You are viewing a single comment's thread from:

RE: ছোট বেলায় বাবার কাছে আঙ্গুর খাওয়ার আবদার।

বাবা নামের এই বট বৃক্ষের ছায়া যাদের মাথার উপরে রয়েছে তারা বড়ই সৌভাগ্যবান। আর যারা এই ছায়া থেকে বঞ্চিত হয়েছেন তারা বড় দুর্ভাগ্যবান। আপনার বাবা আপনার আঙ্গুর খাওয়ার কথা শুনতেই অনেক কষ্ট করে আপনার আবদার পূরণ করার জন্য তিনি বাজার থেকে আঙ্গুর কিনে এনে আপনাকে খাইয়েছেন। আপনার বাবা ছিলেন বলে হয়তো আপনার আবদারটি পূরণ হয়েছে। আর যদি বাবা না থাকতো, তাহলে হয়তো সে আবদার কখনোই পূরণ হতো না। আমার বাবাও অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তবুও যখন বাবা বলে ডাকি তখন মনের ভেতরে খুব শান্তি অনুভব করি। সত্যিই আপু বাবারা সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করেন তাদের সুখ স্বাচ্ছন্দের জন্য। হয়তো আমরা অনেকেই আছি বাবা নামের এই মানুষটির খুবই কদর করছি, আবার হয়তো অনেকেই আছি বাবা নামের এই মানুষটিকে খুবই অবহেলা করছি। যাইহোক আপু, ছোটবেলায় বাবার কাছে আঙ্গুর খাওয়ার আবদার নিয়ে আপনার অনুভূতি টুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 last year 

শুকরিয়া ভাইয়া আঙ্কেল সুস্থ আছেন আপনি এখনো বাবা নাম ধরে ডাকতে পারছেন আপনি অনেক সৌভাগ্যবান। দোয়া করি আঙ্কেল যেন সুস্থভাবে আরও দীর্ঘ হায়াত নিয়ে বেঁচে থাকতে পারেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44