আপু, গ্রামীন পরিবেশ কতটা যে সুন্দর তা গ্রামে না গেলে সেই সৌন্দর্য উপলব্ধি করা যায় না। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সত্যি মনকে প্রশান্তি এনে দেয়। আর হ্যাঁ আপু, মেয়েদের বিবাহিত জীবনে বাবার বাড়ির চাইতে শ্বশুরবাড়িতেই বেশি সময় দিতে হয়। এ নিয়ে আপনার ভাবিও মাঝে মাঝে খুব দুঃখ প্রকাশ করে। এক দিকে নিজের স্কুল অন্যদিকে মেয়ের স্কুল তারপরে তো সংসারের প্যারা রয়েছে, যার কারনে সবকিছু সামলিয়ে তার আর কোথাও যাওয়া হয় না। তবে সে এখন সবকিছুই মানিয়ে নিয়েছে। যাইহোক আপু, আজ আপনার গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি হলে তাও সুবিধা। কিন্তু আমার মত দুই জায়গায় দুইটা হলে তো আরো বেশি মুশকিল যাই হোক ভাইয়া ধন্যবাদ আপনাকে।