You are viewing a single comment's thread from:

RE: ★অকৃতজ্ঞ ছেলে★ দ্বিতীয় ও শেষ পর্ব

অকৃতজ্ঞ ছেলের প্রথম পর্বটি আমি পড়ার সুযোগ পেয়েছিলাম আপু। আজ আবার শেষ পর্বটি পড়ে অকৃতজ্ঞ ছেলের মায়ের জন্য খুবই খারাপ লাগছে। হয়তোবা ছেলেটির মা খুবই ঝগড়াটে স্বভাবের ঠিকঠাকভাবে কারো সাথে বনিবনা করে চলতে পারেনা। তবুও তো সে মা, যে কিনা ছেলেটিকে পৃথিবীর আলো দেখিয়েছে। অথচ সেই ছেলেটি তার মাকে চুরির অপরাধে বাড়ি থেকে বের করে দিল। এরকম ছেলের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না আপু। আজ নয়তো কাল অবশ্যই এই অকৃতজ্ঞ ছেলের অধঃপতন হবেই। তবে আমি বুঝতে পারি না বর্তমান সময়ের মেয়েরা কেন তাদের শাশুড়িকে মেনে নিতে পারে না। আর শাশুড়িরা কেন বউকে মেয়ের মত দেখতে পারে না। যদি ছেলের বউ ও শাশুড়ির মধ্যে সম্পর্কটা ভালো হয়, তাহলে সেই সংসারে সুখের অভাব হয় না।

Sort:  
 last year 

একদম তাই ভাইয়া বাবা-মার সাথে এরকম খারাপ আচরণ করলে তার পরিণতি খারাপই হবে । শুধু মেয়েরা মেনে নিতে পারে না তা না শাশুড়িরাও অনেক ক্ষেত্রে বউদের কে সহ্য করতে পারে না ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44