আপু আচার রেসিপির কথা শুনলে কেমন যেন জিভে জল এসে যায়। তবে আমি একদমই টক আচার খেতে পারিনা। তাই যদি মিষ্টি মিষ্টি জলপাই আচার হয়, তাহলে তা বেশ স্বাচ্ছন্দেই খেতে পারি। আর তাইতো আপনার তৈরি জলপাই আচার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। বিশেষ করে খিচুড়ির সাথে আচার খেতে আমার খুবই ভালো লাগে। যাইহোক আপু, জলপাই আচার রেসিপি খুব মজার করে তৈরি করেছেন এবং প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
খিচুড়ি সাথে আচার হলে তো কোনো কথাই নেই পুরো জমে যায়।আপনিও টক আচার খেতে পারেন না জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।