়ের কোল হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। অথচ ওই ছোট্ট শিশুটি তার মায়ের কারণে মৃত্যুবরণ করেছে। এটা সত্যি মেনে নেয়া যায় না। যাই হোক দিদি, ওই নিষ্ঠুর মায়ের কাহিনী নিয়ে, আপনার মনের অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 2 months ago 

আসলেই ভাই, খুবই দুঃখজনক মর্মান্তিক একটি কাহিনী এটি। আমিও যতবার ফেসবুকে এই ঘটনাটি দেখছি খুবই খারাপ লাগছে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69279.67
ETH 3681.04
USDT 1.00
SBD 3.32