You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং:- নিজের জীনবটা নিজের মনের মতো সাজাবেন,কারণ জীবনটা নিজের অন্য কারো না।
আপু নিজের জীবন সাজানোর পাশাপাশি আমার এক আত্মীয়র জীবন সাজাতে গিয়ে ছয় লক্ষ টাকা ধার দিয়েছি, আর সেই টাকা পেয়ে বাইরের দেশে চলে গেছে, বর্তমানে আমার ফোনটাও রিসিভ করেনা। যার কারণে আমি মানসিক টেনশনে রয়েছি। তবুও আপু বাস্তব জীবনে চলতে গেলে নিজের কথার পাশাপাশি আত্মীয়স্বজনের কথা চিন্তা ভাবনা করতে হয়। তবে আপু আপনি ঠিকই বলেছেন, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানো উচিত অন্য কারো জীবন অনুসরণ করে নয়। আপনার কথাগুলো মন ছুয়ে গেল শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে আমি মনে করি কাউকে এতটা বিশ্বাস করেও এতগুলো টাকা দেওয়া উচিত না। আপনি আপনার আত্মীয়কে এখন টাকা ধার দিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছেন। আসলে কারো জীবন অনুসরণ করে বাঁচা যায় না। আশা করছি পরবর্তীতে এরকম ভুল আর আপনার কখনোই হবে না।